ETV Bharat / state

বিজেপির বনধের সমর্থনে প্রচারের মাইক ভাঙচুর, হুমকি তৃণমূলের বিরুদ্ধে - BJP Bangla Bandh

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 1:45 PM IST

BJP-TMC Conflict in Pandua: বিজেপির ডাকা বনধের বিরোধিতা করেছে তৃণমূল ৷ একদিকে যখন বনধ সফল করতে মাইকে প্রচার চালাচ্ছিল বিজেপি, তখনই তৃণমূলের বিরুদ্ধে সেই মাইক ভাঙচুরের অভিযোগ উঠল ৷

TMC Rally protesting BJP Bandh
হুগলির পাণ্ডুয়ায় বিজেপির বিরোধিতায় প্রচার তৃণমূলের (ইটিভি ভারত)

পাণ্ডুয়া, 28 অগস্ট: বিজেপির বাংলা বনধ ঘোষণার পরই পথে নামল তৃণমূল ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় ৷ ছাত্রদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান ছোড়ার প্রতিবাদে বুধবার 12 ঘণ্টার বনধ ডাকেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

হুগলির পাণ্ডুয়ায় বিজেপির প্রচারের মাইক ভাঙার অভিযোগ (ইটিভি ভারত)

সেই বনধের সমর্থনে বিজেপি রাস্তায় নামতেই তৃণমূলের রোষের মুখে পড়তে হল ৷ পাণ্ডুয়ায় কালনা মোড়ে টোটো নিয়ে মাইকে প্রচার করেছিল বিজেপি ৷ অভিযোগ, পাণ্ডুয়ার নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে প্রচার গাড়ির মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় ৷ বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ পাণ্ডুয়া ছাড়া সিঙ্গুর ও চুঁচুড়ায় বনধের বিরোধিতা মিছিল করে তৃণমূল ৷

পাণ্ডুয়ার বিজেপির মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষ বলেন, "তৃণমূল আমাদের উপর চড়াও হয় ৷ প্রচারের মাইক ভাঙচুর করা হয় ৷ আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয় ৷ এটা নিন্দনীয় ঘটনা ৷ মানুষ আমাদের সমর্থন করলেই বনধকে সমর্থন করবেন ৷"

পাণ্ডুয়ার তৃণমূল নেতার সঞ্জয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ মাইক ভাঙচুর থেকে বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে বিজেপি ৷ তৃণমূল নেতা সেই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বানচাল করতে বিজেপি বনধ ডেকেছে ৷ তৃণমূল নেতার পালটা অভিযোগ, মাইকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছিল, তাই মহিলারা প্রতিবাদ করেছে ৷

চুঁচুড়া ও সিঙ্গুরে মিছিল থেকে ব্যবসায়ীদের দোকান পাট খোলা রাখার আহ্বান জানান মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি বলেন, "বুধবার বিজেপি বেআইনিভাবে বনধ ডেকেছে ৷ এই বনধের কোনও যৌক্তিকতা নেই ৷ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ এই সময় ব্যবসায়ীরা ব্যবসার কাজে মেতেছে ৷ ঠিক সেই সময় অপদার্থ বিজেপি বাংলার ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য এই বনধ ডেকেছে ৷ আগামিকাল যাতে জনজীবন স্বাভাবিক থাকে, তার জন্য আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি ৷ আমরা রাস্তায় থাকব ৷"

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "বাংলাকে অশান্ত করার চক্রান্ত করা হলেও বাংলার প্রশাসন সেটা রুখে দিয়েছে ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপি বনধ ডেকে অশান্তি করার চক্রান্ত করছে ৷ আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি ৷"

পাণ্ডুয়া, 28 অগস্ট: বিজেপির বাংলা বনধ ঘোষণার পরই পথে নামল তৃণমূল ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় ৷ ছাত্রদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান ছোড়ার প্রতিবাদে বুধবার 12 ঘণ্টার বনধ ডাকেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

হুগলির পাণ্ডুয়ায় বিজেপির প্রচারের মাইক ভাঙার অভিযোগ (ইটিভি ভারত)

সেই বনধের সমর্থনে বিজেপি রাস্তায় নামতেই তৃণমূলের রোষের মুখে পড়তে হল ৷ পাণ্ডুয়ায় কালনা মোড়ে টোটো নিয়ে মাইকে প্রচার করেছিল বিজেপি ৷ অভিযোগ, পাণ্ডুয়ার নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে প্রচার গাড়ির মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় ৷ বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ পাণ্ডুয়া ছাড়া সিঙ্গুর ও চুঁচুড়ায় বনধের বিরোধিতা মিছিল করে তৃণমূল ৷

পাণ্ডুয়ার বিজেপির মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষ বলেন, "তৃণমূল আমাদের উপর চড়াও হয় ৷ প্রচারের মাইক ভাঙচুর করা হয় ৷ আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয় ৷ এটা নিন্দনীয় ঘটনা ৷ মানুষ আমাদের সমর্থন করলেই বনধকে সমর্থন করবেন ৷"

পাণ্ডুয়ার তৃণমূল নেতার সঞ্জয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ মাইক ভাঙচুর থেকে বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে বিজেপি ৷ তৃণমূল নেতা সেই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বানচাল করতে বিজেপি বনধ ডেকেছে ৷ তৃণমূল নেতার পালটা অভিযোগ, মাইকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা প্রচার করা হচ্ছিল, তাই মহিলারা প্রতিবাদ করেছে ৷

চুঁচুড়া ও সিঙ্গুরে মিছিল থেকে ব্যবসায়ীদের দোকান পাট খোলা রাখার আহ্বান জানান মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি বলেন, "বুধবার বিজেপি বেআইনিভাবে বনধ ডেকেছে ৷ এই বনধের কোনও যৌক্তিকতা নেই ৷ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ এই সময় ব্যবসায়ীরা ব্যবসার কাজে মেতেছে ৷ ঠিক সেই সময় অপদার্থ বিজেপি বাংলার ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য এই বনধ ডেকেছে ৷ আগামিকাল যাতে জনজীবন স্বাভাবিক থাকে, তার জন্য আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি ৷ আমরা রাস্তায় থাকব ৷"

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "বাংলাকে অশান্ত করার চক্রান্ত করা হলেও বাংলার প্রশাসন সেটা রুখে দিয়েছে ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপি বনধ ডেকে অশান্তি করার চক্রান্ত করছে ৷ আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.