ETV Bharat / state

অনুব্রতহীন বীরভূমে নির্বাচনী রণকৌশল ঠিক করতে 'রুদ্ধদ্বার' সভা তৃণমূলের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 3:49 PM IST

TMC Meeting in Birbhum: অনুব্রতর গড়ে বোলপুর আর বীরভূম লোকসভা কেন্দ্রে নজর রয়েছে বিজেপির ৷ অনুব্রতহীন বীরভূমে লোকসভার বৈতরণি পার হতে মরিয়া রাজ্যের শাসকদল ৷ তাই নির্বাচনী রণকৌশল নির্ধারণে শনিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রুদ্ধদ্বার বৈঠক করে তৃণমূল কংগ্রেস ।

TMC Meeting in Birbhum
অনুব্রতহীন বীরভূমে নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিশেষ 'রুদ্ধদ্বার' সভা তৃণমূলের

বোলপুর, 13 এপ্রিল: নির্বাচনী রণকৌশল নির্ধারণে শনিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করে তৃণমূল কংগ্রেস ৷ অনুব্রতহীন বীরভূমে লোকসভার বৈতরণী পার হতে মরিয়া রাজ্যের শাসকদল । সাংগঠনিক নীতি নির্ধারণের জন্য বর্ধিত সভা করে নেতাদের জনসংযোগের বার্তা দেয় তৃণমূলের কোর কমিটি । কারণ, অনুব্রতর গড়ে বোলপুর আর বীরভূম লোকসভা কেন্দ্রে নজর রয়েছে বিজেপিরও ৷

এদিন দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা নির্বাচন কমিটির বর্ধিত সভা ৷ এখানে প্রধান, শাখা কমিটি, ব্লক কমিটি-সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বে থাকা দলীয় নেতাদের ডাকা হয়েছিল ৷ এর উদ্দেশ্য হল, কীভাবে ভোট হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পন্থা সম্পর্কে আঞ্চলিক নেতৃত্বকে অবগত করানো ৷ এটা আমরা করেই থাকি । এখানে বিজেপি কোনও ফ্যাক্টর নয় ।"

গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । তাঁকে ছাড়া এই প্রথম বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটে লড়াই করবে তৃণমূল ৷ তাই স্বাভাবিকভাবেই গড় ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল ৷ যদিও, অনুব্রতহীন বীরভূমে বেশ কিছুটা মাথাচারা দিয়ে উঠেছে বিজেপি যার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল পঞ্চায়েত নির্বাচনের সময়েই ৷ তাই এই দুই লোকসভা আসন ধরে রাখতে দলীয় নেতাদের বিশেষ রণকৌশল তৈরি করতে নির্বাচনী বর্ধিত সভার আয়োজন করে তৃণমূল ৷

বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শাসকদলের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কোর কমিটির পাঁচ সদস্য ৷ এই পাঁচ সদস্যরা হলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কেতুগ্রামে বিধায়ক শাহনাওয়াজ হোসেন, আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল-সহ দলের প্রমুখ নেতৃত্ব ৷

জানা গিয়েছে, দীর্ঘ সভায় কার্যত নির্বাচনী বৈতরণী পার হতে রণনীতি স্থির করা হয় । বিজেপিকে ঠেকাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা করে জনসংযোগ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে । যদিও, বীরভূমের দু’টি লোকসভা আসনেই জোর প্রচার শুরু করেছে বিজেপিও ৷ কখনও বাড়ি বাড়ি গিয়ে, কখনও রোড শো বা পথসভা করে প্রচার করছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. 'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার
  2. অভিষেকের চ্যালেঞ্জের জবাব, ভোটের মুখে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ বিজেপির
  3. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের

বোলপুর, 13 এপ্রিল: নির্বাচনী রণকৌশল নির্ধারণে শনিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করে তৃণমূল কংগ্রেস ৷ অনুব্রতহীন বীরভূমে লোকসভার বৈতরণী পার হতে মরিয়া রাজ্যের শাসকদল । সাংগঠনিক নীতি নির্ধারণের জন্য বর্ধিত সভা করে নেতাদের জনসংযোগের বার্তা দেয় তৃণমূলের কোর কমিটি । কারণ, অনুব্রতর গড়ে বোলপুর আর বীরভূম লোকসভা কেন্দ্রে নজর রয়েছে বিজেপিরও ৷

এদিন দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা নির্বাচন কমিটির বর্ধিত সভা ৷ এখানে প্রধান, শাখা কমিটি, ব্লক কমিটি-সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বে থাকা দলীয় নেতাদের ডাকা হয়েছিল ৷ এর উদ্দেশ্য হল, কীভাবে ভোট হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পন্থা সম্পর্কে আঞ্চলিক নেতৃত্বকে অবগত করানো ৷ এটা আমরা করেই থাকি । এখানে বিজেপি কোনও ফ্যাক্টর নয় ।"

গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । তাঁকে ছাড়া এই প্রথম বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটে লড়াই করবে তৃণমূল ৷ তাই স্বাভাবিকভাবেই গড় ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল ৷ যদিও, অনুব্রতহীন বীরভূমে বেশ কিছুটা মাথাচারা দিয়ে উঠেছে বিজেপি যার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল পঞ্চায়েত নির্বাচনের সময়েই ৷ তাই এই দুই লোকসভা আসন ধরে রাখতে দলীয় নেতাদের বিশেষ রণকৌশল তৈরি করতে নির্বাচনী বর্ধিত সভার আয়োজন করে তৃণমূল ৷

বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শাসকদলের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কোর কমিটির পাঁচ সদস্য ৷ এই পাঁচ সদস্যরা হলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কেতুগ্রামে বিধায়ক শাহনাওয়াজ হোসেন, আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল-সহ দলের প্রমুখ নেতৃত্ব ৷

জানা গিয়েছে, দীর্ঘ সভায় কার্যত নির্বাচনী বৈতরণী পার হতে রণনীতি স্থির করা হয় । বিজেপিকে ঠেকাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা করে জনসংযোগ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে । যদিও, বীরভূমের দু’টি লোকসভা আসনেই জোর প্রচার শুরু করেছে বিজেপিও ৷ কখনও বাড়ি বাড়ি গিয়ে, কখনও রোড শো বা পথসভা করে প্রচার করছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. 'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার
  2. অভিষেকের চ্যালেঞ্জের জবাব, ভোটের মুখে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ বিজেপির
  3. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.