সিতাই, 23 নভেম্বর: জয়ের আবেগে কেঁদেই ফেললেন জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ৷ কোচবিহারের সিতাই বিধানসভা আসনে যে তৃণমূল প্রার্থীই জিতবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ কিন্তু তিনি যে 1 লক্ষ 65 হাজার 984 ভোট পাবেন সেটা আশা করেননি ৷ একুশের নির্বাচনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া 1 লক্ষ 17 হাজার 908 ভোট পেয়েছিলেন ৷ বিধানসভার উপনির্বাচনে তাঁর এই বিপুল জয় মনে করিয়ে দিচ্ছে উদয়ন গুহর জয়ের কথা ৷
এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন দীপক কুমার রায় ৷ তিনি পেয়েছিলেন, 1 লক্ষ 7 হাজার 796টি ভোট ৷ যা মোট ভোটের 45.5% ৷ এই উপ-নির্বাচনেও তিনিই প্রার্থী ৷ কিন্তু ঘাসফুল ঝড়ে গেরুয়া একেবারে ফিকে হয়ে গিয়েছে ৷ বিজেপি প্রার্থী পেয়েছেন 35 হাজার 348, যা মোট ভোটের মাত্র 16.2 শতাংশ ৷
এই বিপুল জয় প্রসঙ্গে বলতে গিয়ে সঙ্গীতা রায়ের গলা ধরে এল তাই ৷ তিনি বলেন, "প্রতিটা অঞ্চলের মা-বোন, বুথে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ৷ তাঁদের জন্য আজ আমি এত ভোট পেয়েছি ৷" এই সময় তাঁকে ঘিরে চারদিক থেকে 'জয় বাংলা' ধ্বনি দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷
76.08 শতাংশ ভোট পেয়ে তিনিও সবুজ আবির মেখে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে সামিল হয়েছেন ৷ প্রশ্ন ওঠে এই বিপুল জয় তো কথাই ছিল ? তখন জয়ী তৃণমূল প্রার্থী বলেন, "হ্যাঁ, কিন্তু, তাঁরা যদি আমার সঙ্গে না থাকতেন, তাহলে তো আমি পেতাম না ৷ তাঁদের জন্যই আমি পেয়েছি ৷ আজ মা-বোনেরা ঢেলে ভোট দিয়েছেন ৷" আর এর নেপথ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, উল্লেখ করলেন তৃণমূলের সঙ্গীতা ৷ তিনি বলে চলেন, "পুরুষের থেকে মা-বোনেরা বেশি ভোট দিয়েছেন ৷ প্রত্যেক মা, গুরুজনদের চরণে আমার প্রণাম, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল ৷"
এবারের উপ-নির্বাচনে বাম ও কংগ্রেস- দুই প্রাক্তন জোট সদস্যের প্রার্থীদেরই জমানত বাজেয়াপ্ত হয়েছে ৷ কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন 9 হাজার 164টি ভোট ৷ মোট ভোটের মাত্র 4.21 শতাংশ ৷ বামেদের অরুণ কুমার বর্মা 1.52 শতাংশ, 3 হাজার 319 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন ।
সবুজ আবিরে ছেয়ে যায় গননাকেন্দ্র ৷ তখন গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন বিজেপির গত দুবারের পরাজিত প্রার্থী দীপক কুমার রায় ৷ তাঁকে দেখে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা ৷ এনিয়ে তিনি কোনও মন্তব্য করেননি ৷ গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, "12 রাউন্ড গণনা সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ গণনা শেষ ৷ ফলাফল যা হওয়ার তাই হয়েছে ৷ আগেই ফলাফল হয়ে গিয়েছিল ৷ নতুন করে এটা হল আর কী!"
2021 সালের বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন জগদীশচন্দ্র বাসুনিয়া ৷ সেবার তিনি 10 হাজার ভোটে জয়ী হন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এই ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন জগদীশ বর্মা বসুনিয়া ৷ তারপর সিতাই বিধানসভা কেন্দ্র ফাঁকা হয়ে যায় ৷