কলকাতা, 18 জুলাই: বরাবরই 21 জুলাইয়ের মঞ্চ যোগদানের জন্য একটা বৃহৎ জায়গা হিসেবে উঠে আসে। রাজ্যে যখন 21 জুলাই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তখন সকলেই জানতে চাইছে, এবার একুশে জুলাইয়ের মঞ্চে সবচেয়ে বড় চমকটা কী! সম্ভবত এরই জবাব দিয়ে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। আর তাতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সদ্য লোকসভা নির্বাচনে ভালো ফল করে 29টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। এর মাঝেই কুণাল ঘোষ ইঙ্গিত দিয়েছেন এবার একুশের মঞ্চে তৃণমূলের ঝান্ডা ধরতে চাইছেন আরও দুই জয়ী বিজেপি সাংসদ। কিন্তু নাম খোলসা করেননি তিনি। আদৌ তাঁরা একুশের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেবেন কি না, তা স্পষ্ট করেননি কুণাল।
কুণাল ঘোষের কথায়, "বিজেপির থেকে দু'জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন, এবং 21 জুলাই তাঁরা আসার ইচ্ছেপ্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করছেন তাঁরা সাংসদ। এরপরই কুণাল ঘোষ বলেন, "এদের যোগদানের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সবে নির্বাচন হয়েছে। তাই সরাসরি এলে দলত্যাগ বিরোধী আইনে কী হতে পারে, সেগুলি না-দেখে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না। তবে সেই দু'জনকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না-হওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে ৷"
একইসঙ্গে একাধিক বিধায়কও যে তৃণমূলে যোগদান করতে চান, সেটাও জানিয়েছেন কুণাল ঘোষ। তবে তাঁদের যোগদান নিয়েও শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। একুশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে শাসকদলের নাম লেখানো কোনও নতুন বিষয় নয়। কিন্তু সবে নির্বাচন হয়েছে, এরপরেই বিরোধী কোনও সাংসদ তৃণমূল কংগ্রেসে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নাম লেখাবে, এমটা আশ্চর্যের বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কিন্তু রাজনীতিতে কিছুই অসম্ভব নয় ৷ ফলে 21 জুলাই কী ঘটে, সেদিকে নজর থাকবে সকলের। তবে বিজেপির তরফ থেকে কুণাল ঘোষের এই দাবিকে চাপ তৈরির খেলা বলা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগে 21 জুলাই হোক তারপর এনিয়ে ভাবা যাবে। এর থেকে বোঝাই যাচ্ছে তিনি এই বিষয়টিকে সেভাবে আমল দিতে নারাজ।