ETV Bharat / state

ঠাকুরবাড়ির মেয়ের হাত ধরে বাগদা পুনরুদ্ধার তৃণমূলের, সর্বকনিষ্ঠ হিসেবে জিতলেন মধুপর্ণা - Bagdah Assembly Bye Election

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 12:51 PM IST

Updated : Jul 13, 2024, 2:12 PM IST

Bagdah Assembly Bye Election: উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা আসনে জিতল তৃণমূল কংগ্রেস ৷ জয়ী হলেন ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর ৷ 2021 সালে এই আসনে জিতেছিল বিজেপি ৷ গত লোকসভা ভোটেও এই আসন থেকে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷

Madhuparna Thakur
মধুপর্ণা ঠাকুর (নিজস্ব চিত্র)

বাগদা, 13 জুলাই: বাগদা পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেস ৷ ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণার হাত ধরে উত্তর 24 পরগনার এই বিধানসভা আসনে ফুটল ঘাসফুল ৷ 33 হাজারের বেশি ভোটে জয়ী হলেন তিনি ৷

ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুরের হাত ধরে বাগদা পুনরুদ্ধার তৃণমূলের (ইটিভি ভারত)

বাগদা বিধানসভা আসনে দু’বার জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ প্রথমবার জেতে 2006 সালে ৷ দ্বিতীয়বার জয়ী হয় 2011 সালে ৷ তার পর আর এই কেন্দ্রে জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ 2016 সালে কংগ্রেস ও 2021 সালে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে ৷ ফলে 13 বছর পর আবার এই কেন্দ্রে ফুটল ঘাসফুল ৷

গত বুধবার পশ্চিমবঙ্গের আরও তিনটি বিধানসভা আসনের সঙ্গে বাগদাতেও ভোট হয় ৷ শনিবার সকাল 8টা থেকে শুরু হয় গণনা ৷ এর পর গণনা যত এগিয়েছে, ততই লিড বেড়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুরের ৷ তাই সকাল থেকেই জয় নিয়ে তিনি নিশ্চিত ছিলেন ৷ যখন গণনা চলছে, সেই সময়ই তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি ৷ শুধু শংসাপত্র নেওয়াটাই বাকি আছে ৷’’

মাস দুয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনে বাগদায় বিজেপির লিড ছিল 20 হাজার 700 ৷ এই বিধানসভা আসন বনগাঁ লোকসভার অধীনে ৷ এখানে প্রার্থী ছিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর ৷ যিনি সম্পর্কে মধুপর্ণার খুড়তুতো দাদা ৷ দু’মাসের মধ্য়ে সেই ব্যবধানকে অতীত করে 33 হাজার ভোটে জয় ৷ এই নিয়ে মধুপর্ণার বক্তব্য, ‘‘বিজেপি ভুল বুঝিয়েছিল ৷ মানুষ বুঝতে পেরছে দিদি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না ৷’’

বাগদায় এর আগে মতুয়াদের ঠাকুর পরিবারের কেউ প্রার্থী হয়নি ৷ মধুপর্ণাই প্রথম ৷ সেক্ষেত্রে মতুয়া ভোট কি ফ্যাক্টর হল ? মানতে চাননি তিনি ৷ এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘বাগদার সব মানুষ চেয়েছেন ৷ শুধু মতুয়ারা নয় ৷’’ তাই বাগদার সব মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

বাগদা, 13 জুলাই: বাগদা পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেস ৷ ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণার হাত ধরে উত্তর 24 পরগনার এই বিধানসভা আসনে ফুটল ঘাসফুল ৷ 33 হাজারের বেশি ভোটে জয়ী হলেন তিনি ৷

ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুরের হাত ধরে বাগদা পুনরুদ্ধার তৃণমূলের (ইটিভি ভারত)

বাগদা বিধানসভা আসনে দু’বার জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ প্রথমবার জেতে 2006 সালে ৷ দ্বিতীয়বার জয়ী হয় 2011 সালে ৷ তার পর আর এই কেন্দ্রে জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ 2016 সালে কংগ্রেস ও 2021 সালে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে ৷ ফলে 13 বছর পর আবার এই কেন্দ্রে ফুটল ঘাসফুল ৷

গত বুধবার পশ্চিমবঙ্গের আরও তিনটি বিধানসভা আসনের সঙ্গে বাগদাতেও ভোট হয় ৷ শনিবার সকাল 8টা থেকে শুরু হয় গণনা ৷ এর পর গণনা যত এগিয়েছে, ততই লিড বেড়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুরের ৷ তাই সকাল থেকেই জয় নিয়ে তিনি নিশ্চিত ছিলেন ৷ যখন গণনা চলছে, সেই সময়ই তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি ৷ শুধু শংসাপত্র নেওয়াটাই বাকি আছে ৷’’

মাস দুয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনে বাগদায় বিজেপির লিড ছিল 20 হাজার 700 ৷ এই বিধানসভা আসন বনগাঁ লোকসভার অধীনে ৷ এখানে প্রার্থী ছিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর ৷ যিনি সম্পর্কে মধুপর্ণার খুড়তুতো দাদা ৷ দু’মাসের মধ্য়ে সেই ব্যবধানকে অতীত করে 33 হাজার ভোটে জয় ৷ এই নিয়ে মধুপর্ণার বক্তব্য, ‘‘বিজেপি ভুল বুঝিয়েছিল ৷ মানুষ বুঝতে পেরছে দিদি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না ৷’’

বাগদায় এর আগে মতুয়াদের ঠাকুর পরিবারের কেউ প্রার্থী হয়নি ৷ মধুপর্ণাই প্রথম ৷ সেক্ষেত্রে মতুয়া ভোট কি ফ্যাক্টর হল ? মানতে চাননি তিনি ৷ এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘বাগদার সব মানুষ চেয়েছেন ৷ শুধু মতুয়ারা নয় ৷’’ তাই বাগদার সব মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

Last Updated : Jul 13, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.