নৈহাটি, 19 অক্টোবর: নৈহাটি বিধানসভা উপনির্বাচন 13 নভেম্বর ৷ তার আগে নিজের গড়ে দাঁড়িয়ে দলীয় নেতা, কাউন্সিলরদের ঔদ্ধত্য নিয়ে সরব হলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ৷ আরজি করের নির্যাতিতার ঘটনার আবহে এই উপ-নির্বাচন ৷ তাই দলের সদস্যদের নমনীয় হওয়ার বার্তা দিলেন নেতা ৷ নেতা, কাউন্সিলরদের মানুষদের জনসংযোগে জোর দিতে বললেন নৈহাটির প্রাক্তন বিধায়ক ৷
শুক্রবার রাতে উত্তর 24 পরগনার নৈহাটিতে পুরসভার ঐক্যতান মঞ্চে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হয় ! সেই কর্মসূচিতে ছিলেন তৃণমূলের লোকসভা সাংসদ তথা নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক ৷ তিনি ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা এবং কাউন্সিলররা ৷
তাঁদের সামনেই মঞ্চে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেন, "আগামী দশ দিন বিজয়ার প্রণামটা বাড়িতে বাড়িতে গিয়ে করবেন ৷ আপনি যখন পাড়ার ছেলে ছিলেন, তখন পাড়ার ছেলে হিসেবে বিজয়া দশমী করতে বেরতেন পাড়াতেই ৷ এখন আমাদের মধ্যে অনেকেই কাউন্সিলর হয়ে গিয়েছেন ৷ কাউন্সিলর হওয়ার পর কারও কারও ঔদ্ধত্য এতটাই হয়েছে যে, এখন পায়ে হাত দিয়ে প্রণাম করতেই ভুলে গিয়েছেন ৷ অথচ, আমার ওয়ার্ডে এখনও আমি বাড়িতে বাড়িতে গিয়ে বিজয়ার প্রণাম করতে ভুলি না ৷ সাংসদ হওয়ার পরেও আমি যদি এটা করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না ?"
এরপরই দলীয় নেতা,কাউন্সিলরদের একাংশের ঔদ্ধত্য নিয়ে রীতিমতো আত্মসমালোচনার সুর শোনা যায় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলাতে ৷ তাঁর কথায়, "আপনারা যে আচরণ করছেন, তা ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয় ! ঔদ্ধত্য মানুষ বেশিদিন সহ্য করে না ৷ 2011 সালে সিপিএম ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে পর্যন্ত কেউই তা বুঝতে পারেনি ৷ মানুষের সঙ্গে সিপিএমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ আমাদের মধ্যেও অনেকে নিজেদের 'বড় নেতা' ভাবতে শুরু করেছে ৷ কুড়ি জন 'চামচা' নিয়ে ঘুরলেই বড় নেতা হওয়া যায় না ৷ ক্ষমতা না থাকলে এই চামচারাও সরে যাবে ৷"
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তৃণমূল সাংসদের দাবি, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী 50 হাজার ভোটে জয়ী হবেন ৷ তিনি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সেই কথা দলীয় নেতা,কর্মীদের সামনে এদিন তুলেও ধরেছেন শাসকদলের এই সাংসদ ৷
অন্যদিকে, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা অর্জুন সিং-কে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ ৷ তাঁর স্পষ্ট কথা, "উনি এই উপনির্বাচনে নৈহাটি থেকে বিজেপির টিকিটে প্রার্থী হলে খুশিই হব আমি ৷ ওনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি ৷"