ক্যানিং, 13 জুন: লোকসভা নির্বাচনের ফলাফলের ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠছে। অভিযোগ প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসকদলের দুষ্কৃতীদের হাতে। কিন্তু দক্ষিণ 24 পরগনা চিত্রটা যেন অন্যরকম ৷ এবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল (43)। তিনি ক্যানিংয়ে তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক।
নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা । পরিবারের দাবি, গতকাল, বুধবার সকাল সাড়ে 11টা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে খবর আসে, বাড়ি থেকে 100 মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়েছিল বাইক। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মদ খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ।
- পাণ্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত প্রধান-যুব সভাপতির বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, "পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে, অত্যন্ত কর্মঠ ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই খুনের সঙ্গে যাঁরা জড়িত রয়েছে, তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় তেমনটাই পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি । মৃতদেহের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে ।"