কলকাতা, 6 মে: তৃতীয় দফার ভোটের আগে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সন্দেশখালি প্রশ্নে তাঁকে ক্ষমা চাইতে হবে, এমনই দাবি তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
ভাইরাল ভিডিয়ো প্রকাশিত হওয়ার পর সন্দেশখালি নিয়ে যে 'চক্রান্ত'-এর অভিযোগ উঠেছে, সেই ঘটনার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে সোমবার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই মহিলা নেত্রী যথাক্রমে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং অপর মহিলা নেত্রী তথা সাংসদ সাগরিকা ঘোষ। তাঁদের বক্তব্য, বাংলার মহিলাদের সম্ভ্রম নষ্ট করতে যাঁরা সক্রিয় হয়েছিলেন, তাঁদের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত বিজেপির ।
প্রসঙ্গত, সন্দেশখালি নিয়ে স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা । এই ভিডিয়োকে সামনে রেখে রাজ্যের শাসকদল দাবি করছে, সন্দেশখালিকে উত্তপ্ত করে ভোটে প্রভাব তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি । আর সেই কারণেই এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর, 48 ঘণ্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি উঠেছে । যদিও বিজেপির পালটা অভিযোগ, সন্দেশখালি নিয়ে তৈরি এই ভিডিয়োর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করা আইপ্যাক ভোটের আগে বিজেপিকে বদনাম করতে এই পদক্ষেপ করছে ।
আর এইসব তরজার মধ্যেই আজ রাজ্যে আসছেন অমিত শাহ । তার আগে এই নিয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা । এ দিন তিনি বলেন, "অমিত শাহজি, আপনি আজ আরও একবার বাংলায় আসছেন নির্বাচনী প্রচারে । ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং আপনারা বাংলার মা-বোনেদের অপমান করেছেন । 500 টাকা, হাজার টাকা, 2 হাজার টাকা দিয়ে আপনি তাঁদের দিয়ে মিথ্যে কথা বলিয়েছেন যে, তাঁদের উপর শারীরিক নির্যাতন হয়েছে । তাই আজ সুযোগ আছে, সুযোগ পেয়েছেন যখন ক্ষমা চেয়ে নিন বলুন, ভুল হয়েছে ৷ ভারতীয় জনতা পার্টির এটা করা ঠিক হয়নি ।"
অন্যদিকে, দলের মহিলা সাংসদ সাগরিকা ঘোষ এ দিন বলেন, "মহিলাদের আত্মসম্মান এবং মর্যাদাহানি করেছে বিজেপি ৷ তাই বিজেপি নেতাদের এই ঘটনার জন্য ক্ষমা চাইতেই হবে । অমিত শাহ আপনার কাছে সুযোগ আছে, আপনি কি আজ ক্ষমা চাইবেন ।"
আরও পড়ুন: