বহরমপুর, 26 মার্চ: জোরকদমে ভোটপ্রচার চলছে বহরমপুরের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের ৷ দোলের দিনও মানুষের কাছে পৌঁছে গেলেন তিনি ৷ বহরমপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সেই প্রচার কর্মসূচিতে এসে 'হঠকে' প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ৷ ভোটে জিতলে আগামী 5 বছরে তারকা ক্রিকেটারদের দেখার সুযোগ করিয়ে দেবেন তিনি ৷ আবার কিছু লোকজন হতাশাও প্রকাশ করলেন এই বলে যে, ভেবেছিলেন ইউসুফের প্রচারে ভারতীয় দলের ক্রিকেটাররা আসবেন ৷ কিন্তু, আইপিএলের কারণে তাঁদের সেই আশাপূরণ হল না !
বহরমপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে সোমবার দোল উৎসবের অনুষ্ঠানে সামিল হন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ সেখানেই ইউসুফকে বলতে শোনা গেল, ভোটে জিতে সাংসদ হলে আগামী পাঁচবছরে বহরমপুরের নাগরিকদের একাধিক তারকা ক্রিকেটারদের দেখার সুযোগ করে দেবেন ৷ পাশাপাশি, ভাই তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের প্রচারে আসার সম্ভাবনা নেই বলেই জানালেন ইউসুফ ৷ কারণ, ইরফান এই মুহূর্তে আইপিএলের ধারাভাষ্যে ব্যস্ত ৷ তা না হলে, অবশ্যই ইরফানকে প্রচারে দেখা যেত বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী ৷
বহরমপুর লোকসভার কিছু মানুষকে আবার এও বলতে শোনা গেল, তাঁরা ভেবেছিলেন ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের প্রচারে দেখতে পাবেন ৷ কিন্তু, আইপিএল শুরু হয়ে যাওয়ার কারণে নাকি, সেই আশাপূরণ হচ্ছে না ! তেমনি একজন অর্ণব প্রামাণিক বলেন, "যেদিন জানতে পেরেছি ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, সেদিন থেকেই স্বপ্ন দেখছিলাম সৌরভ গাঙ্গুলি, ইরফান পাঠানের মতো ক্রিকেটারদের প্রচারে দেখতে পাব ৷ আইপিএলের জন্য সুযোগ ফসকে গেল ৷"
বেলডাঙা নেতাজি পার্ক এলাকার বাসিন্দা সুনিত দে বলেন, "মাঠে গিয়ে খেলোয়াড়দের দেখার সুযোগ নাও আসতে পারে ৷ ভোটের বাজারে বাড়ির দরজায় সেই আশাপূর্ণ হত, যদি না এই সময়ে আইপিএল না শুরু হত ৷" যদিও, বাস্তবে তা কতটা সম্ভব, সেই প্রশ্ন থেকেই যায় ৷ তবে, শোনা যাচ্ছে ইউসুফ পাঠানের প্রচারে টলিপাড়ার তারকারা প্রচারে আসতে পারেন ৷ জেলা তৃণমূল সূত্রে খবর, সেই সব তারকা প্রচারকারীদের তালিকা খুব দ্রুত চূড়ান্ত হয়ে যাবে ৷
আরও পড়ুন: