ETV Bharat / state

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ! তৃণমূলকে হুঁশিয়ারি অর্জুনের - Bombing in Bhatpara - BOMBING IN BHATPARA

Arjun Singh Warns TMC: ভোট মিটে যাওয়ার পরেও বোমাবাজির অভিযোগ ভাটপাড়ায় ৷ অভিযোগ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা । ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ।

Bombing in Bhatpara
ভাটপাড়ায় বোমাবাজি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 3:01 PM IST

Updated : May 29, 2024, 4:11 PM IST

ভাটপাড়া, 29 মে: ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই ! ভোট মিটে যাওয়ার পরও বোমাবাজি থামার কোনও লক্ষণ নেই । দুষ্কৃতী দৌরাত্ম্যও চলছে সমানতালে । এবার দুষ্কৃতীদের লক্ষ্য বিজেপির ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও দলের রাজ‍্য নেতা উমাশঙ্কর সিং । রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সিসিটিভি ফুটেছে ধরাও পড়েছে বোমাবাজি করার সেই দৃশ্য ।

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি (ইটিভি ভারত)

বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন । ঘটনার পরই নিজের এক্স হ‍্যান্ডেলে বিষয়টি তুলে ধরে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । এ নিয়ে তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি । পাশাপাশি, নির্বাচন কমিশনকেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ব্যারাকপুরের এই 'বাহুবলী' নেতা । যদিও বিষয়টি অস্বীকার করেছে শাসক শিবির ।

আরও পড়ুন: ভোট মিটতেই ভাটপাড়ায় বিজেপির বুথ এজেন্টদের মারধর, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের

অন‍্যদিকে, এই ঘটনায় বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির । সেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে বাড়ি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উমাশঙ্কর সিংয়ের । তাঁর বাড়ি থেকে বিদায়ী সাংসদ তথা পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির দূরত্বও খুব বেশি নয় । মেরেকেটে 500 মিটার । তাই দলের প্রবীণ নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন অর্জুনও । তিনি এই ঘটনার জন্য সরাসরি শাসকদলকেই কাঠগড়ায় তুলেছেন ।

সিসিটিভি ফুটেজ থাকা সত্বেও দুষ্কৃতীরা এখনও পুলিশের নাগালের বাইরে ৷ এই নিয়েও সরব হয়েছেন বিজেপি প্রার্থী । বোমাবাজির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, "পুলিশকে বলব, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক । নইলে পালটা এর যখন প্রতিক্রিয়া দেওয়া হবে তখন কিন্তু সমস্ত দায় পুলিশকেই নিতে হবে । এসব করে ভাটপাড়ার মানুষকে ভয় দেখানো যাবে না । ভাটপাড়ার মানুষ জানে কীভাবে এর জবাব দিতে হবে । পুলিশকে নিষ্ক্রিয় করেই তো মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন । এটা নতুন কিছু নয় । তবে এসব জিনিস বেশিদিন আর বরদাস্ত করবে না রাজ‍্যের মানুষ ।"

আরও পড়ুন: খুনের 'হুমকি' ফোন ! অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন, নিশানা মমতাকে

ব‍্যারাকপুরের ভোট মিটেছে সপ্তাহ খানেক হয়ে গিয়েছে । তার পরও যুযুধান তৃণমূল ও বিজেপির অভ‍্যন্তরে রাজনৈতিক চাপানউতোর চলছেই । বিশেষ করে ভোটের দিন কারচুপি এবং রাজনৈতিক প্রভাব ঠেকাতে পার্থ-অর্জুনের নির্বাচন কমিশনে নালিশ জানানো নিঃসন্দেহে অন্য মাত্রা জুগিয়েছে । তাছাড়া, বিজেপি প্রার্থী অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামকে খুনের হুমকির ঘটনাতেও লেগেছে রাজনৈতিক রং । বাকযুদ্ধে জড়িয়েছে শাসক এবং গেরুয়া শিবির, দু'পক্ষই । ফলে নির্বাচনের ফলাফলের দিন যত এগিয়ে আসছে, ততই হাই ভোল্টেজ ব‍্যারাকপুর কেন্দ্র ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, যার আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই ।

আরও পড়ুন: অশান্তির আশঙ্কা ‘মিথ্যে’ করে রক্তহীন ও নিঃশব্দে সম্পন্ন অর্জুনগড়ের নির্বাচন

ভাটপাড়া, 29 মে: ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই ! ভোট মিটে যাওয়ার পরও বোমাবাজি থামার কোনও লক্ষণ নেই । দুষ্কৃতী দৌরাত্ম্যও চলছে সমানতালে । এবার দুষ্কৃতীদের লক্ষ্য বিজেপির ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও দলের রাজ‍্য নেতা উমাশঙ্কর সিং । রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সিসিটিভি ফুটেছে ধরাও পড়েছে বোমাবাজি করার সেই দৃশ্য ।

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি (ইটিভি ভারত)

বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন । ঘটনার পরই নিজের এক্স হ‍্যান্ডেলে বিষয়টি তুলে ধরে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । এ নিয়ে তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি । পাশাপাশি, নির্বাচন কমিশনকেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ব্যারাকপুরের এই 'বাহুবলী' নেতা । যদিও বিষয়টি অস্বীকার করেছে শাসক শিবির ।

আরও পড়ুন: ভোট মিটতেই ভাটপাড়ায় বিজেপির বুথ এজেন্টদের মারধর, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের

অন‍্যদিকে, এই ঘটনায় বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির । সেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে বাড়ি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উমাশঙ্কর সিংয়ের । তাঁর বাড়ি থেকে বিদায়ী সাংসদ তথা পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির দূরত্বও খুব বেশি নয় । মেরেকেটে 500 মিটার । তাই দলের প্রবীণ নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন অর্জুনও । তিনি এই ঘটনার জন্য সরাসরি শাসকদলকেই কাঠগড়ায় তুলেছেন ।

সিসিটিভি ফুটেজ থাকা সত্বেও দুষ্কৃতীরা এখনও পুলিশের নাগালের বাইরে ৷ এই নিয়েও সরব হয়েছেন বিজেপি প্রার্থী । বোমাবাজির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, "পুলিশকে বলব, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক । নইলে পালটা এর যখন প্রতিক্রিয়া দেওয়া হবে তখন কিন্তু সমস্ত দায় পুলিশকেই নিতে হবে । এসব করে ভাটপাড়ার মানুষকে ভয় দেখানো যাবে না । ভাটপাড়ার মানুষ জানে কীভাবে এর জবাব দিতে হবে । পুলিশকে নিষ্ক্রিয় করেই তো মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন । এটা নতুন কিছু নয় । তবে এসব জিনিস বেশিদিন আর বরদাস্ত করবে না রাজ‍্যের মানুষ ।"

আরও পড়ুন: খুনের 'হুমকি' ফোন ! অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন, নিশানা মমতাকে

ব‍্যারাকপুরের ভোট মিটেছে সপ্তাহ খানেক হয়ে গিয়েছে । তার পরও যুযুধান তৃণমূল ও বিজেপির অভ‍্যন্তরে রাজনৈতিক চাপানউতোর চলছেই । বিশেষ করে ভোটের দিন কারচুপি এবং রাজনৈতিক প্রভাব ঠেকাতে পার্থ-অর্জুনের নির্বাচন কমিশনে নালিশ জানানো নিঃসন্দেহে অন্য মাত্রা জুগিয়েছে । তাছাড়া, বিজেপি প্রার্থী অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামকে খুনের হুমকির ঘটনাতেও লেগেছে রাজনৈতিক রং । বাকযুদ্ধে জড়িয়েছে শাসক এবং গেরুয়া শিবির, দু'পক্ষই । ফলে নির্বাচনের ফলাফলের দিন যত এগিয়ে আসছে, ততই হাই ভোল্টেজ ব‍্যারাকপুর কেন্দ্র ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, যার আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই ।

আরও পড়ুন: অশান্তির আশঙ্কা ‘মিথ্যে’ করে রক্তহীন ও নিঃশব্দে সম্পন্ন অর্জুনগড়ের নির্বাচন

Last Updated : May 29, 2024, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.