ETV Bharat / state

মানিকতলায় বড় জয় তৃণমূলের, সাধনের আসনে বিধায়ক স্ত্রী সুপ্তি পান্ডে - Maniktala Assembly Bye Election

Maniktala Assembly Bye Election: মানিকতলা বিধানসভা আসনের উপ-নির্বাচনে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে ৷ তিনি জিতেছেন 62 হাজার 312 ভোটে ৷ 2021 সালে এই আসনে জিতেছিলেন সাধন পান্ডে ৷ প্রয়াত এই নেতার স্ত্রী এবার বিধায়ক হলেন এই আসনে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 1:58 PM IST

Updated : Jul 13, 2024, 2:34 PM IST

Maniktala Assembly Bye Election
মানিকতলায় বড় জয় তৃণমূলের (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 জুলাই: মানিকতলায় জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে । বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান 62 হাজার 312 ভোটের । যদিও সরকারিভাবে এই জয়ের বিষয়টি এখনও ঘোষণা করা হয়নি । তবে এই জয়কে সামনে রেখেই রীতিমতো উৎসব শুরু হয়েছে রবীন্দ্রভারতী ক্যাম্পাসে । সবুজ আবির, জয় বাংলা, সব নিয়েই এখানে উৎসবের আবহ ।

মানিকতলা বিধানসভা আসনে 2011 সালে প্রথমবার জেতেন সাধন পান্ডে ৷ তার পর ওই আসনে তিনি জয়ের হ্যাটট্রিক (2016 ও 2021) করেন ৷ কিন্তু 2021 সালের ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ তিনি মামলা করেন আদালতে ৷

এদিকে 2022 সালে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রয়াত হন সাধন পান্ডে ৷ আদালতে মামলা চলায় এই আসনে উপ-নির্বাচন আটকে যায় ৷ এর মাঝে রাজ্যের একাধিক আসনে উপ-নির্বাচন হলেও মানিকতলায় তা করা সম্ভব হয়নি ৷ মাস দুয়েক আগে কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচন কমিশন এই আসনে ভোট ঘোষণা করে ৷

তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে ৷ বিজেপি আবার কল্যাণ চৌবেকেই প্রার্থী করে ৷ শনিবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় যে ওই আসনে ফের জিতেছে তৃণমূল ৷ এই আসনে পশ্চিমবঙ্গের শাসক দলের ভোট যেমন বেড়েছে, তেমনই বেড়েছে জয়ের ব্যবধানও ৷ 2021 সালের চেয়ে প্রায় 40 হাজার বেশি বেড়েছে ভোটের ব্যবধান ৷

গত বুধবার এই আসনে উপ-নির্বাচন হয়৷ সেদিন পশ্চিমবঙ্গের আরও তিন আসনে উপ-নির্বাচন হয়েছিল ৷ সেগুলিতেও জিতেছে তৃণমূল ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের হিসেবে বিজেপি রায়গঞ্জ, রানাঘাট ও বাগদায় জিতেছিল ৷ শনিবারের পর বিধানসভায় তাঁদের তিনটি আসন কমে গেল ৷ আর তৃণমূলের তিনটি আসন বৃদ্ধি পেল ৷

কলকাতা, 13 জুলাই: মানিকতলায় জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে । বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান 62 হাজার 312 ভোটের । যদিও সরকারিভাবে এই জয়ের বিষয়টি এখনও ঘোষণা করা হয়নি । তবে এই জয়কে সামনে রেখেই রীতিমতো উৎসব শুরু হয়েছে রবীন্দ্রভারতী ক্যাম্পাসে । সবুজ আবির, জয় বাংলা, সব নিয়েই এখানে উৎসবের আবহ ।

মানিকতলা বিধানসভা আসনে 2011 সালে প্রথমবার জেতেন সাধন পান্ডে ৷ তার পর ওই আসনে তিনি জয়ের হ্যাটট্রিক (2016 ও 2021) করেন ৷ কিন্তু 2021 সালের ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ তিনি মামলা করেন আদালতে ৷

এদিকে 2022 সালে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রয়াত হন সাধন পান্ডে ৷ আদালতে মামলা চলায় এই আসনে উপ-নির্বাচন আটকে যায় ৷ এর মাঝে রাজ্যের একাধিক আসনে উপ-নির্বাচন হলেও মানিকতলায় তা করা সম্ভব হয়নি ৷ মাস দুয়েক আগে কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচন কমিশন এই আসনে ভোট ঘোষণা করে ৷

তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে ৷ বিজেপি আবার কল্যাণ চৌবেকেই প্রার্থী করে ৷ শনিবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় যে ওই আসনে ফের জিতেছে তৃণমূল ৷ এই আসনে পশ্চিমবঙ্গের শাসক দলের ভোট যেমন বেড়েছে, তেমনই বেড়েছে জয়ের ব্যবধানও ৷ 2021 সালের চেয়ে প্রায় 40 হাজার বেশি বেড়েছে ভোটের ব্যবধান ৷

গত বুধবার এই আসনে উপ-নির্বাচন হয়৷ সেদিন পশ্চিমবঙ্গের আরও তিন আসনে উপ-নির্বাচন হয়েছিল ৷ সেগুলিতেও জিতেছে তৃণমূল ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের হিসেবে বিজেপি রায়গঞ্জ, রানাঘাট ও বাগদায় জিতেছিল ৷ শনিবারের পর বিধানসভায় তাঁদের তিনটি আসন কমে গেল ৷ আর তৃণমূলের তিনটি আসন বৃদ্ধি পেল ৷

Last Updated : Jul 13, 2024, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.