ETV Bharat / state

শুভেন্দুকে অকথ্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Suvendu Adhikari: বিধানসভার বিরোধী দলনেতাকে 'রাস্তার কুকুর' বলে তীব্র আক্রমণ তৃণমূল নেতার ৷ যার জেরে নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণের আর্জি শুভেন্দু অধিকারীর ৷ বুধবার তৃণমূল নেতার ওই ভিডিয়ো শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করছেন ৷ যদিও বিজেপি নেতার শেয়ার করা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 5:27 PM IST

Updated : Mar 27, 2024, 7:21 PM IST

কলকাতা, 27 মার্চ: এ রাজ্যের বিরোধী দলনেতা নাকি রাস্তার কুকুর ৷ এমনই আরও অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন সাতগাছিয়া-বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ৷ বুধবার শুভেন্দু অধিকারী এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশেনের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ সেইসঙ্গে তিনি আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য নির্বাচনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন ৷

এদিন ভিডিয়োটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র ৷ পরের সংযোজন, "ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নং ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা 'ভাইপো'-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কীভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।"

তিনি আরও লিখেছেন, "ভোট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণ বিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। কিন্তু তোলামুল কোম্পানির এই সব নেতাদের মুখ থেকে নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরণ বিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিয়ো ক্লিপ প্রমাণ স্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের এই বিষয়গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।" লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে পারদ চড়ছে ৷ আর সেখানেই একে অপরকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করছেন প্রার্থীরা ৷

আরও পড়ুন:

  1. ফেমা মামলায় বৃহস্পতিতে মহুয়াকে দিল্লিতে তলব করল ইডি
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. কলকাতা উত্তরে সিপিএম নেতারা সমঝোতার পথে হাত ধরলেও ক্ষুব্ধ কর্মীদের একাংশ

কলকাতা, 27 মার্চ: এ রাজ্যের বিরোধী দলনেতা নাকি রাস্তার কুকুর ৷ এমনই আরও অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন সাতগাছিয়া-বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ৷ বুধবার শুভেন্দু অধিকারী এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশেনের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ সেইসঙ্গে তিনি আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য নির্বাচনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন ৷

এদিন ভিডিয়োটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র ৷ পরের সংযোজন, "ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নং ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা 'ভাইপো'-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কীভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।"

তিনি আরও লিখেছেন, "ভোট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণ বিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। কিন্তু তোলামুল কোম্পানির এই সব নেতাদের মুখ থেকে নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরণ বিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিয়ো ক্লিপ প্রমাণ স্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের এই বিষয়গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।" লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে পারদ চড়ছে ৷ আর সেখানেই একে অপরকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করছেন প্রার্থীরা ৷

আরও পড়ুন:

  1. ফেমা মামলায় বৃহস্পতিতে মহুয়াকে দিল্লিতে তলব করল ইডি
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. কলকাতা উত্তরে সিপিএম নেতারা সমঝোতার পথে হাত ধরলেও ক্ষুব্ধ কর্মীদের একাংশ
Last Updated : Mar 27, 2024, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.