ETV Bharat / state

কর্পোরেট ধাঁচে 'জনগর্জন' থেকেই লোকসভার শঙ্খনাদ তৃণমূলের, সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা - TMC Brigade Jonogorjon Sabha

TMC Brigade Jonogorjon Sabha: রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ৷ মনে করা হচ্ছে, এই সভাতেই তৃণমূল সুপ্রিমো লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন ৷

ETV Bharat
ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি দেখতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:29 AM IST

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় এগিয়ে আসছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে আগামী সপ্তাহে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন ৷ তার আগে রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট 'জনগর্জন সভা' ৷ শাসকদলের এই সভা সফল করতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতামুখী হয়েছে ৷ মূল ইভেন্ট শুরু সকাল 11 টায় ৷ এই সমাবেশ সম্পর্কে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "স্মরণকালে এত বড় জমায়েত দেখেনি বাংলার মানুষ ৷ রবিবারের ব্রিগেড অতীতের সব রেকর্ডকে ভেঙে দেবে ৷"

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই সভা থেকেই লোকসভা ভোটের সুর বেঁধে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারের বকেয়া টাকা এখনও মেলেনি ৷ আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের সেই বঞ্চনাকেই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রধান হাতিয়ার করেছে বাংলার শাসকদল ৷ শহর থেকে গ্রাম, প্রত্যন্ত এলাকার বহু বঞ্চিত মানুষ আজ ব্রিগেডে হাজির থাকবে বলে জানা গিয়েছে ৷

এদিন অর্থাৎ রবিবার তৃণমূলের ব্রিগেডে থাকছে একাধিক চমক ৷ সূত্রের খবর, আজ ব্রিগেডের জনগর্জন মঞ্চে থাকতে পারেন ভিনরাজ্যের তৃণমূল নেতৃত্বও ৷ থাকবেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, আসানসোলের লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যসভার নির্বাচিত সাংসদ সাগরিকা ঘোষ, রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ এবং আরও অনেকে ৷

এবার ব্রিগেড তাৎপর্যপূর্ণভাবে আপাদমস্তক থাকছে কর্পোরেট ধাঁচে মোড়া। মঞ্চের ব্যাকড্রপে থাকছে এলইডি ডিসপ্লে বোর্ড ৷ মিডিয়া জোনে থাকবে তৃণমূলের নিজস্ব ওয়াই-ফাই ব্যবস্থা ৷ কর্পোরেট ধাঁচে সময় বেঁধে কে কখন আসবেন, তাঁর বসার জায়গা কোথায়, সবটাই নির্ধারিত হয়ে গিয়েছে ৷ সংবাদমাধ্যম থেকে শুরু করে দলীয় সাংসদ, বিধায়ক সবাইকে ক্যামাক স্ট্রিট থেকে পাশ সংগ্রহ করে নিজের আসন সংরক্ষণ করতে হয়েছে ৷ শনিবার বিকেল থেকেই ইকোপার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইনডোর এবং উত্তীর্ণতে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে শুরু করে ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  2. ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার
  3. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় এগিয়ে আসছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে আগামী সপ্তাহে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন ৷ তার আগে রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট 'জনগর্জন সভা' ৷ শাসকদলের এই সভা সফল করতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতামুখী হয়েছে ৷ মূল ইভেন্ট শুরু সকাল 11 টায় ৷ এই সমাবেশ সম্পর্কে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "স্মরণকালে এত বড় জমায়েত দেখেনি বাংলার মানুষ ৷ রবিবারের ব্রিগেড অতীতের সব রেকর্ডকে ভেঙে দেবে ৷"

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই সভা থেকেই লোকসভা ভোটের সুর বেঁধে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারের বকেয়া টাকা এখনও মেলেনি ৷ আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের সেই বঞ্চনাকেই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রধান হাতিয়ার করেছে বাংলার শাসকদল ৷ শহর থেকে গ্রাম, প্রত্যন্ত এলাকার বহু বঞ্চিত মানুষ আজ ব্রিগেডে হাজির থাকবে বলে জানা গিয়েছে ৷

এদিন অর্থাৎ রবিবার তৃণমূলের ব্রিগেডে থাকছে একাধিক চমক ৷ সূত্রের খবর, আজ ব্রিগেডের জনগর্জন মঞ্চে থাকতে পারেন ভিনরাজ্যের তৃণমূল নেতৃত্বও ৷ থাকবেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, আসানসোলের লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যসভার নির্বাচিত সাংসদ সাগরিকা ঘোষ, রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ এবং আরও অনেকে ৷

এবার ব্রিগেড তাৎপর্যপূর্ণভাবে আপাদমস্তক থাকছে কর্পোরেট ধাঁচে মোড়া। মঞ্চের ব্যাকড্রপে থাকছে এলইডি ডিসপ্লে বোর্ড ৷ মিডিয়া জোনে থাকবে তৃণমূলের নিজস্ব ওয়াই-ফাই ব্যবস্থা ৷ কর্পোরেট ধাঁচে সময় বেঁধে কে কখন আসবেন, তাঁর বসার জায়গা কোথায়, সবটাই নির্ধারিত হয়ে গিয়েছে ৷ সংবাদমাধ্যম থেকে শুরু করে দলীয় সাংসদ, বিধায়ক সবাইকে ক্যামাক স্ট্রিট থেকে পাশ সংগ্রহ করে নিজের আসন সংরক্ষণ করতে হয়েছে ৷ শনিবার বিকেল থেকেই ইকোপার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইনডোর এবং উত্তীর্ণতে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে শুরু করে ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  2. ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার
  3. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.