ETV Bharat / state

রাজভবনে তুলকালাম ! রাজ্যপালের পদত্যাগের দাবিতে তৃণমূলের শিক্ষক সংগঠনের বিক্ষোভ - Agitation Against Bengal Guv - AGITATION AGAINST BENGAL GUV

Governor CV Ananda Bose: রাজভবনে তুলকালাম ! তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল পুলিশ ৷ রাজ্যপালের পদত্যাগের দাবি তুলে শুক্রবার রাজভবন ঘেরাও কর্মসূচিতে নামেন তৃণমূলের শিক্ষক-অধ্যাপকরা ৷ রাজ্যপালের কুশপুতুলও দাহ করেন সংগঠনের সদস্যরা ৷

Governor CV Ananda Bose
তৃণমূলের শিক্ষক সংগঠনের বিক্ষোভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 3:54 PM IST

Updated : May 17, 2024, 4:23 PM IST

তৃণমূলের শিক্ষক সংগঠনের বিক্ষোভ (ইটিভি ভারত)

কলকাতা, 17 মে: রাজভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূলের শিক্ষক সংগঠন। শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে পথে নামল তৃণমূলের শিক্ষক সংগঠন। ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে তারা এদিন মিছিল শুরু করেন রাজভবনের উদ্দেশে। কিন্তু রাজভবনের সামনে পৌঁছতেই তাদের বাধা দেয় পুলিশ বাহিনী। বাধা পেয়ে তৃণমূল শিক্ষক সংগঠন ওই স্থানেই রাজ্যপালের কুশপুতুল দাহ করেন সংগঠনের সদস্যরা ৷

এদিন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-সহ শাসকদলের চারটি সংগঠন মিলে রাজভবন ঘেরাওয়ের কর্মসূচিতে নামে। রাজ্যপালের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । সেই অভিযোগকারীর মধ্যে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী ও অপরজন এক নৃত্যশিল্পী। একাধিকবার এই অভিযোগ উঠে আসার কারণে শুক্রবার পথে নামে তৃণমূলের শিক্ষক সংগঠনগুলি। রাজভবনের সামনে তাদের মিছিলে পুলিশ বাধা দিলে ধস্তধস্তির সৃষ্টি হয়। সেখানে কিছু শিক্ষক আহত হন। একপ্রকার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় রাজভবনের সামনে ৷

সংগঠনের এক শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সরকার বলেন, "আমারা এই রাজ্যপালকে চাইছি না। যেখানে নারীরা নিপীড়িত, সংবিধানের প্রধান হয়ে তিনিই নারীদের চরিত্র হনন করেছেন। ওনার কাছে রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। এই ধরনের আচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও সুরক্ষিত নয়। উনি শিক্ষিত হতে পারেন, ওনার চরিত্র ঠিক নয়। আমরা অবিলম্বে ওনার পদত্যাগ চাইছি।"

তৃণমূলের রাজ্যের প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি স্বাতী বিশ্বাস বলেন, "তিনি দফতরের কর্মীদের সুরক্ষা দিতে পারেন না ৷ সেখানে 31টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের কীভাবে সুরক্ষা দেবেন? এটা সত্যি লজ্জার বিষয়। এই ঘটনায় ধিক্কার জানাই আমরা।"

আরও পড়ুন:

  1. এসএসসি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সল্টলেকে ধুন্ধুমার
  2. নিয়োগের দাবিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মহামিছিল, পুড়ল মানিক ভট্টাচার্যের কুশপুতুল
  3. রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত রিপোর্ট পেশ নবান্নে

তৃণমূলের শিক্ষক সংগঠনের বিক্ষোভ (ইটিভি ভারত)

কলকাতা, 17 মে: রাজভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূলের শিক্ষক সংগঠন। শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে পথে নামল তৃণমূলের শিক্ষক সংগঠন। ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে তারা এদিন মিছিল শুরু করেন রাজভবনের উদ্দেশে। কিন্তু রাজভবনের সামনে পৌঁছতেই তাদের বাধা দেয় পুলিশ বাহিনী। বাধা পেয়ে তৃণমূল শিক্ষক সংগঠন ওই স্থানেই রাজ্যপালের কুশপুতুল দাহ করেন সংগঠনের সদস্যরা ৷

এদিন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-সহ শাসকদলের চারটি সংগঠন মিলে রাজভবন ঘেরাওয়ের কর্মসূচিতে নামে। রাজ্যপালের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । সেই অভিযোগকারীর মধ্যে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী ও অপরজন এক নৃত্যশিল্পী। একাধিকবার এই অভিযোগ উঠে আসার কারণে শুক্রবার পথে নামে তৃণমূলের শিক্ষক সংগঠনগুলি। রাজভবনের সামনে তাদের মিছিলে পুলিশ বাধা দিলে ধস্তধস্তির সৃষ্টি হয়। সেখানে কিছু শিক্ষক আহত হন। একপ্রকার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় রাজভবনের সামনে ৷

সংগঠনের এক শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সরকার বলেন, "আমারা এই রাজ্যপালকে চাইছি না। যেখানে নারীরা নিপীড়িত, সংবিধানের প্রধান হয়ে তিনিই নারীদের চরিত্র হনন করেছেন। ওনার কাছে রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। এই ধরনের আচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও সুরক্ষিত নয়। উনি শিক্ষিত হতে পারেন, ওনার চরিত্র ঠিক নয়। আমরা অবিলম্বে ওনার পদত্যাগ চাইছি।"

তৃণমূলের রাজ্যের প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি স্বাতী বিশ্বাস বলেন, "তিনি দফতরের কর্মীদের সুরক্ষা দিতে পারেন না ৷ সেখানে 31টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের কীভাবে সুরক্ষা দেবেন? এটা সত্যি লজ্জার বিষয়। এই ঘটনায় ধিক্কার জানাই আমরা।"

আরও পড়ুন:

  1. এসএসসি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সল্টলেকে ধুন্ধুমার
  2. নিয়োগের দাবিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মহামিছিল, পুড়ল মানিক ভট্টাচার্যের কুশপুতুল
  3. রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত রিপোর্ট পেশ নবান্নে
Last Updated : May 17, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.