কলকাতা, 23 অগস্ট: আরজি কর কাণ্ডে কেউ পথে নেমে, কেউ আবার সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন। বিরোধী দলগুলিও প্রতিবাদ করতে গিয়ে সরকারি প্রকল্পগুলিকে রীতিমতো কটাক্ষ করছে সোশাল মিডিয়ায় ৷ রাজ্যের তৃণমূল সরকারকে এই ঘটনায় সেই প্রথম থেকেই কোণঠাসা হতে হচ্ছে। এবার পালটা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল? তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্টে এমনটাই ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকেই ৷ এনিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, "ফেসবুকে বিকৃত বিপ্লবী না-সেজে ফেরত দিন লক্ষ্মীর ভাণ্ডার ৷"
শুক্রবার কুণাল এক্সে পোস্ট করে আরও লেখেন, "যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত দেওয়ার কাউন্টার থাকুক।" সোশাল মিডিয়ায় আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা যাঁরা করছেন, তাঁদের কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, "ফেসবুকে বিকৃত বিপ্লবী না-সেজে, ফেরত ফর্ম ফিল-আপ করুন। আমরাও আরজি কর দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।"
তাঁর আরও সংযোজন, "আরজি কর আমরাও ন্যায়বিচার চাই। ফাঁসি চাই। তবে 1) পরের পর ফেক নিউজ ছাড়া হচ্ছে। সচেতন থাকুন। 2) একাংশ টেলিভিশেন চ্যানেল একপেশে এবং বিকৃত প্রচার করছে। 3) কিছু দল শকুনের মতো কু-রাজনীতিতে নেমে অরাজকতা চাইছে। 4) রাজ্যের অতীত এবং দেশের ঘটনাগুলো দয়া করে মনে রাখুন। 5) বিচারের দাবি থাকুক, প্ররোচনা নয়।"
আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ ৷ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী ও বুদ্ধিজীবীরা ৷ রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। 14 দিন ধরে সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং সুবিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথা উঠেছে নানা মাধ্যমে ৷ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবিও তুলেছে বিরোধী দলগুলো ৷ এমনই আবহে কটাক্ষ করলেন কুণাল ।