কলকাতা, 10 মে: শঙ্খ-উলুধ্বনি ও ব্যান্ডপার্টি বাজিয়ে অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন জমা দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মনোনয়ন জমাকে ঘিরে শুক্রবার ডায়মন্ড হারবারের রাস্তায় উপচে পড়ল ভিড় ৷ বর্ণাঢ্য শোভাযাত্রা করে কালীঘাট থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ ও এবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিরাট মিছিলে কর্মীদের ঢল নামে ৷ ভিড় উপচে পড়ে রাস্তায় ৷
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন,"কাজ করলে মানুষ মুখ ফেরান না । গতবারের তুলনায় এবার জয়ের ব্যবধান বাড়বে ।"
বাজনা থেকে শুরু করে লাল পাড় সাদা শাড়ি পরে মহিলারা শঙ্খ বাজাচ্ছিলেন ও উলু দিচ্ছিলেন ৷ তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়ে ফের জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "দল আমাকে আবার সুযোগ করে দিয়েছে । আজ সকলের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলাম । মানুষের ভালোবাসা সঙ্গী । দক্ষিণ কলকাতা আমার পাড়া । আর কর্মক্ষেত্র ডায়মন্ড হারবার। 10 বছর মানুষের জন্য কাজের সুযোগ পেয়েছি । সেই সুযোগ যাতে মানুষ আবার দেয় তাই নিজেকে মানুষের সেবায় আমি বদ্ধপরিকর ৷"
তিনি আরও বলেন,"উন্নয়নের জয় যাত্রা, বিজয় রথ যেমন ছুটছে সেটা যাতে আগামীতে ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন চালিয়ে যেতে বদ্ধপরিকর । আজ মনোনয়ন জমা দিয়ে সেই শপথ নিলাম ৷ আমি আশা করব তৃণমূলের প্রতি মানুষ যে সমর্থন রেখেছে আগামী দিনে তার ব্যতিক্রম হবে না । শুধু ডায়মন্ড হারবার নয়, সব লোকসভায় প্রচারে গিয়ে দেখেছি মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো । আমি জ্যোতিষ জানি না তাই ব্যবধান বলতে পারব না ৷ তবে আশা রাখছি গতবারের থেকে এবার আরও ব্যবধান বাড়বে । বাংলাকে যারা ছোট করেছে ভোট বাক্সে মানুষ তাদের যোগ্য জবাব দেবে ।"
আরও পড়ুন :