ETV Bharat / state

সোনারপুরে তৃণমূল নেতার তালিবানি শাসন! সালিশিতে মহিলাদের পায়ে শিকল বাঁধার অভিযোগ - TMC Leader Kangaroo Court - TMC LEADER KANGAROO COURT

TMC Leader Kangaroo Court in Sonarpur: বাড়িতে সালিশি সভা ডেকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সোনারপুরের তৃণমূল নেতা জামাল সরদারের বিরুদ্ধে ৷ অভিযোগ, বিচারের নামে মহিলাদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তিনি ৷ এই ঘটনার অভিযোগ পেয়ে এদিন সোনারপুরে ওই এলাকায় যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ৷

ETV BHARAT
অভিযুক্ত তৃণমূল নেতা জামাল সরদার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 10:47 PM IST

সোনারপুর, 16 জুলাই: সন্দেশখালি, চোপড়া, আড়িয়াদহের পর এবার সোনারপুর ৷ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ৷ পারিবারিক অশান্তি হোক বা জমি নিয়ে বচসা ৷ বাড়িতে সালিশি সভা ডেকে বিচার করেন অভিযুক্ত জামালউদ্দিন সরদার ওরফে জামাল ৷ তবে, আরও গুরুতর অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে ৷ বাড়িতে বিচারের নামে মহিলাদের শিকল দিয়ে বেঁধে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে ৷ এর জন্য বিভিন্ন জায়গায় শিকল ও হুকের ব্যবস্থাও করেছেন এই তৃণমূল নেতা ৷

সোনারপুরে তৃণমূল নেতার তালিবানি শাসন (ইটিভি ভারত)

ঘটনাটি সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর থানার প্রতাপগড় এলাকার ৷ বিষয়টি প্রকাশ্যে আসে গত 8 জুলাইয়ের একটি ঘটনার পর ৷ অভিযোগ স্থানীয় একটি পারিবারিক অশান্তির ঘটনায় মীমাংসার নামে নিজের বাড়িতে সালিশি সভা বসায় জামাল ৷ এরপর সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত ওই বাড়ির এক মহিলাকে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন তিনি ৷ সঙ্গে ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনার পর মহিলা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জামাল সরদারের নামে ৷

কিন্তু, সোনারপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও এখানে প্রশ্ন উঠছে ৷ এদিন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল ঘটনার খবর পেয়ে সেখানে যান ৷ তিনি অভিযোগ করেছেন, জামাল সরদার দাবি করেন, সোনারপুর থানা থেকে তাঁকে পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত মামলার মীমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যদিও, এনিয়ে সোনাপুর থানার তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

অগ্নিমিত্রা পল প্রশ্ন তুলেছেন, 8 থেকে 16 তারিখ হয়ে গেলেও, কেন পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও ব্যবস্থা নিল না ? তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা ৷ এই জামালের বিরুদ্ধে অবশ্য শুধু অত্যাচার নয়, গ্রামবাসীদের জমি জবর দখলের অভিযোগও রয়েছে ৷ অভিযোগ উঠেছে, একাধিক গ্রামবাসীর জমি দখল করে রেখেছেন এই তৃণমূল নেতা ৷ সেই জমি ফেরত চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ ৷

এনিয়ে অগ্নিমিত্রা পল দাবি করেছেন, বিএলআরও অফিসে কম্পিউটারে থাকা বিভিন্ন জমির আসল মালিকের নাম বদলে দেওয়া হয়েছে ৷ আর এসব হয়েছে জামাল সরদারের নির্দেশ ৷ যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন জামাল ৷ তাঁর দাবি, 8 জুলাই তিনি কোনও বিচার সভা বসাননি ৷ তাঁর এক আত্মীয় পারিবারিক সমস্যা নিয়ে এসেছিলেন ৷ সেখানে মহিলার ছেলে এবং পরিবারের বাকি সদস্যরাও ছিলেন ৷ সকলের সামনে কথা হয়েছিল ৷ কিন্তু, মারধর বা শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ নাকি মিথ্যে ৷

আর বাড়িতে শিকল ও তার হুকের ব্যবস্থা রাখার বিষয় নিয়ে জামালের দাবি, তাঁর ঘোড়া রয়েছে ৷ সেই ঘোড়াকে বাঁধার জন্য শিকল ও হুক রয়েছে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে সবই অপপ্রচার বলে দাবি করেছেন জামাল সরদার ৷ এনিয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুনদ্ধতী ওরফে লাভলী মৈত্রকে জিজ্ঞাসা করা হলে, জামাল সরদার তৃণমূলের কেউ নন বলে দাবি করেন তিনি ৷

সোনারপুর, 16 জুলাই: সন্দেশখালি, চোপড়া, আড়িয়াদহের পর এবার সোনারপুর ৷ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ৷ পারিবারিক অশান্তি হোক বা জমি নিয়ে বচসা ৷ বাড়িতে সালিশি সভা ডেকে বিচার করেন অভিযুক্ত জামালউদ্দিন সরদার ওরফে জামাল ৷ তবে, আরও গুরুতর অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে ৷ বাড়িতে বিচারের নামে মহিলাদের শিকল দিয়ে বেঁধে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে ৷ এর জন্য বিভিন্ন জায়গায় শিকল ও হুকের ব্যবস্থাও করেছেন এই তৃণমূল নেতা ৷

সোনারপুরে তৃণমূল নেতার তালিবানি শাসন (ইটিভি ভারত)

ঘটনাটি সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর থানার প্রতাপগড় এলাকার ৷ বিষয়টি প্রকাশ্যে আসে গত 8 জুলাইয়ের একটি ঘটনার পর ৷ অভিযোগ স্থানীয় একটি পারিবারিক অশান্তির ঘটনায় মীমাংসার নামে নিজের বাড়িতে সালিশি সভা বসায় জামাল ৷ এরপর সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত ওই বাড়ির এক মহিলাকে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন তিনি ৷ সঙ্গে ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনার পর মহিলা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জামাল সরদারের নামে ৷

কিন্তু, সোনারপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও এখানে প্রশ্ন উঠছে ৷ এদিন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল ঘটনার খবর পেয়ে সেখানে যান ৷ তিনি অভিযোগ করেছেন, জামাল সরদার দাবি করেন, সোনারপুর থানা থেকে তাঁকে পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত মামলার মীমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যদিও, এনিয়ে সোনাপুর থানার তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

অগ্নিমিত্রা পল প্রশ্ন তুলেছেন, 8 থেকে 16 তারিখ হয়ে গেলেও, কেন পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও ব্যবস্থা নিল না ? তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা ৷ এই জামালের বিরুদ্ধে অবশ্য শুধু অত্যাচার নয়, গ্রামবাসীদের জমি জবর দখলের অভিযোগও রয়েছে ৷ অভিযোগ উঠেছে, একাধিক গ্রামবাসীর জমি দখল করে রেখেছেন এই তৃণমূল নেতা ৷ সেই জমি ফেরত চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ ৷

এনিয়ে অগ্নিমিত্রা পল দাবি করেছেন, বিএলআরও অফিসে কম্পিউটারে থাকা বিভিন্ন জমির আসল মালিকের নাম বদলে দেওয়া হয়েছে ৷ আর এসব হয়েছে জামাল সরদারের নির্দেশ ৷ যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন জামাল ৷ তাঁর দাবি, 8 জুলাই তিনি কোনও বিচার সভা বসাননি ৷ তাঁর এক আত্মীয় পারিবারিক সমস্যা নিয়ে এসেছিলেন ৷ সেখানে মহিলার ছেলে এবং পরিবারের বাকি সদস্যরাও ছিলেন ৷ সকলের সামনে কথা হয়েছিল ৷ কিন্তু, মারধর বা শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ নাকি মিথ্যে ৷

আর বাড়িতে শিকল ও তার হুকের ব্যবস্থা রাখার বিষয় নিয়ে জামালের দাবি, তাঁর ঘোড়া রয়েছে ৷ সেই ঘোড়াকে বাঁধার জন্য শিকল ও হুক রয়েছে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে সবই অপপ্রচার বলে দাবি করেছেন জামাল সরদার ৷ এনিয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুনদ্ধতী ওরফে লাভলী মৈত্রকে জিজ্ঞাসা করা হলে, জামাল সরদার তৃণমূলের কেউ নন বলে দাবি করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.