ETV Bharat / state

তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত আমহার্স্ট স্ট্রিট - TMC BJP AGITATION

TMC-BJP Agitation at Amherst Street: উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সামনে সিসিটিভি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা আমহার্স্ট স্ট্রিট থানার সামনে ৷ বিজেপি-তৃণমূল দু’পক্ষই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে আজ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 2:04 PM IST

Updated : Apr 10, 2024, 3:00 PM IST

উত্তপ্ত আমহার্স্ট স্ট্রিট

কলকাতা, 10 এপ্রিল: উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল আমহার্স্ট স্ট্রিট চত্বর ৷ বিজেপির অভিযোগ সিসিটিভি ভাঙার পেছনে তৃণমূলের হাত রয়েছে ৷ এই ঘটনায় বুধবার বিজেপি'র তরফে অভিযোগ জানাতে আমহার্স্ট স্ট্রিট থানায় যান তমোঘ্ন ঘোষ এবং কলকাতা উত্তর লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় ৷ সেই সময় অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে জমায়েত শুরু করে ৷ যার পরেই তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি চলে আসে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মাঝে ঢাল হয়ে দাঁড়ায় ৷ পরে দু’পক্ষ রাস্তায় বসে বিক্ষোভ দেখা শুরু করে ৷ বিজেপি ও তৃণমূল সিসিটিভি ভাঙার ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷

এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি তৃণমূলের লোকজন ভেঙেছে ৷ এই অভিযোগে বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঠিক তখনই উলটোদিকে তৃণমূল কংগ্রেসের জমায়েত শুরু হয় ৷ তখন তৃণমূলের তরফে পালটা অভিযোগ করা হয়, ওই বাড়ির একতলায় থাকেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তপন ঘোষ থাকেন ৷ ওই সিসিটিভিগুলি তিনিই লাগিয়েছিলেন ৷ ফলে বিজেপির তরফে সেগুলি ভেঙে ফেলা হয়েছে ৷ তার জেরে তপন ঘোষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷

যদিও, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্নর অভিযোগ, "আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় ৷ মূলত আমাকে টার্গেট করতেই বাড়ির সামনে থাকা দু’টি সিসিটিভি ভাঙা হয়েছে ৷ আমি নিরাপত্তার অভাববোধ করছি ৷ আমার কিছু হলে তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ৷"

এদিকে এই ঘটনার খবর উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে ৷ তিনি তৃণমূল কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন ৷ তবে, সংবাদমাধ্যমে কোন বক্তব্য রাখতে চাননি ৷ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসে নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "যদি কেউ করে থাকে এটা সম্পূর্ণভাবে নিন্দনীয় কাজ ৷ আমি থানায় এফআইআর করতে বলব ৷ তবে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেসের লোকেরা এসব কাজ করবে না ৷ কারণ আমাদের সর্বত্রই বলা হয়েছে, কোথাও যেন কোনও ছেলেমানুষি কাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে না হয় ৷"

আরও পড়ুন:

  1. সুকান্তর সভা থেকে আসানসোলে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, জানালেন শাহ
  2. দিলীপের প্রচারে সরকারি গাড়ি! নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি তৃণমূলের

উত্তপ্ত আমহার্স্ট স্ট্রিট

কলকাতা, 10 এপ্রিল: উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল আমহার্স্ট স্ট্রিট চত্বর ৷ বিজেপির অভিযোগ সিসিটিভি ভাঙার পেছনে তৃণমূলের হাত রয়েছে ৷ এই ঘটনায় বুধবার বিজেপি'র তরফে অভিযোগ জানাতে আমহার্স্ট স্ট্রিট থানায় যান তমোঘ্ন ঘোষ এবং কলকাতা উত্তর লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় ৷ সেই সময় অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে জমায়েত শুরু করে ৷ যার পরেই তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি চলে আসে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মাঝে ঢাল হয়ে দাঁড়ায় ৷ পরে দু’পক্ষ রাস্তায় বসে বিক্ষোভ দেখা শুরু করে ৷ বিজেপি ও তৃণমূল সিসিটিভি ভাঙার ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷

এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি তৃণমূলের লোকজন ভেঙেছে ৷ এই অভিযোগে বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঠিক তখনই উলটোদিকে তৃণমূল কংগ্রেসের জমায়েত শুরু হয় ৷ তখন তৃণমূলের তরফে পালটা অভিযোগ করা হয়, ওই বাড়ির একতলায় থাকেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তপন ঘোষ থাকেন ৷ ওই সিসিটিভিগুলি তিনিই লাগিয়েছিলেন ৷ ফলে বিজেপির তরফে সেগুলি ভেঙে ফেলা হয়েছে ৷ তার জেরে তপন ঘোষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷

যদিও, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্নর অভিযোগ, "আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় ৷ মূলত আমাকে টার্গেট করতেই বাড়ির সামনে থাকা দু’টি সিসিটিভি ভাঙা হয়েছে ৷ আমি নিরাপত্তার অভাববোধ করছি ৷ আমার কিছু হলে তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ৷"

এদিকে এই ঘটনার খবর উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে ৷ তিনি তৃণমূল কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন ৷ তবে, সংবাদমাধ্যমে কোন বক্তব্য রাখতে চাননি ৷ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসে নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "যদি কেউ করে থাকে এটা সম্পূর্ণভাবে নিন্দনীয় কাজ ৷ আমি থানায় এফআইআর করতে বলব ৷ তবে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেসের লোকেরা এসব কাজ করবে না ৷ কারণ আমাদের সর্বত্রই বলা হয়েছে, কোথাও যেন কোনও ছেলেমানুষি কাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে না হয় ৷"

আরও পড়ুন:

  1. সুকান্তর সভা থেকে আসানসোলে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, জানালেন শাহ
  2. দিলীপের প্রচারে সরকারি গাড়ি! নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি তৃণমূলের
Last Updated : Apr 10, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.