কলকাতা, 4 ফেব্রুয়ারি: বৃষ্টি ছাড়তেই পর হালকা শীতের আমেজ । শুক্রবারের তুলনায় শনিবার ঠান্ডা বেশি অনুভূত হয়েছে ঠিকই তবে এখনই ফের জাঁকিয়ে ঠান্ডার আশা আর দেখছেন না আবহাওয়াবিদরা । আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ।
প্রথম দু'দিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামতে পারে । তবে দিনের তাপমাত্রা উপরের দিকেই থাকবে । ফলে দিনের বেলায় শীতের আমেজ সেভাবে না মেলার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা । অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের দাপট অনেকটাই কম । কয়েকদিন আগেও যে হালকা মাঝারি বৃষ্টি পাওয়া যাচ্ছিল তা সেভাবে আর মিলবে না । হাওয়া অফিসের আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং ও কালিম্পংয়ে আজ রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে । আগামিকাল সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে । এই তিন জেলা ছাড়া বাকি অংশের আবহাওয়া শুষ্ক থাকবে । এছাড়া আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ।
দুই বঙ্গেই উত্তুরে হাওয়া অবাধে বইছে । ফলে হালকা শীত অনুভূত হচ্ছে । হয়তো চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাতিশীতোষ্ণ আবহাওয়া পাওয়া যাবে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । আজ রবিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাঘেরা হলেও বেলায় রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :