কলকাতা, 25 জানুয়ারি: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই । শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি বা তুষারপাত হতে পারে । তবে বৃষ্টি বিদায় নিলেও শীতের ইনিংস এখনও চলবে । বরং চলতি সপ্তাহের শেষ দিকে ঠান্ডা ফিরতে পারে ৷ আজ ভোরে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ প্রধানত মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 এবং 14 ডিগ্রির আশেপাশেই আছে ।
শীতের উলটপুরাণ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল প্রায় পাঁচ ডিগ্রি ৷ যা গত দু'দিনের কনকনে ঠান্ডায় একটু রাশ টেনেছে। যদিও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে ঠান্ডার আমেজ কমেনি । বরং বেশ ভালোভাবে অনুভূত হয়েছে । বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে । ফলে কলকাতা-সহ বাকি রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে এখনও বেশ কয়েকদিন । বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস ৷ বাগডোগরায় 8 ডিগ্রি, কোচবিহারে 8.1 ডিগ্রি, জলপাইগুড়িতে 8.6 ডিগ্রি এবং মালদায় 8.8 ডিগ্রি সেলসিয়াস পারদ নেমেছিল ।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছিল 7.1 ডিগ্রি সেলসিয়াসে । বাঁকুড়ার তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি কৃষ্ণনগরে 10.6 ডিগ্রি, কাঁথিতে 10.5 ডিগ্রি এবং শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস । বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি ৷ স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90 শতাংশ ।
আরও পড়ুন :
- লক্ষ্মীবারে শুভযোগ কাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে, জানুন রাশিফলে
- বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের
- টাকা নেই, অর্ডার দিয়েও বিরিয়ানি খেতে অস্বীকার করায় নাবালককে বেধড়ক মার