কলকাতা, 19 এপ্রিল: বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা । তবে তাপপ্রবাহের শঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
উত্তরবঙ্গের তিন কেন্দ্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট । তবে বৃষ্টিস্নাত গরমে স্বস্তির আবহে ভোট হওয়ার সম্ভাবনা কম । সকালেই জলপাইগুড়ির বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে ৷ সোমনাথ দত্ত জানিয়েছেন, মালদা (38.9) এবং দুই দিনাজপুরে পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে । উপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে । সেই কারণেই বৃষ্টি হচ্ছে । তবে ধীরে ধীরে বৃষ্টি কমে সেখানেও পারদ চড়বে ।
পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই পারদ 40 ডিগ্রি ছাড়িয়ে আরও ঊর্ধ্বমুখী । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হয়েছে হলদিয়া (40.7), ডায়মন্ড হারবার (40.5), ক্যানিং (41), মেদিনীপুর (42), দিঘা (37.9)। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে তাপপ্রবাহ জারি রয়েছে । অথচ পশ্চিমের জেলাগুলোতে পারদ 41 ডিগ্রির ঘরে ঢুকে পড়লেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি ।
এই বিষয়ে সোমনাথ দত্ত জানিয়েছেন, যে জায়গার স্বাভাবিক তাপমাত্রা যত নীচের দিকে থাকবে তাপপ্রবাহের শঙ্কা সেখানে তত বাড়বে। বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল দমদম (39.6), ব্যারাকপুর (40) ও সল্টলেকে (40.3) অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমে হাঁসফাঁস অবস্থা ছিল । কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি ।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :