ETV Bharat / state

ভোটের আগে তুলকালাম কাণ্ড! শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া, আহত 6 - TMC Inner Clash

Haroa TMC Inner Clash: বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ায় শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ ৷ বাঁশ, লাঠি এবং রড নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 জন ৷ আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

TMC Inner Clash
শাসকদলের গোষ্ঠ সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 3:14 PM IST

শাসকদলের গোষ্ঠ সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া (ইটিভি ভারত)

হাড়োয়া, 22 মে: বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট হতে আর সপ্তাহ খানিকও বাকি নেই । তার আগেই সেখানে রক্তারক্তি-কাণ্ড! শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা এলাকা। বাঁশ, লাঠি এবং রড নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ হামলার সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । ভোটের মুখে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হাড়োয়ার আটপুকুর এলাকা থেকে দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল বের করেন তৃণমূলের কিছু কর্মী-সমর্থক। অন্যদিকে, ওই একই প্রার্থীর সমর্থনে আরও একটি মিছিল বের করা হয় হাড়োয়ার বিহারী এলাকা থেকে । যেটির আয়োজন করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা (নব্য) । অভিযোগ, দুটি মিছিল মুখোমুখি হতেই উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আদি তৃণমূলের লোকজন নব্য তৃণমূলের লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ । পালটা, নব‍্য তৃণমূলীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায় দু'পক্ষের মধ্যে। লাঠি-বাঁশ-রড নিয়ে তুমুল সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে।

অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকিও দেওয়া হয়েছে । তাতে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনার পর থেকে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই আটপুকুর অঞ্চলে এলাকার দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল আদি ও নব‍্য তৃণমূলীদের মধ্যে। তার জেরেই এই সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে । তবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা,তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পডুন:

  1. পুলিশি বাধা, নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন না সাংসদ
  2. অভিষেকের কর্মসূচির আগেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব হুগলিতে

শাসকদলের গোষ্ঠ সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া (ইটিভি ভারত)

হাড়োয়া, 22 মে: বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট হতে আর সপ্তাহ খানিকও বাকি নেই । তার আগেই সেখানে রক্তারক্তি-কাণ্ড! শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা এলাকা। বাঁশ, লাঠি এবং রড নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ হামলার সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । ভোটের মুখে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হাড়োয়ার আটপুকুর এলাকা থেকে দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল বের করেন তৃণমূলের কিছু কর্মী-সমর্থক। অন্যদিকে, ওই একই প্রার্থীর সমর্থনে আরও একটি মিছিল বের করা হয় হাড়োয়ার বিহারী এলাকা থেকে । যেটির আয়োজন করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা (নব্য) । অভিযোগ, দুটি মিছিল মুখোমুখি হতেই উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আদি তৃণমূলের লোকজন নব্য তৃণমূলের লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ । পালটা, নব‍্য তৃণমূলীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায় দু'পক্ষের মধ্যে। লাঠি-বাঁশ-রড নিয়ে তুমুল সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে।

অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকিও দেওয়া হয়েছে । তাতে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনার পর থেকে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই আটপুকুর অঞ্চলে এলাকার দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল আদি ও নব‍্য তৃণমূলীদের মধ্যে। তার জেরেই এই সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে । তবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা,তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পডুন:

  1. পুলিশি বাধা, নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন না সাংসদ
  2. অভিষেকের কর্মসূচির আগেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব হুগলিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.