তালডাংরা, (বাঁকুড়া): দলীয় কর্মীদের বিরোধী দল বিজেপির নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গে খারাপ ব্যবহার না-করার নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী ৷ আগামী 13 নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৷ তিনি হাইস্কুলের শিক্ষক ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অনন্য়া রায় চক্রবর্তী ৷ তিনি একসময় তৃণমূলে ছিলেন ৷
সোমবার সন্ধ্যায় তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লক তৃণমূলের বিজয়া সম্মীলনী অনুষ্ঠান থেকে তিনি দলের উদ্দেশে এই বার্তা দেন ৷ এই অনুষ্ঠানেই সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 200 জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে ৷
উপনির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী একসময় তৃণমূলের সদস্য ছিলেন ৷ 2021 সালে পুরভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল ৷ তখন তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন ৷ সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় গেলে অনন্যা গেরুয়া শিবিরে যোগ দেন ৷ আসন্ন উপনির্বাচনে দল তাঁকে প্রার্থী করেছে ৷
এই ঘটনায় অরূপ চক্রবর্তী বলেন, "তাঁকে (অনন্যা রায় চক্রবর্তী) তৃণমূল কংগ্রেস দলে গ্রহণ করবে না ৷ দলের ব্যবস্থাপনার পরিবর্তন হয়ে গিয়েছে ৷ এরপর আশ্রয় খুঁজল বিজেপির কাছে ৷ এমন একটা সিমলাপালে তালডাংরায় প্রার্থী খুঁজে পেল না ৷ একটা তৃণমূলের রং লাগা মেয়েকে ওরা প্রার্থী করেছে ৷ বিজেপি কর্মীদের মনে অনেক ক্ষোভ, অনেক দুঃখ ৷"
তাঁর দাবি, অনন্যা চক্রবর্তীকে নিয়ে নিয়ে বিজেপির নেতা-কর্মীদের মনে ক্ষোভ আছে ৷ এই পরিস্থিতিতে যদি কোনও বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিতে চায়, তাহলে তাঁর সঙ্গে তৃণমূল কর্মীরা যেন খারাপ ব্যবহার না করেন ৷ পাশাপাশি বিজেপি কর্মীদের দলে সাদর আমন্ত্রণ জানালেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ৷
এই প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি সমর্থকদের পছন্দের কোনও প্রার্থী দেয়নি ৷ সিমলাপালে কি কোনও লোক ছিল না দাঁড়ানোর ? তালডাংরায় কি কোনও লোক ছিল না ? বাঁকুড়া থেকে ভাড়া করে তৃণমূলের রঙের মেয়েটাকে কেন টিকিট দিল ?"
বাঁকুড়ার সাংসদ খোলা মঞ্চ থেকেই বলেন, "বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ আছে ৷ তাঁরা অনেকে বিজেপির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করছে ৷ অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছে ৷ বিজেপি কর্মীরা তৃণমূল প্রার্থীকে ভোট দেবেই ৷ বিজেপি পদ্মফুল নয়, জোড়াফুলেই ভোট দেবে ৷ আমি দলীয় কর্মীদের অনুরোধ করব, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ৷ তাঁরা আসতে চাইলে তাঁদের ডেকে নেবেন ৷ যোগদান করতে চাইলে, যোগদান করে বলবেন, আমি আপনাদের পদ দিতে পারব না, কিন্তু আপনাকে রাজনৈতিক সম্মান দেব ৷"
পরে অরূপ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কেউ যদি মমতা বন্দ্য়োপাধ্যায়কে আদর্শকে বিশ্বাস করেন, মা মাটি মানুষকে সমর্থন করেন, তাঁদের জন্য তৃণমূলের দরজা সব সময় খোলা রয়েছে ৷ যদি কেউ ভাবে যোগদান করতে চাই, তাঁকে গ্রহণ করা হবে ৷"