ETV Bharat / state

হাথরস থেকে শিক্ষা, তারকেশ্বর শ্রাবণী মেলায় বাড়তি নিরাপত্তা প্রশাসনের - Tarkeshwar Shravani Mela

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 2:51 PM IST

Tarkeshwar Shravani Mela: তারকেশ্বরের শ্রাবণী মেলায় দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা হুগলি প্রশাসনের ৷ উত্তরপ্রদেশের হাথরস সৎসঙ্গে পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যুর ঘটনার জেরে, বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷

Tarkeshwar Shravani Mela
তারকেশ্বর শ্রাবণী মেলায় বাড়তি নিরাপত্তা প্রশাসনের৷ (ইটিভি ভারত)

তারকেশ্বর, 5 জুলাই: হাথরসের ধর্মী সভায় পদপিষ্ট হয়ে শতাধিকের প্রাণহানি হয়েছে ৷ যার জেরে এবার বাড়তি সতর্কতা তারকেশ্বরের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ৷ চলতি জুলাইয়ের 21 তারিখ থেকে এই মেলা শুরু হবে ৷ চলবে 19 অগস্ট পর্যন্ত ৷ এই একমাস জুড়ে মেলা ও শ্রাবণ মাস উপলক্ষ্যে তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় ৷ সেখানে যাতে হাথরসের মতো ঘটনা না ঘটে, তারই আগাম ব্যবস্থা গ্রহণ করছে তারকেশ্বর ব্লক ও পুরসভা ৷

তারকেশ্বর শ্রাবণী মেলায় বাড়তি নিরাপত্তা প্রশাসনের৷ (ইটিভি ভারত)

এনিয়ে বৃহস্পতিবার তারকেশ্বরের বিডিও এবং পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রস্তুতি সভা হয় ৷ সেখানে আইনশৃঙ্খলা ও মেলার সঙ্গে জড়িত সব স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ সেখানেই মেলাকে কেন্দ্র করে যাতে, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ শ্রাবণ মাসে তারকেশ্বরে শিবের মাথা জল ঢালতে উপস্থিত হয় লক্ষ লক্ষ ভক্ত ৷ বিশেষত, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় দশ লক্ষের উপর ভিড় হয় তারকেশ্বরে ৷ ফলে এই সময় নিরাপত্তার দিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল, ভিড়ের চাপ কমানো ৷ এর জন্য তারকেশ্বর মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা রাখতে বলা হয়েছে পুলিশ প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষকে ৷ প্রবেশ ও বাহিরের গেটগুলি বড় ও চওড়া করতে বলা হয়েছে ৷ প্রয়োজনে গেটের সংখ্যা বাড়াতে বলা হয়েছে ৷ লাইন নিয়ন্ত্রণে বাড়তি নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন বিডিও ৷ সেই সঙ্গে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রচুর দোকানপাট বসে ৷ যার অধিকাংশ রাস্তা জুড়ে থাকে ৷ এবার আর তা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুরপ্রধান উত্তম কুন্ডু ৷

তিনি জানিয়েছেন, যাঁরা বাড়ির সামনে শ্রাবণী মেলা উপলক্ষ্যে দোকান দেন, তাঁরা প্রতিবার মূল রাস্তার অনেকটা দখল করে বসেন ৷ যানজট এড়াতে ও ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে রাস্তা ও ফুটপাতে দোকান দেওয়া যাবে না ৷ এটা পুলিশ প্রশাসনকে নজরদারি চালাতে বলা হয়েছে ৷ সঙ্গে শনি, রবি ও সোমবার সবচেয়ে বেশি ভিড় হবে তারকেশ্বরে ৷ এই তিনদিন হকারদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে ৷ তবে, এক্ষেত্রে নিয়মের বাইরে বেরনো যাবে না ৷ সেই সঙ্গে পার্কিং ও যান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে ৷

বিশেষত, হুগলির আলুর ট্রাক ও টোটো চালকদের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হচ্ছে ৷ মেলার রাস্তায় টোটো ঢোকার অনুমতি দেওয়া হয়নি ৷ আর আলুর ট্রাক চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রেও ব্যবস্থা থাকছে ৷ মেডিক্যাল ক্যাম্প, অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও জরুরি ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হচ্ছে ৷ এই বিষয়টি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও-র তরফে দেখাশোনা করা হবে ৷ এই শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যাতে, পরিচ্ছন্নতার অভাব না হয়, সেদিকেও নজর রাখছে ব্লক প্রশাসন ৷

তারকেশ্বর, 5 জুলাই: হাথরসের ধর্মী সভায় পদপিষ্ট হয়ে শতাধিকের প্রাণহানি হয়েছে ৷ যার জেরে এবার বাড়তি সতর্কতা তারকেশ্বরের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ৷ চলতি জুলাইয়ের 21 তারিখ থেকে এই মেলা শুরু হবে ৷ চলবে 19 অগস্ট পর্যন্ত ৷ এই একমাস জুড়ে মেলা ও শ্রাবণ মাস উপলক্ষ্যে তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় ৷ সেখানে যাতে হাথরসের মতো ঘটনা না ঘটে, তারই আগাম ব্যবস্থা গ্রহণ করছে তারকেশ্বর ব্লক ও পুরসভা ৷

তারকেশ্বর শ্রাবণী মেলায় বাড়তি নিরাপত্তা প্রশাসনের৷ (ইটিভি ভারত)

এনিয়ে বৃহস্পতিবার তারকেশ্বরের বিডিও এবং পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রস্তুতি সভা হয় ৷ সেখানে আইনশৃঙ্খলা ও মেলার সঙ্গে জড়িত সব স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ সেখানেই মেলাকে কেন্দ্র করে যাতে, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ শ্রাবণ মাসে তারকেশ্বরে শিবের মাথা জল ঢালতে উপস্থিত হয় লক্ষ লক্ষ ভক্ত ৷ বিশেষত, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় দশ লক্ষের উপর ভিড় হয় তারকেশ্বরে ৷ ফলে এই সময় নিরাপত্তার দিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল, ভিড়ের চাপ কমানো ৷ এর জন্য তারকেশ্বর মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা রাখতে বলা হয়েছে পুলিশ প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষকে ৷ প্রবেশ ও বাহিরের গেটগুলি বড় ও চওড়া করতে বলা হয়েছে ৷ প্রয়োজনে গেটের সংখ্যা বাড়াতে বলা হয়েছে ৷ লাইন নিয়ন্ত্রণে বাড়তি নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন বিডিও ৷ সেই সঙ্গে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রচুর দোকানপাট বসে ৷ যার অধিকাংশ রাস্তা জুড়ে থাকে ৷ এবার আর তা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুরপ্রধান উত্তম কুন্ডু ৷

তিনি জানিয়েছেন, যাঁরা বাড়ির সামনে শ্রাবণী মেলা উপলক্ষ্যে দোকান দেন, তাঁরা প্রতিবার মূল রাস্তার অনেকটা দখল করে বসেন ৷ যানজট এড়াতে ও ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে রাস্তা ও ফুটপাতে দোকান দেওয়া যাবে না ৷ এটা পুলিশ প্রশাসনকে নজরদারি চালাতে বলা হয়েছে ৷ সঙ্গে শনি, রবি ও সোমবার সবচেয়ে বেশি ভিড় হবে তারকেশ্বরে ৷ এই তিনদিন হকারদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে ৷ তবে, এক্ষেত্রে নিয়মের বাইরে বেরনো যাবে না ৷ সেই সঙ্গে পার্কিং ও যান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে ৷

বিশেষত, হুগলির আলুর ট্রাক ও টোটো চালকদের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হচ্ছে ৷ মেলার রাস্তায় টোটো ঢোকার অনুমতি দেওয়া হয়নি ৷ আর আলুর ট্রাক চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রেও ব্যবস্থা থাকছে ৷ মেডিক্যাল ক্যাম্প, অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও জরুরি ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হচ্ছে ৷ এই বিষয়টি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও-র তরফে দেখাশোনা করা হবে ৷ এই শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যাতে, পরিচ্ছন্নতার অভাব না হয়, সেদিকেও নজর রাখছে ব্লক প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.