কলকাতা, 10 মার্চ: শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সেনাপতি অভিষেক ৷ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চ্যালেঞ্জ করলেন ৷ আবাস যোজনার টাকা নিয়ে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, "তিন দিন আগে বারাসত, কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিয়েছেন ৷ তিনি বলেছেন গত তিন বছরে 42 হাজার কোটি টাকা আবাসের জন্য দিয়েছেন ৷"
এরপরই একটি কাগজ দেখিয়ে অভিষেক বলেন, "পশ্চিমবঙ্গ সরকার 14 ডিসেম্বর, 2022 সালে কেন্দ্রকে এই চিঠি পাঠিয়েছিল ৷ আজ 2024 সালের 10 মার্চ ৷ মাঝে দেড় বছর কেটে গিয়েছে ৷ গত তিনি বছরে নরেন্দ্র মোদির সরকার 2021-22, 2022-23, 2023-24 অর্থবর্ষে আবাসের একটা টাকাও প্রধানমন্ত্রী দিয়েছেন ? আমি রাজনীতি ছেড়ে দেব ৷ দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে ৷"
বেলা 12.30 মিনিটের খানিক পরে ব্রিগেডে এলেন তৃণমূল সেনাপতি অভিষেক ৷ 320 ফুট দীর্ঘ ব়্যাম্পে হাঁটলেন ৷ চড়া রোদে দীর্ঘসময় ধরে অপেক্ষারত জনতাকে উদ্দেশ্য করে একেবারে ব়্যাম্পেই মাথা নিচু করে প্রণাম করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বক্তৃতার শুরুতেই বিরোধীদের বিঁধে তিনি বললেন, "25 ফেব্রুয়ারি ঘোষণা করেছিল জনগর্জন সভার ঘোষণা হয়েছিল ৷ ব্রিগেডে প্রস্তুতি নিতে 6 মাস সময় লাগবে তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলির ৷ আমরা 12 দিন সময় নিয়েছি ৷" এদিন তিনি লোকসভা ভোটে তৃণমূলের কর্মসূচি 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন'-এর ঘোষণা করেন ৷
তিনি আরও বলেন, "গত পনেরো দিন ধরে শুনেছি, তৃণমূল দলটাই থাকবে না ৷ সাফ হয়ে যাবে. কেউ বলছিল ধুয়ে মুছে যাবে, মহান বিজেপি, বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছে ৷ আমরা ঠিক করেছিলাম, এদের কাছে টাকা, পয়সা, বিচার ব্যবস্থার একাংশ আছে, সিবিআই, ইডি আছে ৷ তৃণমূলের কাছে একটা মানুষ আচে ৷ মানুষ বনাম রাষ্ট্রশক্তির কে জেতে, কে হারে ৷ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক ৷ বাংলা বিরোধীরা বিদায় ৷"
আরও পড়ুন: