ETV Bharat / state

তাপসী মালিক খুনের বিচারের তুলনা! 'সিবিআই দালাল', বললেন তৃণমূলের কল্যাণ - Kalyan Banerjee Criticizes CBI

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 10:00 PM IST

TMC MP Kalyan Banerjee: শনিবার শ্রীরামপুরে প্রতিবাদ মিছিল করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷

TMC MP Kalyan Banerjee
শ্রীরামপুরে মিছিলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

শ্রীরামপুর, 17 অগস্ট: সিপিএম ও বিজেপির দালাল হিসাবে কাজ করছে সিবিআই ৷ রিজওয়ানুরের হত্যা ও তাপসী মালিকের মতো নৃশংস খুনের মামলার তুলনা টেনে সিবিআইকে দুষলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তিনি বলেন, "তাপসী মালিক খুনে অপরাধীরা তো ঘুরে বেড়াচ্ছে ৷ সিবিআই কিছু করতে পারেনি ৷"

শ্রীরামপুরে মিছিলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

আদালতের নির্দেশে 14 অগস্ট থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ শনিবার পর্যন্ত 96 ঘণ্টায় সিবিআই-এর তদন্ত কিছুই এগোয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ৷

তিনি বলেন, "কোনও নাটক নয়, সোশাল মিডিয়ায় অনেক বিপ্লব দেখলাম ৷ বিপ্লব হয় রাস্তায় ৷ বিরোধীদের এখন ধান্দা লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্প বন্ধ করে দেওয়া হোক ৷ সমাজে কোটি কোটি টাকা রোজগার করা মহিলারা এটা চাইছে ৷ গ্রাম ও শহরের গরিব মানুষের কথা তাঁরা কী বুঝবে ? আমি নারীর লড়াই ও অধিকারকে সম্মান জানাই ৷ এই লড়াইকে যাঁরা বাম-রাম রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন ৷ কোনও রাজনৈতিক রং না দেখে যদি লড়াই হয়, তবেই তা সার্থক হবে ৷"

উল্লেখ্য, 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হলে এক পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ ওই চিকিৎকসককে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ ৷ এর 24 ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ এরপর আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর কাছে ৷ এখন সিবিআই এর তদন্ত করছে ৷ রাজ্য তো বটেই, নিহত চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ ৷

প্রতিদিনই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে ৷ এদিন শ্রীরামপুরে পথে নামল তৃণমূল কংগ্রেস ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে সিবিআইয়ের সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে শ্রীরামপুর নগার মোড় থেকে মাহেশ স্নানপিরির মাঠ পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল হয় ৷ মিছিলে পা মেলান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন এবং বিভিন্ন পুরসভার পুরপ্রধানরা ৷

শ্রীরামপুর, 17 অগস্ট: সিপিএম ও বিজেপির দালাল হিসাবে কাজ করছে সিবিআই ৷ রিজওয়ানুরের হত্যা ও তাপসী মালিকের মতো নৃশংস খুনের মামলার তুলনা টেনে সিবিআইকে দুষলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তিনি বলেন, "তাপসী মালিক খুনে অপরাধীরা তো ঘুরে বেড়াচ্ছে ৷ সিবিআই কিছু করতে পারেনি ৷"

শ্রীরামপুরে মিছিলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

আদালতের নির্দেশে 14 অগস্ট থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ শনিবার পর্যন্ত 96 ঘণ্টায় সিবিআই-এর তদন্ত কিছুই এগোয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ৷

তিনি বলেন, "কোনও নাটক নয়, সোশাল মিডিয়ায় অনেক বিপ্লব দেখলাম ৷ বিপ্লব হয় রাস্তায় ৷ বিরোধীদের এখন ধান্দা লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্প বন্ধ করে দেওয়া হোক ৷ সমাজে কোটি কোটি টাকা রোজগার করা মহিলারা এটা চাইছে ৷ গ্রাম ও শহরের গরিব মানুষের কথা তাঁরা কী বুঝবে ? আমি নারীর লড়াই ও অধিকারকে সম্মান জানাই ৷ এই লড়াইকে যাঁরা বাম-রাম রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন ৷ কোনও রাজনৈতিক রং না দেখে যদি লড়াই হয়, তবেই তা সার্থক হবে ৷"

উল্লেখ্য, 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হলে এক পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ ওই চিকিৎকসককে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ ৷ এর 24 ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ এরপর আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর কাছে ৷ এখন সিবিআই এর তদন্ত করছে ৷ রাজ্য তো বটেই, নিহত চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ ৷

প্রতিদিনই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে ৷ এদিন শ্রীরামপুরে পথে নামল তৃণমূল কংগ্রেস ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে সিবিআইয়ের সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে শ্রীরামপুর নগার মোড় থেকে মাহেশ স্নানপিরির মাঠ পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল হয় ৷ মিছিলে পা মেলান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন এবং বিভিন্ন পুরসভার পুরপ্রধানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.