কলকাতা, 16 জুন: কলকাতা দক্ষিণ আসেন ফের জয় এসেছে ঘাস ফুল শিবিরে ৷ ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। আর সেই কেন্দ্রে দাঁড়িয়েই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
কলকাতার দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের জন সমর্থন বেড়েছে ৷ রবিবার 82 নম্বর ওয়ার্ডে জনগণকে অভিনন্দন জানাতে পৌঁছে যান ফিরহাদ হাকিম। সেখানেই ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গে বিজেপিকে পালটা তোপ দাগেন ফিরহাদ। রাজ্যের মন্ত্রীর কথায়, "কাকার ছেলে, জ্যাঠার ছেলের ঝামেলাকে ভোট পরবর্তী সন্ত্রাস বলে চালাতে চাইছে বিজেপি।" রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 'সন্ত্রাস মাস্টার' বলেও কটাক্ষ করেন ফিরহাদ।
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ফের বাংলায় উড়েছে সবুজ আবির। ভোট পর্ব ছিল মোটের উপর শান্তিপূর্ণ তবে ভোট পরবর্তী সময়ে শাদকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগে সরব বিজেপি-সহ প্রায় সবক'টি বিরোধীদল। বিজেপির বহু কর্মী ঘরছাড়া। তাদের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। এদিন রাজ্যে পা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম-এর সদস্যরাও। যার অন্যতম সদস্য হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, "ভোট পরবর্তী কোনও সন্ত্রাস রাজ্যে হয়নি। এটা সংবাদমাধ্যমে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ ৷ তারা এসব বলছে আর সংবাদমাধ্যম দেখাচ্ছে ৷ দিল্লির নেতারা দেখছে। এঁরা তো বলতে পারছে না যে, নিজেদের অপদার্থ মানুষ এদের সমর্থন করেনি। পায়ের তলায় মাটি নেই। যে সমস্ত ঝামেলার কথা বলছে সব কাকার ছেলের সঙ্গে জ্যাঠার ছেলের ঝামেলার মতো। সারা বছর কিছু কিছু জায়গায় হয়। পুলিশ এসব খুব স্বাভাবিকভাবেই সামাল দেয়।"
অন্যদিকে, বিল্পব দেব প্রসঙ্গে তাঁর বক্তব্য, "সন্ত্রাসের মাস্টার। আপনারা জানেন, ত্রিপুরায় কীভাবে সন্ত্রাস করেছেন উনি ৷ কীভাবে বিরোধীদের ভোট দিতে দেয়নি, মনোনয়ন জমা দিতে দেয়নি। কীভাবে আমাদের কর্মীদের উপর নৃশংস আক্রমণ চালিয়েছিল। সে আবার সন্ত্রাসের কথা কোথা থেকে বলবে ?"