মালদা, 14 এপ্রিল: প্রথম দফার নির্বাচনের আগেই মালদায় পা রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । মালদা জেলার দুই প্রার্থীর সমর্থনে তিনদিনে ছ’টি বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড-শো করবেন তিনি । দু’টি করে এলাকায় রোড-শো ও জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টলিউড অভিনেতা তথা সাংসদ দেব ।
এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 18 এপ্রিল মালদা জেলায় আসছেন । পুরাতন মালদায় ওনার চপার অবতরণ করবে । সেখানেই একটি হোটেলে থাকবেন তিনি ৷ 18 এবং 19 তারিখ ওনার অন্যান্য জেলায় কর্মসূচি রয়েছে । 20 এপ্রিল সকাল 11টায় মমতা বন্দ্যোপাধ্যায় গাজোলে জনসভা করবেন । সেদিনই দুপুর 1টায় মানিকচকেও জনসভা রয়েছে তাঁর । 28 এপ্রিল বেলা 11টায় হবিবপুর এবং দুপুর 1টায় জনসভা করবেন তিনি । 30 এপ্রিল সকাল 11টায় পুরাতন মালদায় জনসভা করার পর দুপুরে ইংরেজবাজারে রোড-শো করার কথা রয়েছে তাঁর ।
আশিসবাবু আরও বলেন, "দলীয় প্রার্থীদের সমর্থনে মালদায় প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । 30 এপ্রিল বেলা 3টেয় বৈষ্ণবনগরে রোড-শো ও 1 মে ওই একই সময়ে মালতিপুরে জনসভা করবেন তিনি । 2 ও 3 মে মোথাবাড়ি ও রতুয়ায় জনসভা ও রোড-শো করতে আসছেন টলিউড অভিনেতা তথা সাংসদ দেব । জেলা তৃণমূলের পক্ষ থেকে আমরা সমস্ত কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছি । ইতিমধ্যে বেশ কিছু এলাকায় প্রস্তুতিসভার কাজও শেষ হয়েছে । তৃণমূল সুপ্রিমোর থাকার জন্য হোটেল বুকিংও করে ফেলা হয়েছে ।"
আরও পড়ুন :