ETV Bharat / state

কলকাতা উত্তর দখলে শাসক-কাঁটা 20 ওর্য়াড, চাপ কাটাতে উদ্যোগী জোড়াফুল শিবির - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 9:48 PM IST

Sudip Bandyopadhyay
সুদীপ বন্দ্যোপাধ্যায়। (Etv Bharat)

kolkata North Lok Sabha Constituency: কলকাতা উত্তর থেকে আবারও সংসদে যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ফারাক গড়ে দিতে পারে কলকাতার 20টি ওয়ার্ড

কলকাতা, 7 মে: একদিকে 26, অন্যদিকে 20। কলকাতার দুই প্রান্তে এই দুই সংখ্যা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল 20টি ওর্য়াডে । দক্ষিণ কলকাতায় লিড ছিল 26টি ওর্য়াডে । তবে কর্পোরেশন নির্বাচন সব হিসেব উলটে দিয়েছে। কলকাতাজুড়ে সবুজ ঝড় বয়েছে। বিধানসভা নির্বাচনেও সেই ধারা অব্যাহত ছিল। তবে ক্ষত একটা রয়েই গিয়েছে শাসক-শিবিরে। আর লোকসভা ভোটে সেটাই তৃণমূলের মাথা ব্যথার মূল কারণ হয়ে দেখা দিয়েছে। প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও চাপ যে আছে তাতে সংশয় নেই। পাশাপাশি, চাপ কাটাতে উদ্যোগও নিচ্ছে জোড়াফুল শিবির।

গত নির্বাচনে দক্ষিণ কলকাতায় দেড় লাখ ভোট জেতেন তৃণমূল প্রার্থী মালা রায়। তবে তাতেও 26টি ওয়ার্ডে ফুটেছিল পদ্মফুল। একইভাবে কলকাতা উত্তর কেন্দ্রে 1 লাখ 27 হাজার ভোট জিতেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু 20 টি ওয়ার্ড ঘাসফুল পরাজিত হয়েছিল পদ্মের কাছে। এবার দক্ষিণ কলকাতায় 26 ওয়ার্ড ফের হারানো ভোট ব্যাঙ্ক ফিরে পেতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। তবে উত্তর কলকাতার ছবি অন্য কথা বলছে। বর্তমান কলকাতা উত্তরের পরিস্থিতি তৃণমূলের কাছে 'সুখকর' নয় বলে মনে করেছে দলেরই একটি অংশ।

তৃণমূল সূত্রে খবর, দলের ভিতরে যে চোরা স্রোত ছিল তার অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে এই কেন্দ্রে। অনেকেই বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। মাথা ব্যাথা এতটাই যে মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের নেতাদের কাউন্সিলরদের নিয়ে একটি পাঁচতারা হোটেলে গোপন বৈঠক পর্যন্ত করতে হয়েছে। তাঁদের বলা হয়েছে, ময়দানে নামতে হবে। প্রচার করে দলের ভোট বাড়াতে হবে। একইসঙ্গে অন্তর্ঘাত যাতে কোনওভাবেই না হয় সেদিকে দল নজর রাখছে।

এই প্রসঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "গত লোকসভার ফল যা হয়েছিল ভুলে যান। শেষ পৌর নির্বাচনে আমরা কলকাতার 134টি ওয়ার্ডে জিতেছি। সেই প্রত্যেকটি ওয়ার্ড ধরে রাখার চেষ্টা করব এই ভোটে। মেয়র বলেই দিয়েছেন কাউন্সিলরদের তাদের ওয়ার্ড থেকে দলকে জেতাতে হবে।"

কোথায় কোথায় এগিয়ে ছিল বিজেপি?

গত 2019 লোকসভার ফলাফলের বিচারে কলকাতা উত্তরে 60টির মধ্যে 20টি ওয়ার্ডে বিজেপি লিড পায়। বেলেঘাটা বিধানসভার কোনও ওয়ার্ডে লিড ছিল না বিজেপির। সেখানে সব কটি আসনে যেতে তৃণমূল। শ্যামপুকুর বিধানসভার 5 ওয়ার্ড গেরুয়া দখলে যায়। সেগুলি হল-18, 20, 21, 24, 26 নম্বর ওয়ার্ড। এন্টালি বিধানসভার 58 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। চৌরঙ্গী বিধানসভার মধ্যে 45, 47,50, 51 নম্বরে বিজেপি এগিয়ে ছিল। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের 6 নম্বর ওয়ার্ড, জোড়াসাঁকো বিধানসভার 22,23, 25,27, 38, 41, 42 নম্বর ওয়ার্ড এবং মানিকতলা বিধানসভার 13 এবং 31 নম্বর ওয়ার্ড এগিয়েছিল পদ্ম শিবির। দক্ষিণে তৃণমূল হারানো ভোট ফেরার আশা থাকলেও উত্তরে সেই আশা তুলনায় ক্ষীণ।

আরও পড়ন:

  1. তাপস-অস্বস্তি কাটাতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক তৃণমূলের
  2. শহরে তাপপ্রবাহের মধ্যেই বর্ষা মোকাবিলার প্রস্তুতি বৈঠক কলকাতা পৌরনিগমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.