ETV Bharat / state

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়ার পথে কালো পতাকা রাজ্যপালকে - TMCP shows black flag to Guv - TMCP SHOWS BLACK FLAG TO GUV

TMCP shows black flag to Governor: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়ার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল টিএমসিপি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 12:50 PM IST

Updated : Mar 27, 2024, 3:12 PM IST

রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি

আসানসোল, 27 মার্চ: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ঘিরে বিশৃঙ্খলা । উৎসব শুরুর আগেই রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ।

বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব । সেই উৎসবেই যোগ দিতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে কাল্লা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান । পাশাপাশি রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় । রাজ্যপালের কনভয়ের সামনে ওঠে গো ব্যাক স্লোগান । তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যপাল বিজেপির দালালি করছে ।

গত কয়েকদিন ধরেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । রাজ্যের শিক্ষা দফতর থেকে সমাবর্তন উৎসব নিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । সেখানে জানানো হয়েছিল যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই, সেই কারণে সমাবর্তন উৎসব না-করার পক্ষেই নিদান দিয়েছিল রাজ্য শিক্ষা দফতর ।

Kazi Nazrul University in Asansol
রাজ্যপালকে গো ব্যাক স্লোগান

তবে সেই কথায় কান না-দিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত করে বুধবার । এই সমবর্তন উৎসবে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখেই 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং তাঁকে কালো পতাকা দেখানো হয় । ব্যানার, প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে । পুলিশের জমায়েত থাকলেও পুলিশ কিন্তু প্রথমে তৃণমূল ছাত্রছাত্রীদের সরানোর কোনও রকম চেষ্টা করেনি বলে অভিযোগ ।

রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখেই ছাত্রছাত্রীরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এবং রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানো হয় । তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । সেই বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন উৎসব হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীকে কিংবা রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোনও নিমন্ত্রণ জানানো হয়নি । রাজ্যপাল অনৈতিকভাবে বিজেপির দালালি করতে আসছেন । আইন না-মানার আঁতুড়ঘড় হয়ে গিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । আমরা সমাবর্তনের বিপক্ষে নই কিন্তু যেভাবে সমাবর্তন হচ্ছে তা রাজনৈতিকভাবে প্রভাবিত বলে আমরা মনে করছি ।"

আরও পড়ুন:

  1. পিংলার বিজেপিকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
  2. রাজ্যপাল নাকি অ্যালঝেইমার আক্রান্ত! দাবি ব্রাত্যর
  3. 'নির্বাচনে নাক গলাচ্ছেন রাজ্যপাল', কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি

আসানসোল, 27 মার্চ: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ঘিরে বিশৃঙ্খলা । উৎসব শুরুর আগেই রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল ছাত্র পরিষদ ।

বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব । সেই উৎসবেই যোগ দিতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে কাল্লা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান । পাশাপাশি রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় । রাজ্যপালের কনভয়ের সামনে ওঠে গো ব্যাক স্লোগান । তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যপাল বিজেপির দালালি করছে ।

গত কয়েকদিন ধরেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । রাজ্যের শিক্ষা দফতর থেকে সমাবর্তন উৎসব নিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । সেখানে জানানো হয়েছিল যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই, সেই কারণে সমাবর্তন উৎসব না-করার পক্ষেই নিদান দিয়েছিল রাজ্য শিক্ষা দফতর ।

Kazi Nazrul University in Asansol
রাজ্যপালকে গো ব্যাক স্লোগান

তবে সেই কথায় কান না-দিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত করে বুধবার । এই সমবর্তন উৎসবে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখেই 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং তাঁকে কালো পতাকা দেখানো হয় । ব্যানার, প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে । পুলিশের জমায়েত থাকলেও পুলিশ কিন্তু প্রথমে তৃণমূল ছাত্রছাত্রীদের সরানোর কোনও রকম চেষ্টা করেনি বলে অভিযোগ ।

রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখেই ছাত্রছাত্রীরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এবং রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানো হয় । তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । সেই বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন উৎসব হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীকে কিংবা রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোনও নিমন্ত্রণ জানানো হয়নি । রাজ্যপাল অনৈতিকভাবে বিজেপির দালালি করতে আসছেন । আইন না-মানার আঁতুড়ঘড় হয়ে গিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । আমরা সমাবর্তনের বিপক্ষে নই কিন্তু যেভাবে সমাবর্তন হচ্ছে তা রাজনৈতিকভাবে প্রভাবিত বলে আমরা মনে করছি ।"

আরও পড়ুন:

  1. পিংলার বিজেপিকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
  2. রাজ্যপাল নাকি অ্যালঝেইমার আক্রান্ত! দাবি ব্রাত্যর
  3. 'নির্বাচনে নাক গলাচ্ছেন রাজ্যপাল', কমিশনে নালিশ তৃণমূলের
Last Updated : Mar 27, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.