কলকাতা, 10 এপ্রিল: ভূপতিনগর কাণ্ডে আজ সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে রাজভবন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ ঘটনাচক্রে আজই এনআইএ অফিসারদের রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ কোনও মতেই তাঁদের বিরুদ্ধে গ্রেফতারির পদক্ষেপ নেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই আবহে এনআইএ অফিসারদের সঙ্গে বিজেপি নেতাদের আঁতাতের অভিযোগে ফের অভিষেকের নেতৃত্বে রাজভবনে যাচ্ছে তৃণমূল ৷
সোমবার বিজেপি এনআইএ যোগ নিয়ে দিল্লির নির্বাচন কমিশনে নালিশ জানাতে যায় তৃণমূল । পরে কমিশনের বাইরে ধরনায় বসেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, শান্তনু সেনরা ৷ সেই ধরনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেধে যায় তৃণমূলের প্রতিনিধি দলের ৷ থানায় তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের ৷
সেই ঘটনার অভিযোগে মঙ্গলবার রাজভবনে যান অভিষেক ৷ সেই সঙ্গে তাদের দাবি ছিল উত্তরবঙ্গের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদের জন্য বাড়ি তৈরিতে সাহায্য করতে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন । তাই রাজ্যপালের সাহায্যের প্রয়োজন । রাজ্যপালের সঙ্গে দেখা করার পর অভিষেক জানান, রাজ্যপাল তাঁদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন । তারপর ফের একবার দেখা করবেন অভিষেক । মঙ্গলবারই তাদের সমস্ত অভিযোগ চিঠি আকারে রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছিলেন অভিষেক ৷
এরপর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আবার রাজভবনে যাচ্ছে । রাজ্যপালের সঙ্গে দেখা করবেন । এখন দেখার বিষয় কেন্দ্র বা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে কী জবাব দেন ? সেই উত্তর আদৌ কী মেনে নেবে তৃণমূল ! নাকি আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক !
আরও পড়ুন: