কলকাতা, 22 জানুয়ারি: আবহাওয়া দফতরের আগেই পূর্বাভাস ছিল রবিবার ফিরবে শীত ৷ সেই মতোই সোমবার সকালের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আছে ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ মাঘ মাসের শীতলতম দিন আজ ৷
এই প্রসঙ্গেই আলিপুর আবহাত্তয়া দফতরের অধিকর্তা ডাঃ সোমনাথ দত্ত বলেন, "সোমবার সকাল মেঘ সরে যাচ্ছে ৷ আকাশ আস্তে আস্তে উজ্বল হচ্ছে ৷ মেঘ সরে যাওয়ার ফলে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে ।"
দুই বঙ্গের আবহাওয়া: তাপমাত্রা কমতে থাকায় দিনভর শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ রাতের তাপমাত্রা খুব একটা না কমলেও দিনের তাপমাত্রা আপাতত মাথাচাড়া দেবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিসের আগামী 5 দিনের যে পূর্বাভাস অনুযায়ী, শুষ্ক আবহাওয়া হলেও ভোরে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক ও কুয়াশার দাপট থাকবে । রাতের তাপমাত্রারও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।
কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আবহাওয়ার ফলে ফসলে পোকার উপদ্রব বাড়তে পারে। এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা ৷ রবিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 .1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ রবিবার দার্জিলিঙের তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷
কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকেছে উত্তর ভারত এবং বিহারের একাংশ ৷ তারই প্রভাব পড়েছে বাংলায়। কুয়াশার প্রভাবেই উত্তুরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারছে না বঙ্গে। সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে ৷ রাতের তাপমাত্রা খুব বেশি নামেছে না।
আরও পড়ুন: