চুঁচুড়া, 3 অগস্ট: সংসদের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল ৷ যে ভিডিয়ো পোস্ট করে মোদি সরকারকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ৷ এবার আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নিজের অহংকার বজায় রাখতে একটা মানুষ কী করতে পারেন প্রধানমন্ত্রী তার জ্বলন্ত প্রমাণ ৷" 862 কোটি টাকা খরচ করে 2023 সালে ঘটা করে উদ্বোধন হয় নতুন সংসদ ভবনের ৷ এক বছর পর সেখানে লবির ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে ৷ এই জায়গাটি দিয়েই দেশের রাষ্ট্রপতি সংসদ ভবনে প্রবেশ করেন ৷ এই ঘটনা নিয়েই আক্রমণে নেমেছে তৃণমূল ৷
এছাড়া সংসদ ভবনে জল থৈ থৈ অবস্থার একটি ভিডিয়ো পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ সেই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ সংসদ ভবনের এই অবস্থা নিয়ে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ৷ তাঁর মতে, "সবে তো জল পড়ছে, এরপর কোনদিন মাথায় ভেঙে পড়বে সংসদ ভবনের ছাদ ৷ এবার ভয়ে ভয়ে ঢুকতে হবে ভয়ে ভয়ে বের হতে হবে।"
চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি আইএনটিটিইউসি'র এক অনুষ্ঠানে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সংসদ ভবন জলমগ্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিজেপির সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদি নিজের প্রচারের জন্য করেছেন। হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমরা তখন বলেছিলাম এত তাড়াহুড়ো করার দরকার নেই। কারও সঙ্গে কোনও কথা বলেননি। একটা মানুষ ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী তার দৃষ্টান্ত। কিছুই শুনবেন না, তাঁর এখনই সব চাই ৷ সবাইকে ছেড়ে দিয়ে একা চলার চিন্তাভাবনা ৷"
সংসদ ভবনের পাশাপাশি রেল নিয়েও আক্রমণ শানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, "কেন্দ্রে সরকার বলে কিছু চলছে না। কোথাও কিছু কাজ হচ্ছে না। রেলের এতগুলি দুর্ঘটনা হল বিজেপির এতগুলি সাংসদ আছেন, একটাও কথা বলেছে ? এরা সব পিওএম মানে হল প্রোপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার।"