কলকাতা, 2 মার্চ: সোশাল মিডিয়ায় বিস্ফোরক কুণাল ঘোষ ৷ শুক্রবারের পর শনিবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে সরাসরি দলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আর্জি জানালেন ৷ আর সদ্য প্রাক্তন তৃণমূল মুখপাত্র এই পোস্টটি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই ও ইডিকে ট্যাগ করেছেন ৷
কী লিখেছেন কুণাল ? তৃণমূল নেতা লিখেছেন, "সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাঁর হয়ে ভুবনেশ্বরের এইমসের বিল কে দিয়েছে, তা অবশ্যই তদন্ত করে দেখা হোক ৷ তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে একটা বিপুল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল নাকি তাঁর হয়ে হাসপাতালে দেওয়া হয়েছিল ? এর তদন্ত হওয়া উচিত ৷ আর এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকতে পারেন তিনি ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের গ্রেফতার করে আরও তদন্ত করা হোক ৷ আর যদি এজেন্সিগুলি এই তদন্ত এড়িয়ে যেতে চায়, তাহলে আমি এলডি আদালতের দ্বারস্থ হব ৷ এই বিষয়ে তদন্তের আবেদন জানাব ৷"
গতকালই দলীয় পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে অবস্থান স্পষ্ট করেন কুণাল ঘোষ ৷ এই ব্যাপারে তাঁর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাফ জানিয়ে দেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে সোশাল মিডিয়ায় তাঁর রাজনৈতিক পদ সরিয়ে নেন কুণাল ঘোষ । তখন থেকেই দলের অন্দরে তাঁর এই অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল । কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না-খোলায় বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না ।
শেষে কুণাল ঘোষ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিলেন যে, দলে থাকলেও এই মুহূর্ত থেকে আর দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের দায়িত্ব তিনি পালন করতে পারছেন না । দলে থাকছেন তিনি । তবে কোনও পদে থাকছেন না । এখানেই শেষ নয়, তাঁকে দেওয়া সরকারি নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন তিনি ।
আরও পড়ুন:
2. রাজনৈতিক পরিচয় ছেঁটে ফেললেন 'অভিমানী' কুণাল, নীরব তৃণমূল