ETV Bharat / state

ঢাক-ঢোল-শঙ্খ বাজিয়ে বালুরঘাটে স্বাগত বিপ্লবকে, সুকান্ত'র বিরুদ্ধে প্রচারে নামলেন মন্ত্রী - TMC candidate in lok sabha 2024

Lok Sabha Elections 2024: জনগর্জন সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে বিপ্লব মিত্রর। তাঁর লড়াই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। বুধবার সকালে তিনি বালুরঘাটে পা-রাখতেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ঢাক-ঢোল-শঙ্খ বাজিয়ে স্বাগত জানালেন ৷ সেইসঙ্গে মন্ত্রী এদিন প্রচারে নেমে পড়লেন ৷

Lok Sabha Elections 2024
ঢাক-ঢোল-শঙ্খ বাজিয়ে বালুরঘাটে স্বাগত বিপ্লবকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 6:30 PM IST

ঢাক-ঢোল-শঙ্খ বাজিয়ে বালুরঘাটে স্বাগত বিপ্লবকে

গঙ্গারামপুর, 13 মার্চ: বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুরে পৌঁছতেই উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা ৷ বুধবার গঙ্গারামপুর স্টেশনে তৃণমূলের নেতা-কর্মীরা পৌঁছে রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে ঢাক-ঢোল বাজিয়ে সংবর্ধনা জানান। এদিন কর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল দেখার মতো। কলকাতা থেকে গঙ্গারামপুরে পৌঁছেই প্রচারে নামেন মন্ত্রী তথা বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র।

গঙ্গারামপুর স্টেশন থেকে হুডখোলা গাড়িতে করে ব়্যালি ও জনসংযোগ করেন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। প্রার্থীকে পেয়ে মহিলারা শঙ্খ বাজিয়ে অভিনন্দন জানান। এদিনের ব়্যালিতে কর্মীদের ঢল নামতে দেখা যায়। বুধবার সকালে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে নেমেই প্রচার শুরু করে দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । গত 10 মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর বিধানসভা এবং ব্যক্তিগত কিছু কাজের কারণে বিপ্লব মিত্র কলকাতায় অবস্থান করছিলেন।

বুধবার সকালে তিনি গঙ্গারামপুরে নিজ বাসভবনে ফেরেন। এদিন সকালে বিপ্লব মিত্রের প্রচুর সমর্থক গঙ্গারামপুর স্টেশনে গিয়ে তাঁকে স্বাগত জানান। এরপরে বিশাল মিছিল করে বিপ্লব মিত্রের সমর্থকরা তাঁকে তাঁদের বাড়িতে নিয়ে যান। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাঁকে স্বাগত জানান। বিজেপি প্রথম রাউন্ডে লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করছে ৷ তৃণমূলের পক্ষে পালটা বিপ্লব মিত্রের নাম ঘোষণা হতেই লড়াই জমে উঠেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে।

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, "প্রচুর সাধারণ মানুষ আজ আমাকে স্বাগত জানাতে উপস্থিত হয় ৷ সাধারণ মানুষও চাইছে আমি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে পরাজিত করি ৷ সংসদে গিয়ে যেন আমি জেলার মানুষের কথা বলতে পারি, ওদের যা বঞ্চনা সেই কথাও যেন বলতে পারি ৷ যখন দু'টো প্রতিপক্ষ রাস্তায় নেমে প্রতিদ্বন্দ্বিতা করে তখন জয়-পরাজয় পুরোপুরি নির্ভর করে মানুষের সমর্থন কার দিকে থাকে তার উপর ৷

আরও পড়ুন:

  1. এনআরসি-সিএএ'কে হাতিয়ার করেই দক্ষিণ মালদায় ভোটযুদ্ধে অক্সফোর্ড-ফেরত শাহনওয়াজ
  2. ভোটযুদ্ধে সাংসদকে কাজের খতিয়ান প্রকাশ করার চ্যালেঞ্জ প্রাক্তন আইপিএস অফিসারের
  3. 'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা

ঢাক-ঢোল-শঙ্খ বাজিয়ে বালুরঘাটে স্বাগত বিপ্লবকে

গঙ্গারামপুর, 13 মার্চ: বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুরে পৌঁছতেই উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা ৷ বুধবার গঙ্গারামপুর স্টেশনে তৃণমূলের নেতা-কর্মীরা পৌঁছে রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে ঢাক-ঢোল বাজিয়ে সংবর্ধনা জানান। এদিন কর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল দেখার মতো। কলকাতা থেকে গঙ্গারামপুরে পৌঁছেই প্রচারে নামেন মন্ত্রী তথা বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র।

গঙ্গারামপুর স্টেশন থেকে হুডখোলা গাড়িতে করে ব়্যালি ও জনসংযোগ করেন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। প্রার্থীকে পেয়ে মহিলারা শঙ্খ বাজিয়ে অভিনন্দন জানান। এদিনের ব়্যালিতে কর্মীদের ঢল নামতে দেখা যায়। বুধবার সকালে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে নেমেই প্রচার শুরু করে দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । গত 10 মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর বিধানসভা এবং ব্যক্তিগত কিছু কাজের কারণে বিপ্লব মিত্র কলকাতায় অবস্থান করছিলেন।

বুধবার সকালে তিনি গঙ্গারামপুরে নিজ বাসভবনে ফেরেন। এদিন সকালে বিপ্লব মিত্রের প্রচুর সমর্থক গঙ্গারামপুর স্টেশনে গিয়ে তাঁকে স্বাগত জানান। এরপরে বিশাল মিছিল করে বিপ্লব মিত্রের সমর্থকরা তাঁকে তাঁদের বাড়িতে নিয়ে যান। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাঁকে স্বাগত জানান। বিজেপি প্রথম রাউন্ডে লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করছে ৷ তৃণমূলের পক্ষে পালটা বিপ্লব মিত্রের নাম ঘোষণা হতেই লড়াই জমে উঠেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে।

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, "প্রচুর সাধারণ মানুষ আজ আমাকে স্বাগত জানাতে উপস্থিত হয় ৷ সাধারণ মানুষও চাইছে আমি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে পরাজিত করি ৷ সংসদে গিয়ে যেন আমি জেলার মানুষের কথা বলতে পারি, ওদের যা বঞ্চনা সেই কথাও যেন বলতে পারি ৷ যখন দু'টো প্রতিপক্ষ রাস্তায় নেমে প্রতিদ্বন্দ্বিতা করে তখন জয়-পরাজয় পুরোপুরি নির্ভর করে মানুষের সমর্থন কার দিকে থাকে তার উপর ৷

আরও পড়ুন:

  1. এনআরসি-সিএএ'কে হাতিয়ার করেই দক্ষিণ মালদায় ভোটযুদ্ধে অক্সফোর্ড-ফেরত শাহনওয়াজ
  2. ভোটযুদ্ধে সাংসদকে কাজের খতিয়ান প্রকাশ করার চ্যালেঞ্জ প্রাক্তন আইপিএস অফিসারের
  3. 'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.