ETV Bharat / state

মঞ্চে অভিষেক-মমতা, তৃণমূল সমর্থকদের ভিড় ভিক্টোরিয়া-চিড়িয়াখানায় - TMC Brigade Rally

TMC Brigade Rally: মঞ্চে বক্তৃতা দিচ্ছেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সে সময় কলকাতার দর্শনীয় স্থান ঘুরে বেড়ালেন দূর দূরান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকেরা ৷ কেউ আবার হলেন ঘরমুখী ৷ কেউ ভিক্টোরিয়ায় গিয়ে তুললেন ছবি ৷ রবিবারের শহর কলকাতায় ধরা পড়ল নানা মেজাজ ৷

TMC Brigade Rally
ব্রিগেড
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:10 PM IST

কলকাতা, 10 মার্চ: তখন মাইকে বাজছে আবহ সংগীত । মঞ্চে পা রাখলেন দলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিছুক্ষণ পর মঞ্চে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগেই একে একে মাঠ ছাড়তে শুরু করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা । কেউ ঘুরতে গেলেন ভিক্টোরিয়া চিড়িয়াখানা-সহ তিলোত্তমার একাধিক দর্শনীয় স্থানে। কেউ হাঁটা দিলেন বাড়ির পথে ৷ রবিবার তৃণমূলের ব্রিগেডকে ঘিরে এমনই নানা ছবি ধরা পড়ল শহর কলকাতায় ৷

এদিন জনগর্জন সভা উপলক্ষে জেলা থেকে কলকাতায় এসেছেন বহু কর্মী সমর্থকরা। তার ফলে কলকাতার বহু দর্শনীয় জায়গায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ব্রিগেডের আসার সুবাদে কারও কাছে এটাই প্রথমবার মহানগর দর্শন ৷ তাই ব্রিগেড ময়দান ছেড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসাহ দেখা গেল কলকাতা ভ্রমণে।

মঞ্চে যখন অভিষেক বন্দোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন তখনই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখা মিলল বহু তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের । ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপশি ভিড় দেখা যায় নন্দন থেকে বিড়লা তারামন্ডল চত্বরেও । তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথায়, "সমাবেশে এসেছি । তার সঙ্গে ভিক্টোরিয়াও ঘুরে যাচ্ছি । ঘুরে তারপর যাবো সমাবেশে।"

রবিবার বেলা দেড়টা নাগাদ মঞ্চে বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর কিংবা উত্তর 24 পরগনার একাধিক ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন ততক্ষণে । তাঁদের অনেকেরই বক্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিলাম । দেখা হয়ে গিয়েছে তাই বাড়ি ফিরে যাচ্ছি ।" কেউ আবার বলছেন, "অনেক দূরে ফিরতে হবে । সঙ্গে মহিলা বাচ্চারা আছে । দেরি করা ঠিক হবে না ।"

লোকসভা ভোটের আগে তৃণমূলের জনগর্জন সভায় এদিন এলাহি আয়োজন করা হয় ৷ সমাবেশে কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যেতে প্লাস আকৃতির মঞ্চ করা হয় ৷ যেখানে ঘুরে ঘিরে হাত নাড়েন মমতা থেকে অভিষেক ৷ পাশাপাশি এদিন অভিনবভাবে হয় প্রার্থীদের নাম ঘোষণা ৷ নামের তালিকায় যেমন চমক ছিল তেমনই ব়্য়াম্পের মতো মঞ্চে হেঁটে প্রার্থীদের পরিচয় করান তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন:

  1. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
  2. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
  3. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম

কলকাতা, 10 মার্চ: তখন মাইকে বাজছে আবহ সংগীত । মঞ্চে পা রাখলেন দলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিছুক্ষণ পর মঞ্চে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগেই একে একে মাঠ ছাড়তে শুরু করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা । কেউ ঘুরতে গেলেন ভিক্টোরিয়া চিড়িয়াখানা-সহ তিলোত্তমার একাধিক দর্শনীয় স্থানে। কেউ হাঁটা দিলেন বাড়ির পথে ৷ রবিবার তৃণমূলের ব্রিগেডকে ঘিরে এমনই নানা ছবি ধরা পড়ল শহর কলকাতায় ৷

এদিন জনগর্জন সভা উপলক্ষে জেলা থেকে কলকাতায় এসেছেন বহু কর্মী সমর্থকরা। তার ফলে কলকাতার বহু দর্শনীয় জায়গায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ ব্রিগেডের আসার সুবাদে কারও কাছে এটাই প্রথমবার মহানগর দর্শন ৷ তাই ব্রিগেড ময়দান ছেড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসাহ দেখা গেল কলকাতা ভ্রমণে।

মঞ্চে যখন অভিষেক বন্দোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন তখনই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখা মিলল বহু তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের । ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপশি ভিড় দেখা যায় নন্দন থেকে বিড়লা তারামন্ডল চত্বরেও । তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথায়, "সমাবেশে এসেছি । তার সঙ্গে ভিক্টোরিয়াও ঘুরে যাচ্ছি । ঘুরে তারপর যাবো সমাবেশে।"

রবিবার বেলা দেড়টা নাগাদ মঞ্চে বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর কিংবা উত্তর 24 পরগনার একাধিক ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন ততক্ষণে । তাঁদের অনেকেরই বক্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিলাম । দেখা হয়ে গিয়েছে তাই বাড়ি ফিরে যাচ্ছি ।" কেউ আবার বলছেন, "অনেক দূরে ফিরতে হবে । সঙ্গে মহিলা বাচ্চারা আছে । দেরি করা ঠিক হবে না ।"

লোকসভা ভোটের আগে তৃণমূলের জনগর্জন সভায় এদিন এলাহি আয়োজন করা হয় ৷ সমাবেশে কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যেতে প্লাস আকৃতির মঞ্চ করা হয় ৷ যেখানে ঘুরে ঘিরে হাত নাড়েন মমতা থেকে অভিষেক ৷ পাশাপাশি এদিন অভিনবভাবে হয় প্রার্থীদের নাম ঘোষণা ৷ নামের তালিকায় যেমন চমক ছিল তেমনই ব়্য়াম্পের মতো মঞ্চে হেঁটে প্রার্থীদের পরিচয় করান তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন:

  1. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
  2. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
  3. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.