শিলিগুড়ি, 10 ডিসেম্বর: সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মহিলাকে অশ্লীল মেসেজে কুপ্রস্তাব ! এবার এমনই অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে । বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়াল শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরা এলাকায় । অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ ৷
তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি তনয় তালুকদারের বিরুদ্ধে অভিযোগ, এক বিবাহিত মহিলাকে প্রথমে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি ৷ পরে ওই মহিলাকে দল করার পরিবর্তে চাকরির প্রতিশ্রুতি দেন ছাত্রনেতা ৷ অভিযোগ, এর কয়েকদিন পর থেকে যুবতীকে আপত্তিকর মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন তনয় তালুকদার ৷ পরে পুরো বিষয়টি স্বামীকে জানান ওই মহিলা ৷
সোমবার বিষয়টি নিয়ে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা হয় । অভিযোগ, সভা চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী ওই মহিলার স্বামী ও বাকিদের উপর চড়াও হন । ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তৃণমূলের ছাত্রনেতাকে মারতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ । অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করা হয় ৷
ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা নীরেন রায় বলেন, "আমার বাড়িতে মীমাংসা করার জন্য দু'পক্ষকে নিয়ে বসা হয়েছিল । সেই সময় কয়েকজন তনয়ের পক্ষে কথা বলতে গেলে এলাকাবাসীরা রেগে যান ৷ পরে তনয়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।" যদিও এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ কোনও মন্তব্য করতে চাননি ৷
জানা গিয়েছে, তনয় তালুকদারের স্ত্রী বিথী তালুকদার লোয়ার বাগডোগরা পঞ্চায়েতের প্রধান । পঞ্চায়েত প্রধান হওয়ার পরই তিনি সরকারি চাকরিও পান । চাকরি সূত্রে তনয়ের স্ত্রী দক্ষিণবঙ্গে থাকেন । ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"