ETV Bharat / state

শীতের মাঝে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি, বৃহস্পতিতে ভিজবে কোন কোন জেলা ?

WB Weather Update: দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে। এরফলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে পারে। তবে কবে থেকে বৃষ্টির গেরো কাটবে? তা জানাল হাওয়া অফিস ৷ সেইসঙ্গে শীত কি ফের ফিরবে তাও জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

বৃহস্পতিতে ভিজবে কোন কোন জেলা?
WB Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 9:38 AM IST

শীতের মাঝে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি

কলকাতা, 1 ফেব্রুয়ারি: মাঘ মাসের মধ্যভাগে শীতের বিদায়। হাওয়া অফিসের আবহবিদদের একাংশ এই আশঙ্কা করছেন। আবার আবহবিদদের আরেক অংশ বলছেন, জাঁকিয়ে শীত না-পড়লেও একটা রেশ থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বঙ্গে দেখা দিয়েছে তাতে আজ, বৃহস্পতিবার কোন কোন জেলা ভিজবে তা জানাল হাওয়া অফিস ৷

  • দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে। আগামিকাল দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরশু থেকে আবহাওয়ার উন্নতির কথা হাওয়া অফিস জানিয়েছে।
  • আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। কলকাতায় আজ এবং আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরফলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে পারে।

এদিকে বুধবার রাজ্য থেকে হঠাৎ ঠান্ডার অনুভূতি কার্যত উবে যায়। দিনভর মেঘলা আকাশ। সঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে। ফলে শীতের অনুভূতি দিনভর মেলেনি। হালকা গরম জামাকাপড় গায়ে রাখাই দায় হয়ে উঠেছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় বা অ্যান্টি সাইক্লোন এরিয়া তৈরি হয়েছে। এই উচ্চচাপ বলয়টি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইরকমভাবে ঘুরছে। ঘুরতে ঘুরতে জলীয়বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিয়ে আসছে।" এর পাশাপাশি বাংলাদেশের ভূপৃষ্ঠের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের অবস্থান দেখা যাচ্ছে। একই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত বিহার এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবও রয়েছে বঙ্গের আবহে।

শনিবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া গেলেও শীত কি তার ছন্দে ফিরবে? উত্তরে সোমনাথবাবু বলছেন, জাঁকিয়ে শীত পড়বে তা হলপ করে বলা যাবে না। তবে শীত থাকবে। এবারের শীতের যাত্রাপথে কাঁটা ছড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়।

আজ বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. লক্ষীবারে ধনদেবী প্রসন্ন কার ওপর, জানুন ইটিভি ভারতের রাশিফলে
  2. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস ! মেসির ফের কলকাতা সফরের জল্পনা
  3. ছোটপর্দায় ফের দেবীর আগমন, আসছে 'মঙ্গলময়ী মা শীতলা'

শীতের মাঝে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি

কলকাতা, 1 ফেব্রুয়ারি: মাঘ মাসের মধ্যভাগে শীতের বিদায়। হাওয়া অফিসের আবহবিদদের একাংশ এই আশঙ্কা করছেন। আবার আবহবিদদের আরেক অংশ বলছেন, জাঁকিয়ে শীত না-পড়লেও একটা রেশ থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বঙ্গে দেখা দিয়েছে তাতে আজ, বৃহস্পতিবার কোন কোন জেলা ভিজবে তা জানাল হাওয়া অফিস ৷

  • দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে। আগামিকাল দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরশু থেকে আবহাওয়ার উন্নতির কথা হাওয়া অফিস জানিয়েছে।
  • আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। কলকাতায় আজ এবং আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরফলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে পারে।

এদিকে বুধবার রাজ্য থেকে হঠাৎ ঠান্ডার অনুভূতি কার্যত উবে যায়। দিনভর মেঘলা আকাশ। সঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে। ফলে শীতের অনুভূতি দিনভর মেলেনি। হালকা গরম জামাকাপড় গায়ে রাখাই দায় হয়ে উঠেছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় বা অ্যান্টি সাইক্লোন এরিয়া তৈরি হয়েছে। এই উচ্চচাপ বলয়টি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইরকমভাবে ঘুরছে। ঘুরতে ঘুরতে জলীয়বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিয়ে আসছে।" এর পাশাপাশি বাংলাদেশের ভূপৃষ্ঠের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের অবস্থান দেখা যাচ্ছে। একই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত বিহার এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবও রয়েছে বঙ্গের আবহে।

শনিবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া গেলেও শীত কি তার ছন্দে ফিরবে? উত্তরে সোমনাথবাবু বলছেন, জাঁকিয়ে শীত পড়বে তা হলপ করে বলা যাবে না। তবে শীত থাকবে। এবারের শীতের যাত্রাপথে কাঁটা ছড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়।

আজ বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. লক্ষীবারে ধনদেবী প্রসন্ন কার ওপর, জানুন ইটিভি ভারতের রাশিফলে
  2. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস ! মেসির ফের কলকাতা সফরের জল্পনা
  3. ছোটপর্দায় ফের দেবীর আগমন, আসছে 'মঙ্গলময়ী মা শীতলা'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.