কলকাতা, 10 মার্চ: ব্রিগেডের ঐতিহাসিক 'জনগর্জন সভা'য় যোগ দিতে কলকাতায় এসেছিলেন দলের প্রবীণ কর্মী। আর সেখান থেকেই বাড়ি ফেরা হল না ওই তৃণমূল সমর্থকের। প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরের এক বাসিন্দা ৷ তাঁর বছর 64 ৷ নাম আতুয়াল মণ্ডল। সভা শেষে বাড়ির ফেরার সময় বাস ধরতে গিয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী। রবিবার দলের শীর্ষ নেতৃত্বের ডাকে সেখান থেকে ছুটে এসেছিলেন কলকাতায়, ব্রিগেড ময়দানে।
তৃণমূলের জনগণ সভা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষের ভিড় দেখা গিয়েছে ব্রিগেডে। লোকসভা ভোটের আগে দলের 'সেনাপতি' এবং নেত্রী কী বার্তা দেন তা শুনতে বহু কর্মী-সমর্থকরা বিভিন্ন ভিড় জমিয়েছিলেন এদিন। এমনকী, এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থীও ঘোষণা করে তৃণমূল। অন্যদের মতো, আতুয়াল মণ্ডলও দলের এক কর্মী হয়ে আগামী লোকসভা ভোটে লড়ার রসদ নিয়ে বাড়ি ফিরছিলেন। তবে বাসে ওঠার আগে মুহূর্তেই মধ্য়েই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী আতুয়াল ৷
রায়না 1নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল জানান, ঘণ্টা দুয়েক ধরে চলা ব্রিগেড সভা শেষে বাস ধরতে যাচ্ছিলেন দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল মণ্ডল। রাস্তায় অসুস্থতা বোধ করায় গাছতলায় বসে পড়েন তিনি। জল খান। তার কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে সূত্রে খবর, হার্ট-অ্যাটাকেই মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ পরে দেহ পাঠানো হয় বর্ধমানের বাড়িতে। ব্রিগেডের সভায় এমন দুর্ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্বও শোকাহত।
আরও পড়ুন: