ETV Bharat / state

হাতছাড়া ঝড়-বিধ্বস্ত ময়নাগুড়ি, ধূপগুড়িতেও পিছিয়ে 'বিধায়ক' নির্মল; ময়নাতদন্তে তৃণমূল - Jalpaiguri Lok Sabha Constituency - JALPAIGURI LOK SABHA CONSTITUENCY

TMC Performance in Lok Sabha Election: জলপাইগুড়িতে ফের ফুটেছে পদ্ম ৷ ময়নাগুড়িতে ঝড়-পরবর্তী সময়ে ঝাঁপিয়ে পড়া থেকে শুরু করে দীর্ঘদিনের দাবি মেনে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা, চেষ্টার কসুর করেনি তৃণমূলও ৷ তবু অধরাই থেকে গেল জয়।

Etv Bharat
ক্ষতিপূরণেও হাতছাড়া ঝড়-বিধ্বস্ত ময়নাগুড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 10:45 PM IST

Updated : Jun 6, 2024, 11:01 PM IST

জলপাইগুড়ি, 6 জুন: মার্চ মাসের শেষদিন ৷ জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ ততদিনে লাগু হয়ে গিয়েছিল আদর্শ আচরণবিধি ৷ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর্থিক সাহায্যের ঘোষণাও করে দেয় রাজ্য সরকার ৷ তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, নির্বাচন কমিশন চোখ রাঙালেও সাহায্য করতে কসুর করবে না সরকার ৷ মানুষের জন্য তারা সবসময় রয়েছেন ৷ অন্যদিকে, 2023 সালে উপ-নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা দখলে নিয়েছিল তৃণমূল ৷ সেই বিধায়ক নির্মলচন্দ্র রায়কেই এবার প্রার্থী করেছিল দল ৷ অথচ নির্বাচনের ফলের দিন দেখা গেল, দু’জায়গাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল ৷

বার্নিস গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল...

পরিষেবা দিয়েও ময়নাগুড়ি বিধানসভার ঘুর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় হেরেছে তৃণমূল কংগ্রেস । 31 মার্চ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি, একাধিক প্রাণহানীর পরেই সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 7 সাংসদ ৷ যদিও তাতেও শেষ রক্ষা হল না । 20 দিন পর হওয়া নির্বাচনে সেই বুথে হারল তৃণমূল কংগ্রেস ।

ময়নাগুড়ি বিধানসভায় বার্নিশ গ্রাম পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস । প্রথম দফা ভোটের 20 দিন আগে ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় সাহায্য করার জন্য রাজ্য সরকার প্রস্তুত থাকলে নির্বাচন কমিশন বাড়ি বানিয়ে দেওয়ার অনুমতি দিচ্ছে না । এই অভিযোগ এনে প্রচার চালান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । বার্নিসে ঝড়-বিধ্বস্ত এলাকায় প্রতিশ্রুতি মতো ঘর তৈরির জন্য ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 60 হাজার টাকা করে দেওয়া হয় । তারপরেও বার্নিস গ্রাম পঞ্চায়েতে 1540 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস । ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 115 নং বুথ । সেখানে বিজেপি পেয়েছে 464 ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 408 ভোট ।

হাতছাড়া ধূপগুড়িও...

2021 বিধানসভা ভোটে ধূপগুড়ি থেকে জিতে বিধায়ক হন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ হারান তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়কে ৷ বিষ্ণুপদর মৃত্যুতে উপ-নির্বাচন হয় ধূপগুড়িতে ৷ মিতালি রায়ের বদলে তৃণমূল প্রার্থী করে নির্মলচন্দ্র রায়কে ৷ গতবছর ধূপগুড়িকে মহকুমা ঘোষণাই ছিল তৃণমূল কংগ্রেসের ট্রাম্প কার্ড । যার ওপর নির্রভ করেই উপ-নির্বাচনে জয়ী হয় তৃণমূল । জলপাইগুড়ি লোকসভা আসনে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস । এবার নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নিত করার ঘোষণা করে ।

2023 উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাড়ে চার হাজার ভোটে জিতেছিল । সেই ভোটের কয়েকমাস পরেই লোকসভা ভোটে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস 6319 ভোটে পিছিয়ে । প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা হলেও পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটে ধূপগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে 106651টি ভোট ৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে 100322টি ভোট ৷ তৃতীয় স্থানে থাকা সিপিআইএ পেয়েছে 9733টি ভোট । ধূপগুড়ি বিধানসভায় 6319 ভোটে বিজেপি এগিয়ে । ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে 112763টি ভোট ৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে 108018টি ভোট ৷ 4745 ভোটে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি এগিয়ে ।

স্থানীয়রা কী বলছেন ?

ধূপগুড়ি বিধানসভা এলাকায় মহকুমা গঠনের দাবি দীর্ঘদিনের ৷ তা সম্প্রতি পূরণ হয়েছে ৷ তা ছাড়া এলাকায় সেভাবে কোনও ইস্যু নেই ৷ পাশাপাশি পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি ৷ ক্ষোভ রয়েছে তা নিয়েও ৷ অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ ঝড়-বিধ্বস্ত বার্নিশ গ্রাম-পঞ্চয়েতে তৃণমূল ক্ষতিপূরণ বিলি করেছে ‘মুখ’ দেখে ৷ ফলে অনেকক্ষেত্রেই ন্যায্যরা টাকা পাননি ৷

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘বার্নিশ গ্রাম-পঞ্চায়েতে আমাদের ফল ভালো হয়নি । বিজেপির থেকে আমরা কম ভোট পেয়েছি । ঝড়-বিধ্বস্ত মাঝারবাড়ি, কালীবাড়ি, বার্নিশ হাই স্কুল এলাকায় ভালো পরিষেবা দিয়েছিলাম । সরকার থেকে ঘর বানানোর টাকাও দেওয়া হল । তবু কেন মানুষ আমাদের ভোট দিলেন না তার পর্যালোচনা করা হবে । পাশাপাশি ধূপগুড়িতে কয়েকমাস আগে বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হলাম । ধূপগুড়িকে মহকুমা করা হল । সেই বিধায়কই লোকসভায় প্রার্থী হলেন । তিনিই তাঁর বিধানসভা থেকে হেরে গেলেন ।’’ তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ও জানান, ধূপগুড়িতে খারাপ ফল কেন হল তা খতিয়ে দেখতে হবে ।

আরও পড়ুন

সুকান্তকে তলব শীর্ষ নেতৃত্বের, রাজধানীর পথে বঙ্গ বিজেপি'র আরও 11 জয়ী প্রার্থী

জলপাইগুড়ি, 6 জুন: মার্চ মাসের শেষদিন ৷ জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ ততদিনে লাগু হয়ে গিয়েছিল আদর্শ আচরণবিধি ৷ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর্থিক সাহায্যের ঘোষণাও করে দেয় রাজ্য সরকার ৷ তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, নির্বাচন কমিশন চোখ রাঙালেও সাহায্য করতে কসুর করবে না সরকার ৷ মানুষের জন্য তারা সবসময় রয়েছেন ৷ অন্যদিকে, 2023 সালে উপ-নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা দখলে নিয়েছিল তৃণমূল ৷ সেই বিধায়ক নির্মলচন্দ্র রায়কেই এবার প্রার্থী করেছিল দল ৷ অথচ নির্বাচনের ফলের দিন দেখা গেল, দু’জায়গাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল ৷

বার্নিস গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল...

পরিষেবা দিয়েও ময়নাগুড়ি বিধানসভার ঘুর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় হেরেছে তৃণমূল কংগ্রেস । 31 মার্চ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি, একাধিক প্রাণহানীর পরেই সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 7 সাংসদ ৷ যদিও তাতেও শেষ রক্ষা হল না । 20 দিন পর হওয়া নির্বাচনে সেই বুথে হারল তৃণমূল কংগ্রেস ।

ময়নাগুড়ি বিধানসভায় বার্নিশ গ্রাম পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস । প্রথম দফা ভোটের 20 দিন আগে ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় সাহায্য করার জন্য রাজ্য সরকার প্রস্তুত থাকলে নির্বাচন কমিশন বাড়ি বানিয়ে দেওয়ার অনুমতি দিচ্ছে না । এই অভিযোগ এনে প্রচার চালান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । বার্নিসে ঝড়-বিধ্বস্ত এলাকায় প্রতিশ্রুতি মতো ঘর তৈরির জন্য ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 60 হাজার টাকা করে দেওয়া হয় । তারপরেও বার্নিস গ্রাম পঞ্চায়েতে 1540 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস । ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 115 নং বুথ । সেখানে বিজেপি পেয়েছে 464 ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 408 ভোট ।

হাতছাড়া ধূপগুড়িও...

2021 বিধানসভা ভোটে ধূপগুড়ি থেকে জিতে বিধায়ক হন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ হারান তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়কে ৷ বিষ্ণুপদর মৃত্যুতে উপ-নির্বাচন হয় ধূপগুড়িতে ৷ মিতালি রায়ের বদলে তৃণমূল প্রার্থী করে নির্মলচন্দ্র রায়কে ৷ গতবছর ধূপগুড়িকে মহকুমা ঘোষণাই ছিল তৃণমূল কংগ্রেসের ট্রাম্প কার্ড । যার ওপর নির্রভ করেই উপ-নির্বাচনে জয়ী হয় তৃণমূল । জলপাইগুড়ি লোকসভা আসনে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস । এবার নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নিত করার ঘোষণা করে ।

2023 উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাড়ে চার হাজার ভোটে জিতেছিল । সেই ভোটের কয়েকমাস পরেই লোকসভা ভোটে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস 6319 ভোটে পিছিয়ে । প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা হলেও পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটে ধূপগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে 106651টি ভোট ৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে 100322টি ভোট ৷ তৃতীয় স্থানে থাকা সিপিআইএ পেয়েছে 9733টি ভোট । ধূপগুড়ি বিধানসভায় 6319 ভোটে বিজেপি এগিয়ে । ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে 112763টি ভোট ৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে 108018টি ভোট ৷ 4745 ভোটে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি এগিয়ে ।

স্থানীয়রা কী বলছেন ?

ধূপগুড়ি বিধানসভা এলাকায় মহকুমা গঠনের দাবি দীর্ঘদিনের ৷ তা সম্প্রতি পূরণ হয়েছে ৷ তা ছাড়া এলাকায় সেভাবে কোনও ইস্যু নেই ৷ পাশাপাশি পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি ৷ ক্ষোভ রয়েছে তা নিয়েও ৷ অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ ঝড়-বিধ্বস্ত বার্নিশ গ্রাম-পঞ্চয়েতে তৃণমূল ক্ষতিপূরণ বিলি করেছে ‘মুখ’ দেখে ৷ ফলে অনেকক্ষেত্রেই ন্যায্যরা টাকা পাননি ৷

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘বার্নিশ গ্রাম-পঞ্চায়েতে আমাদের ফল ভালো হয়নি । বিজেপির থেকে আমরা কম ভোট পেয়েছি । ঝড়-বিধ্বস্ত মাঝারবাড়ি, কালীবাড়ি, বার্নিশ হাই স্কুল এলাকায় ভালো পরিষেবা দিয়েছিলাম । সরকার থেকে ঘর বানানোর টাকাও দেওয়া হল । তবু কেন মানুষ আমাদের ভোট দিলেন না তার পর্যালোচনা করা হবে । পাশাপাশি ধূপগুড়িতে কয়েকমাস আগে বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হলাম । ধূপগুড়িকে মহকুমা করা হল । সেই বিধায়কই লোকসভায় প্রার্থী হলেন । তিনিই তাঁর বিধানসভা থেকে হেরে গেলেন ।’’ তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ও জানান, ধূপগুড়িতে খারাপ ফল কেন হল তা খতিয়ে দেখতে হবে ।

আরও পড়ুন

সুকান্তকে তলব শীর্ষ নেতৃত্বের, রাজধানীর পথে বঙ্গ বিজেপি'র আরও 11 জয়ী প্রার্থী

Last Updated : Jun 6, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.