ETV Bharat / state

মঙ্গলেও বৃষ্টি জেলায় জেলায়, আর কতদিন চলবে? জানাল হাওয়া অফিস - WB Weather Forecast - WB WEATHER FORECAST

WB Weather Update: দিন দু'য়েক আগেও দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা ছিল একেবারে বিপরীত ৷ গত পরশু 5 ডিগ্রির পর গতকাল আরও 4 ডিগ্রি পারদ নামল ৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হওয়ায় চৈত্রের চাঁদিফাটা গরমে এই তাপমাত্রার পতন কিছুটা স্বস্তি দিচ্ছে। ঠান্ডা মেশানো বসন্তের অনুভূতি নিচ্ছেন বঙ্গবাসী ৷ এদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে এমরশুমে পশ্চিমের জেলাকে হারাল সল্টলেক ও হাওড়া ৷

WB Weather Update
WB Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 7:25 AM IST

কলকাতা, 9 এপ্রিল: চৈত্রের চিটচিটে গরম নয়, এ যেন প্রথম বসন্তের হালকা ঠান্ডা জড়ানো উষ্ণতা। গত 48 ঘণ্টায় পারদের ক্রমাগত নিম্নগতি দেখে বিশ্বাস করা কঠিন দিনদু'য়েক আগেই তাপপ্রবাহের দগ্ধ হচ্ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করেছে। এর ফলে দিনভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে চলেছে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৷ জানাল হাওয়া অফিস ৷

রবিবারের পরে সোমবারও দিনের শুরু থেকে আকাশ ছিল মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। তার জেরে তাপমাত্রা লাফিয়ে বাড়তে পারেনি। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রির নীচে ছিল। সোমবার 5 ডিগ্রির নীচে না-হলেও সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি নীচে নেমে হয়েছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ।

  • গতকাল দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল সল্টলেক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস।
  • দ্বিতীয় স্থানে হাওড়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এই প্রথমবার চলতি মরশুমে কলকাতার সংলগ্ন অঞ্চল ও পড়শি জেলা সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পশ্চিমের জেলাগুলোকে পিছনে ফেলল।
  • বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.9 ডিগ্রির নীচে।
  • বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রির নীচে।
  • পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রির নীচে।
  • পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 9.2 ডিগ্রি নীচে নেমে হয়েছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমের এই জেলাগুলোতে কয়েকদিন আগেও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। তবে এই হালকা ঠান্ডা জড়ানো গরম আজই শেষ নয়। আগামিকাল এবং পরশু পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাই নয়, বাকি জেলাতেও বৃষ্টি চলবে। বৃষ্টির কারণেই ওখানে গরম মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। আজ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. এপ্রিলেই তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই ! প্রবল তাপপ্রবাহের সতর্কতা 3 রাজ্যে
  2. তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন, জানুন চিকিৎসকের মতামত
  3. মঙ্গলে কাদের ভাগ্যে সমৃদ্ধি ও প্রতিপত্তি বৃদ্ধি, জানুন রাশিফলে

কলকাতা, 9 এপ্রিল: চৈত্রের চিটচিটে গরম নয়, এ যেন প্রথম বসন্তের হালকা ঠান্ডা জড়ানো উষ্ণতা। গত 48 ঘণ্টায় পারদের ক্রমাগত নিম্নগতি দেখে বিশ্বাস করা কঠিন দিনদু'য়েক আগেই তাপপ্রবাহের দগ্ধ হচ্ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করেছে। এর ফলে দিনভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে চলেছে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৷ জানাল হাওয়া অফিস ৷

রবিবারের পরে সোমবারও দিনের শুরু থেকে আকাশ ছিল মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। তার জেরে তাপমাত্রা লাফিয়ে বাড়তে পারেনি। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রির নীচে ছিল। সোমবার 5 ডিগ্রির নীচে না-হলেও সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি নীচে নেমে হয়েছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ।

  • গতকাল দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল সল্টলেক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস।
  • দ্বিতীয় স্থানে হাওড়া। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এই প্রথমবার চলতি মরশুমে কলকাতার সংলগ্ন অঞ্চল ও পড়শি জেলা সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পশ্চিমের জেলাগুলোকে পিছনে ফেলল।
  • বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.9 ডিগ্রির নীচে।
  • বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রির নীচে।
  • পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রির নীচে।
  • পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 9.2 ডিগ্রি নীচে নেমে হয়েছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমের এই জেলাগুলোতে কয়েকদিন আগেও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। তবে এই হালকা ঠান্ডা জড়ানো গরম আজই শেষ নয়। আগামিকাল এবং পরশু পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাই নয়, বাকি জেলাতেও বৃষ্টি চলবে। বৃষ্টির কারণেই ওখানে গরম মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। আজ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. এপ্রিলেই তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই ! প্রবল তাপপ্রবাহের সতর্কতা 3 রাজ্যে
  2. তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন, জানুন চিকিৎসকের মতামত
  3. মঙ্গলে কাদের ভাগ্যে সমৃদ্ধি ও প্রতিপত্তি বৃদ্ধি, জানুন রাশিফলে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.