ETV Bharat / state

রাজ্যপালের বুকে বিজেপির লোগো, কমিশনের দ্বারস্থ তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Guv wearing BJP logo in chest: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বুকে বিজেপির লোগো ৷ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
রাজ্যপালের বুকে বিজেপির লোগো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 2:31 PM IST

Updated : May 23, 2024, 2:46 PM IST

কলকাতা, 23 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোটে বুকের উপর লাগানো বিজেপির লোগো পদ্মফুল ৷ এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ তাদের যুক্তি, রাজ্যপালকে নির্বাচন করেন দেশের রাষ্ট্রপতি ৷ তাই তিনি কোনও নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে পারেন না ।

একটি অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বুকে বিজেপির লোগো পদ্ম দেখা যাওয়ার পরই এ বিষয়ে তৎপর হয় শাসকদল ৷ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যপাল হয়ে একটি দলের প্রতীক ব্যবহার করা অগণতান্ত্রিক এবং অসংবিধানিক । চিঠিতে তারা এই বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বিজেপির প্রতীক বুকে লাগানো অবস্থায় রাজ্যপালের ছবিও জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে ৷

ভোটের বাংলায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যপালের । এ বার তাঁর বুকে পদ্ম চিহ্ন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস । গত মঙ্গলবার রাজ্যপালের বুকে পদ্ম চিহ্নের ব্যাজ পরা একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ । ওই ছবি পোস্ট করে কুণাল ঘোষ বলেছিলেন, সম্প্রতি রাজ্যপালের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে রাজ্যপালের বুকে রয়েছে একটি ব্যাজ, যেটি ভারতীয় জনতা দল বা বিজেপির ।

তিনি প্রশ্ন তোলেন যে, "রাজ্যপাল নিশ্চয়ই বলতে পারবেন এই ছবিটি আসল নাকি ফেক । যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে, তাহলে তাঁকে বলতে হবে কবে কোথায় এই ব্যাজ তিনি ব্যবহার করেছেন । এ ক্ষেত্রে যদি রাজ্যপাল থাকাকালীন তিনি এই ব্যাজ ব্যবহার করে থাকেন, তাহলে আমাদের দাবি এই মুহূর্তেই তাঁর পদত্যাগ করা উচিত । বিজেপিকে বুকে ধারণ করা রাজ্যপালের বাংলার পবিত্র এই রাজভবনে থাকার এক মুহূর্ত অধিকার নেই ।"

নির্বাচনের আরও খবরের জন্য...

তবে বিষয়টা এখানেই থেমে নেই ৷ এ বার এটাকেই অস্ত্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ৷ আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো চিঠি লিখে এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে । এই অবস্থায় এটাই দেখার যে, নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যপাল বিষয়টি নিয়ে কিছু বলেন কি না ।

যদিও এ দিন তৃণমূলের তরফ থেকে দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "রাজ্যপালের পদটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং সাংবিধানিক পদ । দূর দূর পর্যন্ত এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । এই অবস্থায় তাঁর গলায় একটি নির্দিষ্ট দলের প্রতীক দেখতে পাওয়া যাওয়ার অর্থই তিনি তাঁর পদের অপব্যবহার করছেন । নির্বাচনের সময় এটা করার অর্থ, তিনি নির্বাচনী আইন ভাঙছেন । আর সেই কারণেই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যপাল আনন্দের গলায় পদ্মফুল! ছবি কোন সময়ের? জবাব চাইলেন কুণাল
  2. রাজভবনে শ্লীলতাহানিকাণ্ডে নির্যাতিতার গোপন জবানবন্দি, তিন কর্মীর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের
  3. রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত রিপোর্ট পেশ নবান্নে

কলকাতা, 23 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোটে বুকের উপর লাগানো বিজেপির লোগো পদ্মফুল ৷ এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ তাদের যুক্তি, রাজ্যপালকে নির্বাচন করেন দেশের রাষ্ট্রপতি ৷ তাই তিনি কোনও নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে পারেন না ।

একটি অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বুকে বিজেপির লোগো পদ্ম দেখা যাওয়ার পরই এ বিষয়ে তৎপর হয় শাসকদল ৷ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যপাল হয়ে একটি দলের প্রতীক ব্যবহার করা অগণতান্ত্রিক এবং অসংবিধানিক । চিঠিতে তারা এই বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বিজেপির প্রতীক বুকে লাগানো অবস্থায় রাজ্যপালের ছবিও জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে ৷

ভোটের বাংলায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যপালের । এ বার তাঁর বুকে পদ্ম চিহ্ন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস । গত মঙ্গলবার রাজ্যপালের বুকে পদ্ম চিহ্নের ব্যাজ পরা একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ । ওই ছবি পোস্ট করে কুণাল ঘোষ বলেছিলেন, সম্প্রতি রাজ্যপালের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে রাজ্যপালের বুকে রয়েছে একটি ব্যাজ, যেটি ভারতীয় জনতা দল বা বিজেপির ।

তিনি প্রশ্ন তোলেন যে, "রাজ্যপাল নিশ্চয়ই বলতে পারবেন এই ছবিটি আসল নাকি ফেক । যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে, তাহলে তাঁকে বলতে হবে কবে কোথায় এই ব্যাজ তিনি ব্যবহার করেছেন । এ ক্ষেত্রে যদি রাজ্যপাল থাকাকালীন তিনি এই ব্যাজ ব্যবহার করে থাকেন, তাহলে আমাদের দাবি এই মুহূর্তেই তাঁর পদত্যাগ করা উচিত । বিজেপিকে বুকে ধারণ করা রাজ্যপালের বাংলার পবিত্র এই রাজভবনে থাকার এক মুহূর্ত অধিকার নেই ।"

নির্বাচনের আরও খবরের জন্য...

তবে বিষয়টা এখানেই থেমে নেই ৷ এ বার এটাকেই অস্ত্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ৷ আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো চিঠি লিখে এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে । এই অবস্থায় এটাই দেখার যে, নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যপাল বিষয়টি নিয়ে কিছু বলেন কি না ।

যদিও এ দিন তৃণমূলের তরফ থেকে দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "রাজ্যপালের পদটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং সাংবিধানিক পদ । দূর দূর পর্যন্ত এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । এই অবস্থায় তাঁর গলায় একটি নির্দিষ্ট দলের প্রতীক দেখতে পাওয়া যাওয়ার অর্থই তিনি তাঁর পদের অপব্যবহার করছেন । নির্বাচনের সময় এটা করার অর্থ, তিনি নির্বাচনী আইন ভাঙছেন । আর সেই কারণেই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যপাল আনন্দের গলায় পদ্মফুল! ছবি কোন সময়ের? জবাব চাইলেন কুণাল
  2. রাজভবনে শ্লীলতাহানিকাণ্ডে নির্যাতিতার গোপন জবানবন্দি, তিন কর্মীর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের
  3. রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত রিপোর্ট পেশ নবান্নে
Last Updated : May 23, 2024, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.