ETV Bharat / state

তৃণমূলের মহিলা বিধায়ককে প্রাণনাশের হুমকি দলের নেতার! 'মাল' বলে সম্বোধন - TMC MLA THREATING BY TMC LEADER

প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের মহিলা বিধায়ককে প্রাণনাশের হুমকি দিলেন দলেরই নেতা। করলেন 'মাল' বলে সম্বোধনও।

TMC MLA THREATING BY TMC LEADER
তৃণমূলের মহিলা বিধায়ককে হুমকি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2024, 10:05 PM IST

স্বরূপনগর, 21 অক্টোবর: বিজয়া সম্মিলনী থেকে নাম না করে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলকে হুমকি দিলেন দলেরই নেতা আব্দুল ওহাব মণ্ডল। শুধু হুমকি দেওয়াই নয়, শাসকদলের এই মহিলা বিধায়কের উদ্দেশে 'অশালীন' মন্তব্যও করতে শোনা গিয়েছে তাঁকে। ভরা মঞ্চে দাঁড়িয়ে মহিলা বিধায়ককে 'মাল' বলে সম্বোধনও করেন এই তৃণমূল নেতা। বিধায়কের অবশ্য দাবি আব্দুল ওহাব মণ্ডলকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে।

তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল বলেন, "আমাদের লকআপে যে একবার ঢুকবে সে আর কোনও দিন পৃথিবীর আলো দেখতে পারবে না।" তাঁর এই মন্তব্য এবং হুমকির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে স্বরূপনগর বিধানসভা এলাকায়। পাল্টা জবাব দিতে গিয়ে বিধায়ক আব্দুল ওহাব মণ্ডলের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বের নজরে বিষয়টি এনেছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে বহিষ্কৃত ওই তৃণমূল নেতা কীভাবে বিজয়া সম্মেলনীর কর্মসূচিতে ডাক পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন শাসকদলের এই বিধায়ক। বিজেপি নেতৃত্ব অবশ্য এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবিরকে।

তৃণমূলের মহিলা বিধায়ককে হুমকি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার স্বরূপনগরের পালকি হাইস্কুল মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়ছিল তৃণমূলের তরফে। সেই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীও। একঝাঁক নেতৃত্বের সামনেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল বলেন, "স্বরূপনগরের তিনবারের বিধায়ক বীণা মণ্ডল এখন থেকেই প্রচার করতে শুরু করেছেন, 2026 সালের নির্বাচনে তিনিই আবার নাকি প্রার্থী হবেন এখান থেকে। কিছুদিন আগে শোনা গিয়েছিল লোকসভা ভোট মিটে গেলেই মন্ত্রী হতে চলেছেন বিধায়ক বীণা মণ্ডল। যখন মন্ত্রী হতে পারলেন না তিনি, তখন প্রচার করছেন 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন !"

এরপরই বিজ্ঞাপনের উদাহরণ টেনে বিধায়কের উদ্দেশে অশালীন মন্তব্য করেন তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল। তাঁর কথায়, "একটা বিষয় সবসময় জানবেন, মাল ভালো হলে তার বিজ্ঞাপন দিতে হয় না। কিন্তু, যে মাল খারাপ তার বিজ্ঞাপন বেশি করে দিতে হয়। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিরোধিতা যিনি করছেন তিনি সবসময় মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছেন।" এখানেই ক্ষান্ত থাকেননি ওই তৃণমূল নেতা। বিষয়টির ব‍্যাখা দিতে গিয়ে রীতিমতো হুমকির সুর শোনা গিয়েছে আব্দুল ওহাব মণ্ডলের গলায়। তিনি বলেন, "থানায় একটা লকআপ আছে। যখন জেলে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আর সে পৃথিবীর আলো দেখতে পায় না। পৃথিবীর আলো তখনই সে দেখতে পাবে যখন সে জেল থেকে ছাড়া পাবে। তাই, বলছি আমরা যাঁকে একবার ধরব সে লকআপে ঢুকে গেলে আর কিন্তু পৃথিবীর আলো দেখতে পাবে না ৷"

এদিকে, তফসিলি সম্প্রদায়ের একজন মহিলা বিধায়ককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনা ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেও।বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল।

স্বরূপনগর, 21 অক্টোবর: বিজয়া সম্মিলনী থেকে নাম না করে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলকে হুমকি দিলেন দলেরই নেতা আব্দুল ওহাব মণ্ডল। শুধু হুমকি দেওয়াই নয়, শাসকদলের এই মহিলা বিধায়কের উদ্দেশে 'অশালীন' মন্তব্যও করতে শোনা গিয়েছে তাঁকে। ভরা মঞ্চে দাঁড়িয়ে মহিলা বিধায়ককে 'মাল' বলে সম্বোধনও করেন এই তৃণমূল নেতা। বিধায়কের অবশ্য দাবি আব্দুল ওহাব মণ্ডলকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে।

তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল বলেন, "আমাদের লকআপে যে একবার ঢুকবে সে আর কোনও দিন পৃথিবীর আলো দেখতে পারবে না।" তাঁর এই মন্তব্য এবং হুমকির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে স্বরূপনগর বিধানসভা এলাকায়। পাল্টা জবাব দিতে গিয়ে বিধায়ক আব্দুল ওহাব মণ্ডলের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বের নজরে বিষয়টি এনেছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে বহিষ্কৃত ওই তৃণমূল নেতা কীভাবে বিজয়া সম্মেলনীর কর্মসূচিতে ডাক পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন শাসকদলের এই বিধায়ক। বিজেপি নেতৃত্ব অবশ্য এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবিরকে।

তৃণমূলের মহিলা বিধায়ককে হুমকি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার স্বরূপনগরের পালকি হাইস্কুল মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়ছিল তৃণমূলের তরফে। সেই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীও। একঝাঁক নেতৃত্বের সামনেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল বলেন, "স্বরূপনগরের তিনবারের বিধায়ক বীণা মণ্ডল এখন থেকেই প্রচার করতে শুরু করেছেন, 2026 সালের নির্বাচনে তিনিই আবার নাকি প্রার্থী হবেন এখান থেকে। কিছুদিন আগে শোনা গিয়েছিল লোকসভা ভোট মিটে গেলেই মন্ত্রী হতে চলেছেন বিধায়ক বীণা মণ্ডল। যখন মন্ত্রী হতে পারলেন না তিনি, তখন প্রচার করছেন 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন !"

এরপরই বিজ্ঞাপনের উদাহরণ টেনে বিধায়কের উদ্দেশে অশালীন মন্তব্য করেন তৃণমূল নেতা আব্দুল ওহাব মণ্ডল। তাঁর কথায়, "একটা বিষয় সবসময় জানবেন, মাল ভালো হলে তার বিজ্ঞাপন দিতে হয় না। কিন্তু, যে মাল খারাপ তার বিজ্ঞাপন বেশি করে দিতে হয়। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিরোধিতা যিনি করছেন তিনি সবসময় মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছেন।" এখানেই ক্ষান্ত থাকেননি ওই তৃণমূল নেতা। বিষয়টির ব‍্যাখা দিতে গিয়ে রীতিমতো হুমকির সুর শোনা গিয়েছে আব্দুল ওহাব মণ্ডলের গলায়। তিনি বলেন, "থানায় একটা লকআপ আছে। যখন জেলে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আর সে পৃথিবীর আলো দেখতে পায় না। পৃথিবীর আলো তখনই সে দেখতে পাবে যখন সে জেল থেকে ছাড়া পাবে। তাই, বলছি আমরা যাঁকে একবার ধরব সে লকআপে ঢুকে গেলে আর কিন্তু পৃথিবীর আলো দেখতে পাবে না ৷"

এদিকে, তফসিলি সম্প্রদায়ের একজন মহিলা বিধায়ককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনা ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেও।বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.