ETV Bharat / state

ঘাস না পদ্ম ! ঘাটালে ফুটবে কোন ফুল ? - Lok Sabha Elections Result 2024 - LOK SABHA ELECTIONS RESULT 2024

Dev VS Hiran: ফুল ফোটার অপেক্ষায় ঘাটাল ৷ তবে কোন ফুল বেছে নিয়েছেন ঘাটালবাসী তা জানতে অপেক্ষা আর কিছুক্ষণের ৷

Dev and Hiran
ঘাটালে শেষ হাসি হাসবেন কে, দেব না হিরণ (হিরণ ও দেবের ফেসবুক পেজ)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 8:39 PM IST

মেদিনীপুর, 3 জুন: ভোট পড়েছে প্রায় 83 শতাংশ । তবে এবারে ঘাটাল লোকসভা কার দখলে থাকবে গণনার আগের দিনে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে । নির্বাচনের দিন সারাক্ষণ হিরণকে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এবং আটকে রাখা হয়েছে সেদিক থেকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন তৃণমূল সাংসদ দেব নাকি বাকি ছ'টা বিধানসভায় ভোটের লিড দিয়ে পদ্মফুল ফোটাবেন হিরণ, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ।

এবারে ঘাটাল লোকসভার ক্ষেত্রে 126টি টেবিল করা হয়েছে ৷ সকাল 8টা থেকে শুরু হবে গণনা ৷ মোট 19 রাউন্ড গণনা হবে । নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেবিল পিছু একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম গণনা শুরু হবে ৷

ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল লোকসভা । এই লোকসভার মধ্যে সাতটি বিধানসভা রয়েছে ৷ সেগুলি হল - ঘাটাল, দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ডেবরা ও পাঁশকুড়া পশ্চিম । ঘাটাল লোকসভার এবারে লড়াইটা অভিনেতা বনাম অভিনেতার । একদিকে বিগত দু'বারের জয়ী সাংসদ দীপক অধিকারী আর একদিকে বিধায়ক এবং কাউন্সিলর হিসেবে জয়ী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । তবে ভোটের তিনদিন আগে যেভাবে হিরণ ঘনিষ্ঠ নেতা ও বিজেপি কার্যকর্তাদের বাড়িতে পুলিশি হয়রানি এবং বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন হিরণ ৷

অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, ভোটের দিন কেশপুরে সারাদিন হিরণকে আটকে রেখে রীতিমতো ভোট করিয়েছে তৃণমূল । যদিও শেষ কথা বলবে ফলাফল ৷ সেই দিকেই তাকিয়ে ঘাটাল । এবার ঘাটাল লোকসভায় মোট ভোটারের সংখ্যা ছিল 19 লক্ষ 39 হাজার 945 জন ৷ সিপিএম, তৃণমূল, বিজেপি ও আম আদমি পার্টি মিলিয়ে লড়াই করছে মোট সাতজন প্রার্থী । প্রতি বছরের মতো এবারও ঘাটাল লোকসভার গণনা কেন্দ্র করা হয়েছে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয় ।

ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা

মেদিনীপুর, 3 জুন: ভোট পড়েছে প্রায় 83 শতাংশ । তবে এবারে ঘাটাল লোকসভা কার দখলে থাকবে গণনার আগের দিনে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে । নির্বাচনের দিন সারাক্ষণ হিরণকে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এবং আটকে রাখা হয়েছে সেদিক থেকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন তৃণমূল সাংসদ দেব নাকি বাকি ছ'টা বিধানসভায় ভোটের লিড দিয়ে পদ্মফুল ফোটাবেন হিরণ, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ।

এবারে ঘাটাল লোকসভার ক্ষেত্রে 126টি টেবিল করা হয়েছে ৷ সকাল 8টা থেকে শুরু হবে গণনা ৷ মোট 19 রাউন্ড গণনা হবে । নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেবিল পিছু একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম গণনা শুরু হবে ৷

ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল লোকসভা । এই লোকসভার মধ্যে সাতটি বিধানসভা রয়েছে ৷ সেগুলি হল - ঘাটাল, দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ডেবরা ও পাঁশকুড়া পশ্চিম । ঘাটাল লোকসভার এবারে লড়াইটা অভিনেতা বনাম অভিনেতার । একদিকে বিগত দু'বারের জয়ী সাংসদ দীপক অধিকারী আর একদিকে বিধায়ক এবং কাউন্সিলর হিসেবে জয়ী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । তবে ভোটের তিনদিন আগে যেভাবে হিরণ ঘনিষ্ঠ নেতা ও বিজেপি কার্যকর্তাদের বাড়িতে পুলিশি হয়রানি এবং বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন হিরণ ৷

অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, ভোটের দিন কেশপুরে সারাদিন হিরণকে আটকে রেখে রীতিমতো ভোট করিয়েছে তৃণমূল । যদিও শেষ কথা বলবে ফলাফল ৷ সেই দিকেই তাকিয়ে ঘাটাল । এবার ঘাটাল লোকসভায় মোট ভোটারের সংখ্যা ছিল 19 লক্ষ 39 হাজার 945 জন ৷ সিপিএম, তৃণমূল, বিজেপি ও আম আদমি পার্টি মিলিয়ে লড়াই করছে মোট সাতজন প্রার্থী । প্রতি বছরের মতো এবারও ঘাটাল লোকসভার গণনা কেন্দ্র করা হয়েছে ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয় ।

ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.