ETV Bharat / state

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম

Arabul Islam Arrested: গ্রেফতার হলেন শাসকদলের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম ৷ তোলাবাজির ঘটনায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ ৷

Arabul Islam Arrested
আরাবুল ইসলাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 7:44 PM IST

Updated : Feb 8, 2024, 8:49 PM IST

ভাঙড়, 8 ফেব্রুয়ারি: এলাকায় তোলাবাজির ঘটনায় অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম ৷ বৃহস্পতিবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি ৷ কলকাতা পুলিশের আওতাধীন উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় থেকে তাঁকে গ্রেফতার করেছে বলে খবর ৷

অপরাধ বন্ধ করতে ভাঙড়ের বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের আওতাধীন করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল উত্তর কাশীপুর থানা। সম্প্রতি ওই এলাকারই এক বাসিন্দা আবাবুল ইসালামের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ৷ আরাবুল ইসলামকে গ্রেফতার এই প্রথম নয় ৷ এর আগেও শাসকদলের এই নেতাকে একাধিকবার গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। আরাবুল বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ মারধর এবং টাকা পয়সা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

তবে এখনই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি নন ৷ লালবাজার সূত্রে খবর, আরাবুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের বেশ কয়েকটি থানা আসার পরেই সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিরোধীরা দাবি করেছিল, আরাবুল ইসলাম-কাইজার আহমেদের মতো তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতারা রয়েছে এবং তাদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে তোলাবাজি ও সমাজবিরোধী কাজের ৷ এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দেয় ভাঙড়ের বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের অধীন করতে। তারপরই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করা হয়েছে ৷

ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় তোলাবাজির ঘটনায় একাধিকবার নাম জড়িয়েছে তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের ৷ পঞ্চায়েত ভোটের সময়ও এলাকায়া বোমাবাজি থেকে শুরু করে হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল এই নেতার ৷ এমনকী পঞ্চায়েত ভোটে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতির হানাহানিরও ঘটনা ঘটে ৷ মৃত্যু হয় একাধিক আইএসএফ কর্মীর ৷ ঘটনায় আরাবুলের নাম জড়ায় ৷

আরও পড়ুন:

  1. ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, প্রয়োজনে ভাঙতে তৈরি আরাবুল
  2. ভাঙড়ে ক্ষমতা ধরে রাখলেন আরাবুল ইসলাম, নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে
  3. ভাঙড়ে এলেন নওশাদ, কর্মীদের পাশে থাকার বার্তা

ভাঙড়, 8 ফেব্রুয়ারি: এলাকায় তোলাবাজির ঘটনায় অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম ৷ বৃহস্পতিবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি ৷ কলকাতা পুলিশের আওতাধীন উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় থেকে তাঁকে গ্রেফতার করেছে বলে খবর ৷

অপরাধ বন্ধ করতে ভাঙড়ের বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের আওতাধীন করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল উত্তর কাশীপুর থানা। সম্প্রতি ওই এলাকারই এক বাসিন্দা আবাবুল ইসালামের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ৷ আরাবুল ইসলামকে গ্রেফতার এই প্রথম নয় ৷ এর আগেও শাসকদলের এই নেতাকে একাধিকবার গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। আরাবুল বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ মারধর এবং টাকা পয়সা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

তবে এখনই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি নন ৷ লালবাজার সূত্রে খবর, আরাবুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের বেশ কয়েকটি থানা আসার পরেই সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিরোধীরা দাবি করেছিল, আরাবুল ইসলাম-কাইজার আহমেদের মতো তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতারা রয়েছে এবং তাদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে তোলাবাজি ও সমাজবিরোধী কাজের ৷ এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দেয় ভাঙড়ের বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের অধীন করতে। তারপরই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করা হয়েছে ৷

ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় তোলাবাজির ঘটনায় একাধিকবার নাম জড়িয়েছে তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের ৷ পঞ্চায়েত ভোটের সময়ও এলাকায়া বোমাবাজি থেকে শুরু করে হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল এই নেতার ৷ এমনকী পঞ্চায়েত ভোটে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতির হানাহানিরও ঘটনা ঘটে ৷ মৃত্যু হয় একাধিক আইএসএফ কর্মীর ৷ ঘটনায় আরাবুলের নাম জড়ায় ৷

আরও পড়ুন:

  1. ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, প্রয়োজনে ভাঙতে তৈরি আরাবুল
  2. ভাঙড়ে ক্ষমতা ধরে রাখলেন আরাবুল ইসলাম, নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে
  3. ভাঙড়ে এলেন নওশাদ, কর্মীদের পাশে থাকার বার্তা
Last Updated : Feb 8, 2024, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.