কলকাতা, 2 মে: বৃষ্টি আসার বার্তায় চাতকের দিন গোনা বঙ্গে। তবে আরও অন্তত দু'দিন খড়তাপে দগ্ধ হওয়া কমছে না। যদিও বুধবার 43 থেকে এক ডিগ্রি কমে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি। আর ছিল তাপপ্রবাহের পরিস্থিতি ৷ গরমের এই দীর্ঘ ইনিংসের কারণ ব্যাখ্যায় আবহবিদরা পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসের প্রবেশের কারণকেই দায়ী করছেন। আলিপুর আবহাওয়া দফতর বলছে আজও দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে। বাদ নেই মহানগরও। এরইমাঝে আশার বাণী শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ স্বস্তির বৃষ্টি আসতে চলেছে ৷
কলকাতা-সহ বাকি জেলাতেও আজও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামিকাল এবং পরশু অর্থাৎ শুক্র ও শনিবারও দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে প্রায় সব জেলাতেই। দু-এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে 3 মে থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ ঘটবে। ফলে রাশ পড়বে পারদের ঊর্ধ্বগতিতে। যদিও ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে পারদ আর চড়ার সম্ভাবনা নেই ৷ ঘটবে বৃ্ষ্টিপাত ৷
হাওয়া অফিস বলছে, শনিবার থেকে উপকূলের জেলায় বৃষ্টি শুরু হবে। দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং ঝাড়গ্রামে খড়তাপ থেকে মুক্তির আগমনী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার অর্থাৎ 6 ও 7 মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বুধবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 76 শতাংশ। সর্বনিম্ন 23 শতাংশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। তবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 42 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: