ETV Bharat / state

মানিকতলায় বিজেপি প্রার্থীর মাকে ভোট দিতে সাহায্য তৃণমূল প্রার্থীর এজেন্টের - MANIKTALA ASSEMBLY BYPOLLS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 3:13 PM IST

Updated : Jul 10, 2024, 3:35 PM IST

Maniktala Assembly Bye Elections 2024: রং ভুলে বিজেপি প্রার্থীর মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ সৌহার্দ্যের এমন ঘটনাটি ঘটেছে মানিকতলা বিধানসভা উপ-নির্বাচনে ৷

Maniktala Bye Election 2024
মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুলাই: নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে অন্য ছবি ধরা পড়ল মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৷ বিজেপি প্রার্থীর মাকে ভোট কেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট ৷ বুধবার সকালে উল্টোডাঙায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সন্ধ্যা চৌবে ৷ যিনি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা ৷ মঙ্গলবারই ভোটের আগে কল্যাণ চৌবের ভোটে সাহায্য চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷

এদিকে কোথায় ভোট হচ্ছে তা তিনি ঠিকমতো ঠাউর করে উঠতে পারছিলেন না তিনি ৷ এই অবস্থায় বিজেপি প্রার্থীর মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ কল্যাণ চৌবের মায়ের সমস্যা হচ্ছে বুঝতে পেরে এগিয়ে যান তিনি ৷

এরপর দলীয় কর্মীদের তাঁকে সঠিক বুথে পৌঁছে দিতে নির্দেশ দেন তৃণমূল কর্মী অনিন্দ্য রাউত। সন্ধ্যা চৌবে ভোট দিয়ে বেরিয়ে এলে দু'জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় ৷ এদিন কলকাতা পুরনিগমের 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ৷ বিজেপি প্রার্থীর মা সন্ধ্যা চৌবে বলেন, "ভোটের রাজনীতিতে বিরোধিতা থাকলেও এখনও যে আমাদের মধ্যে সহ-নাগরিককে সাহায্য করার একটা মানসিকতা রয়েছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷" নির্বাচনে যখন হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, শাসক এবং বিরোধীর মধ্যে তখন এ ধরনের ঘটনা অভিনব ৷

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডের নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত বলেন, "আগে তাঁরা এই এলাকায় থাকতেন ৷ এখন এখানে থাকেন না ৷ তাই ভোট কেন্দ্র চিনতে পারছিলেন না ৷ এই অবস্থায় আমরা সাধারণত সব ভোটারকেই সাহায্য করি ৷ তিনি (কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে) যখন এভাবে দিশেহারা হয়ে ঘুরছেন, তখন আমরা তাঁকে সাহায্য করেছি মাত্র ৷ এটা তো আমাদেরও দায়িত্ব ৷"

ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কল্যাণ চৌবের বিরুদ্ধে ভোটে সাহায্য চাওয়ার অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এর বদলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কুণালকে রাজ্য বা জাতীয় স্তরে সাহায্য় করবেন বলে আশ্বাস দিয়েছেন, এও দাবি করেন তৃণমূলের সাধারণ সম্পাদক ৷

মানিকতলা বিধানসভা উপনির্বাচনে জিততে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি করে একটি অডিয়ো প্রকাশ করেন কুণাল ৷ এই কেন্দ্রের নির্বাচনে যে কোর কমিটি তৈরি হয়েছে, তার অন্যতম সদস্য কুণাল ঘোষ ৷ দিনভর এনিয়ে তরজা চলে ৷ কল্যাণ চৌবেও পালটা দাবি করেন, কুণাল ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ রাত 8টায় তৃণমূল নেতা কুণাল তাঁর সঙ্গে কল্যাণ চৌবের পূর্ণাঙ্গ কথোপকথনের অডিয়ো প্রকাশ করেন ৷

কলকাতা, 10 জুলাই: নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে অন্য ছবি ধরা পড়ল মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৷ বিজেপি প্রার্থীর মাকে ভোট কেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট ৷ বুধবার সকালে উল্টোডাঙায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সন্ধ্যা চৌবে ৷ যিনি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা ৷ মঙ্গলবারই ভোটের আগে কল্যাণ চৌবের ভোটে সাহায্য চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷

এদিকে কোথায় ভোট হচ্ছে তা তিনি ঠিকমতো ঠাউর করে উঠতে পারছিলেন না তিনি ৷ এই অবস্থায় বিজেপি প্রার্থীর মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ কল্যাণ চৌবের মায়ের সমস্যা হচ্ছে বুঝতে পেরে এগিয়ে যান তিনি ৷

এরপর দলীয় কর্মীদের তাঁকে সঠিক বুথে পৌঁছে দিতে নির্দেশ দেন তৃণমূল কর্মী অনিন্দ্য রাউত। সন্ধ্যা চৌবে ভোট দিয়ে বেরিয়ে এলে দু'জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় ৷ এদিন কলকাতা পুরনিগমের 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ৷ বিজেপি প্রার্থীর মা সন্ধ্যা চৌবে বলেন, "ভোটের রাজনীতিতে বিরোধিতা থাকলেও এখনও যে আমাদের মধ্যে সহ-নাগরিককে সাহায্য করার একটা মানসিকতা রয়েছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷" নির্বাচনে যখন হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, শাসক এবং বিরোধীর মধ্যে তখন এ ধরনের ঘটনা অভিনব ৷

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডের নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত বলেন, "আগে তাঁরা এই এলাকায় থাকতেন ৷ এখন এখানে থাকেন না ৷ তাই ভোট কেন্দ্র চিনতে পারছিলেন না ৷ এই অবস্থায় আমরা সাধারণত সব ভোটারকেই সাহায্য করি ৷ তিনি (কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে) যখন এভাবে দিশেহারা হয়ে ঘুরছেন, তখন আমরা তাঁকে সাহায্য করেছি মাত্র ৷ এটা তো আমাদেরও দায়িত্ব ৷"

ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কল্যাণ চৌবের বিরুদ্ধে ভোটে সাহায্য চাওয়ার অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এর বদলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কুণালকে রাজ্য বা জাতীয় স্তরে সাহায্য় করবেন বলে আশ্বাস দিয়েছেন, এও দাবি করেন তৃণমূলের সাধারণ সম্পাদক ৷

মানিকতলা বিধানসভা উপনির্বাচনে জিততে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি করে একটি অডিয়ো প্রকাশ করেন কুণাল ৷ এই কেন্দ্রের নির্বাচনে যে কোর কমিটি তৈরি হয়েছে, তার অন্যতম সদস্য কুণাল ঘোষ ৷ দিনভর এনিয়ে তরজা চলে ৷ কল্যাণ চৌবেও পালটা দাবি করেন, কুণাল ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ রাত 8টায় তৃণমূল নেতা কুণাল তাঁর সঙ্গে কল্যাণ চৌবের পূর্ণাঙ্গ কথোপকথনের অডিয়ো প্রকাশ করেন ৷

Last Updated : Jul 10, 2024, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.