খড়গপুর, 25 জুন: খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ খড়গপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার তৃণমূল পার্টি অফিসের কাছে মোটরবাইকে তিন দুষ্কৃতী এসে সন্তোষ কুমার নামের ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গুলি করার মুহূর্ত ৷
তাদের সকলের মুখ ঢাকা ছিল ৷ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন আহত তৃণমূল কর্মী সন্তোষ কুমার ৷ একটি গুলি তাঁর কোমরের নীচে লেগেছে বলে জানিয়েছেন তিনি ৷ এরপরই স্থানীয় বাসিন্দারা আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ৷
প্রসঙ্গত, এর আগেও এই ওয়ার্ডের কাউন্সিলর বান্তা মুরলির বাড়িতে একবার দুষ্কৃতী হামলা হয়েছিল। কয়েকজন দুষ্কৃতী মুখ বেঁধে এই কাউন্সিলরের বাড়িতে এসে তাঁর স্ত্রীকে প্রাণের হুমকি দিয়েছিল ৷ যদিও তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা এদিনের ঘটনা নিয়ে বলেন, "খড়গপুরের পরিবেশ শান্তশিষ্ট ৷ আজ যে ঘটনা ঘটেছে তা অপ্রীতিকর। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। তবে পুলিশ এই বিষয়ে যথেষ্ট তৎপর এবং খতিয়ে দেখছে কারণ।
যদিও এবিষয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, "খড়গপুরে মাফিয়া রাজ কোনও নতুন ঘটনা নয়। তবে তৃণমূলের আমলে এই মাফিয়া রাজ আরও বাড় বাড়ন্ত হয়েছে। গোটা রাজ্যজুড়েই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ অব্যাহত। ঘটনার সঠিক তদন্ত হলে পুলিশ অবশ্যই এই গুলি কাণ্ডের জেরে তৃণমূলকেই পাবে।