ETV Bharat / state

টানা বৃষ্টিতে ধস উত্তরবঙ্গে, নববর্ষের শুরুতেই কলকাতা প্রায় 40 ডিগ্রি - west Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Update: টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ৷ অথচ গরমে কাহিল দক্ষিণবঙ্গ ৷ টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের লিকুভীর এলাকার 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে ৷ এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 9:54 PM IST

Updated : Apr 14, 2024, 10:39 PM IST

কলকাতা ও কালিম্পং , 14 এপ্রিল: একেই বোধহয় বলে কারও পৌষ মাস কারও সর্বনাশ ৷ এপ্রিল মাসের মাঝামাঝি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে গিয়েছে ৷ ঠিক বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে ৷ টানা বৃষ্টিতে রবিবার 10 নম্বর জাতীয় সড়কে ধস নামল ৷ যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। তড়িঘড়ি ওই সড়ক সারাইয়ের কাজ শুরু করা হয়েছে । লিকুভীর এলাকা মেরামতের জন্য পশ্চিমবঙ্গ ও সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার কথা ঘোষণা করে জেলা প্রশাসন।

উত্তরবঙ্গ বৃষ্টিতে নাজেহাল হলেও তাপমাত্রা বাড়তে থাকায় নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা ৷ নববর্ষের প্রথম দিনই তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ এদিন দুপুরে সর্বোচ্চ তারমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা 3-5 ডিগ্রি বাড়তে পারে ৷ সোমবার অর্থাৎ 15 এপ্রিলের পর থেকে আরও অস্বস্তিকর গরম ফের অনুভূত হবে দক্ষিণবঙ্গে । এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে ৷

এদিকে, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হয়েছে । তবে গরম দ্রুত নিজস্ব ছন্দে ফিরতে চলেছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, দুই চব্বিশ পরগনায় বুধবার অবধি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে বাকি জেলায় আপাতত ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই । মোটের উপর আবাহওয়া শুষ্ক থাকবে । আগামী কয়েকদিন পারদ 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। ফলে আরও বেশি পরিমাণে গরম অনুভূত হবে ৷ অস্বস্তিকর গরমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবাহওয়াবিদরা ।

হাওয়া অফিসসূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 38- 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে ৷ কলকাতা এবং আশপাশের অঞ্চলে 37-38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । বাংলা বছরের প্রথম দিন, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা ছিল । সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাস আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87 শতাংশ।

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা হলেও ভিন্ন। আগামী শনিবার পর্যন্ত উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দুই দিনাজপুর এবং মালদাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে এই 3টি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে । রবিবার উপরের 5টি জেলা এবং 2 দিনাজপুরে হালকা বৃষ্টি হয়েছে । বাদ যায়নি মালদাও। সেখানেও বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে। আগামী 5দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়তে পারে।

আরও পড়ুন:

  1. দুর্যোগ ঘনাচ্ছে পাহাড়ে, সমতলে কেমন থাকবে আবহাওয়া ?
  2. বৈশাখী ভূরিভোজে পাতে থাকুক বড়ি আমতেল টক-সহ চাটনির অন্য়ান্য রেসিপি

কলকাতা ও কালিম্পং , 14 এপ্রিল: একেই বোধহয় বলে কারও পৌষ মাস কারও সর্বনাশ ৷ এপ্রিল মাসের মাঝামাঝি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে গিয়েছে ৷ ঠিক বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে ৷ টানা বৃষ্টিতে রবিবার 10 নম্বর জাতীয় সড়কে ধস নামল ৷ যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। তড়িঘড়ি ওই সড়ক সারাইয়ের কাজ শুরু করা হয়েছে । লিকুভীর এলাকা মেরামতের জন্য পশ্চিমবঙ্গ ও সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার কথা ঘোষণা করে জেলা প্রশাসন।

উত্তরবঙ্গ বৃষ্টিতে নাজেহাল হলেও তাপমাত্রা বাড়তে থাকায় নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা ৷ নববর্ষের প্রথম দিনই তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ এদিন দুপুরে সর্বোচ্চ তারমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা 3-5 ডিগ্রি বাড়তে পারে ৷ সোমবার অর্থাৎ 15 এপ্রিলের পর থেকে আরও অস্বস্তিকর গরম ফের অনুভূত হবে দক্ষিণবঙ্গে । এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে ৷

এদিকে, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হয়েছে । তবে গরম দ্রুত নিজস্ব ছন্দে ফিরতে চলেছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, দুই চব্বিশ পরগনায় বুধবার অবধি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে বাকি জেলায় আপাতত ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই । মোটের উপর আবাহওয়া শুষ্ক থাকবে । আগামী কয়েকদিন পারদ 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। ফলে আরও বেশি পরিমাণে গরম অনুভূত হবে ৷ অস্বস্তিকর গরমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবাহওয়াবিদরা ।

হাওয়া অফিসসূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 38- 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে ৷ কলকাতা এবং আশপাশের অঞ্চলে 37-38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । বাংলা বছরের প্রথম দিন, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা ছিল । সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাস আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87 শতাংশ।

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা হলেও ভিন্ন। আগামী শনিবার পর্যন্ত উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দুই দিনাজপুর এবং মালদাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে এই 3টি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে । রবিবার উপরের 5টি জেলা এবং 2 দিনাজপুরে হালকা বৃষ্টি হয়েছে । বাদ যায়নি মালদাও। সেখানেও বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে। আগামী 5দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়তে পারে।

আরও পড়ুন:

  1. দুর্যোগ ঘনাচ্ছে পাহাড়ে, সমতলে কেমন থাকবে আবহাওয়া ?
  2. বৈশাখী ভূরিভোজে পাতে থাকুক বড়ি আমতেল টক-সহ চাটনির অন্য়ান্য রেসিপি
Last Updated : Apr 14, 2024, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.