ETV Bharat / state

প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, বিধানসভার শেষশ্রদ্ধা - তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

Idris Ali: মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ছিলেন ইদ্রিস আলি ৷ তার আগে উলুবেড়িয়া পূর্বেরও বিধায়ক ছিলেন তিনি ৷ 2014-2019 সালে তিনি বসিরহাটের সাংসদ ছিলেন ৷ সোমেন মিত্রর অনুগামী হিসেবে কংগ্রেসে তাঁর পরিচয় ছিল ৷ সোমেন মিত্রর হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন ৷

Idris Ali
Idris Ali
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 2:21 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক তৃণমূলের ইদ্রিস আলি । শুক্রবার প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানালো পশ্চিমবঙ্গ বিধানসভা । এ দিন তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে আসা হয় । বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ শাসক দলের বিধায়করা ।

বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর । বিগত কিছুদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ এছাড়াও ছিল বার্ধক্য জনিত রোগ । তাঁর প্রয়াণে তৃণমূলের অন্দরে শোকের ছায়া । ইদ্রিস আলির পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

Idris Ali
বিধানসভার শেষশ্রদ্ধা প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিকে

উল্লেখ্য়, আদালত চত্বরে দীর্ঘদিনের পরিচিত মুখ ইদ্রিস আলি । রাজনৈতিক জীবন কংগ্রেস থেকে শুরু হলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি সাংসদ এবং বিধায়ক দুই দায়িত্ব সামলেছেন । যেহেতু রাজনৈতিক মহলে তিনি সোমেন মিত্র অনুগামী বলে পরিচিত ছিলেন, তাই সোমেন মিত্র যখন তৃণমূল কংগ্রেসে আসেন সেই সময় তাঁর হাত ধরে তৃণমূলের নাম লেখান ইদ্রিস ।

2011 সালে ইদ্রিস আলিকে জলঙ্গি থেকে বিধানসভা নির্বাচনে দাঁড় করিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু সেবার সফল হতে পারেননি তিনি । পরে 2014 সালে বসিরহাট কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সাংসদ হন । 2019 সালে তৃণমূল তাঁকে টিকিট না দিলেও পরে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন ইদ্রিস । 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁকে মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রার্থী করে তৃণমূল । করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই সময় খুব বেশি প্রচার করতে পারেননি তিনি । তাও তাঁর জয় আটকাইনি ।

আরও পড়ুন:

  1. সিবিআই-ইডি কান্ট টাচ মি, অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস
  2. রাতে বিজেপি করা নেতারাই তৃণমূল ছাড়ছেন : ইদ্রিস আলি
  3. দলের বিরুদ্ধে প্রকাশ্যে যাঁরা বলছেন, তাঁদের সমর্থন করি না : ইদ্রিস আলি

কলকাতা, 16 ফেব্রুয়ারি: প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক তৃণমূলের ইদ্রিস আলি । শুক্রবার প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানালো পশ্চিমবঙ্গ বিধানসভা । এ দিন তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে আসা হয় । বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ শাসক দলের বিধায়করা ।

বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর । বিগত কিছুদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ এছাড়াও ছিল বার্ধক্য জনিত রোগ । তাঁর প্রয়াণে তৃণমূলের অন্দরে শোকের ছায়া । ইদ্রিস আলির পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

Idris Ali
বিধানসভার শেষশ্রদ্ধা প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিকে

উল্লেখ্য়, আদালত চত্বরে দীর্ঘদিনের পরিচিত মুখ ইদ্রিস আলি । রাজনৈতিক জীবন কংগ্রেস থেকে শুরু হলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি সাংসদ এবং বিধায়ক দুই দায়িত্ব সামলেছেন । যেহেতু রাজনৈতিক মহলে তিনি সোমেন মিত্র অনুগামী বলে পরিচিত ছিলেন, তাই সোমেন মিত্র যখন তৃণমূল কংগ্রেসে আসেন সেই সময় তাঁর হাত ধরে তৃণমূলের নাম লেখান ইদ্রিস ।

2011 সালে ইদ্রিস আলিকে জলঙ্গি থেকে বিধানসভা নির্বাচনে দাঁড় করিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু সেবার সফল হতে পারেননি তিনি । পরে 2014 সালে বসিরহাট কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সাংসদ হন । 2019 সালে তৃণমূল তাঁকে টিকিট না দিলেও পরে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন ইদ্রিস । 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁকে মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রার্থী করে তৃণমূল । করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই সময় খুব বেশি প্রচার করতে পারেননি তিনি । তাও তাঁর জয় আটকাইনি ।

আরও পড়ুন:

  1. সিবিআই-ইডি কান্ট টাচ মি, অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস
  2. রাতে বিজেপি করা নেতারাই তৃণমূল ছাড়ছেন : ইদ্রিস আলি
  3. দলের বিরুদ্ধে প্রকাশ্যে যাঁরা বলছেন, তাঁদের সমর্থন করি না : ইদ্রিস আলি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.